কলকাতা,19 জানুয়ারি : "অবিশ্বাস্য "। এভাবেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ় জয়কে বর্ণনা করলেন বাংলা দলের বর্তমান কোচ এবং ভারতীয় দলের প্রাক্তন ওপেনার অরুণলাল । এছাড়াও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীপ দাশগুপ্ত থেকে দেবাং গান্ধিরা ।
অরুণ লাল বলেন, "কার্যত ইন্ডিয়া এ দল খেলতে নেমেছিল ব্রিসবেনে । যেখানে 32 বছর অস্ট্রেলিয়া হারেনি । সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করল ইয়ং ইন্ডিয়ান সাইড । আমি মনে করি এই জয় ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় জয় ।" প্রায় একই সঙ্গে আবেগতাড়িত হয়ে তিনি বলেন,"ছত্রিশ রানে অল আউট হওয়ার পর যেকোনও দলের পক্ষেই ঘুরে দাঁড়ানো কঠিন । সেই জায়গায় একাধিক অভিষেক হওয়া ক্রিকেটার সেরা শক্তির অস্ট্রেলিয়াকে ব্রিসবেনে হারিয়ে দিল । বোলাররা অসাধারণ বল করেছে । ব্যাটসম্যানদের ফিয়ারলেস ব্যাটিং, কোনও বিশেষণই যথেষ্ট নয় । সত্যিই হ্যাটস অফ ।"
একই সঙ্গে উচ্ছ্বাস দীপ দাশগুপ্তের গলাতেও । বলেন, "প্রথম থেকে বলেছিলাম লড়াই হবে । ছত্রিশ রানে অল আউট হওয়ার পর মেলবোর্নে ঘুরে দাড়িয়েছে । ব্রিসবেনে শেষ দিনে প্রথম থেকে পজ়িটিভ ক্রিকেট খেলেছে । শুভমন গিল রান তাড়া করা শুরু করেছিল । ঋষভ পন্থ সেই কাজটা সহজে শেষ করল । ওরা সেঞ্চুরি পায়নি । কিন্তু ওদের ইনিংস সেঞ্চুরির চেয়েও দামি ।"
আরও পড়ুন : গাব্বায় 'নতুন' ভারতের সূর্যোদয়
প্রাক্তন নির্বাচক, টেস্ট ক্রিকেটার দেবাং গান্ধি এই জয়কে এক কথায়,"হিস্টোরিক"বলছেন । তাঁর কথায়,"পুরো দলটাই একজোট হয়ে লড়েছে । শান্ত অথচ আগ্রাসী লড়াই বোধহয় এটাই । বিদেশের মাটিতে চতুর্থ ইনিংসে ভারতীয় দল এত ভালো ইনিংস কবে খেলেছে মনে করতে পারছি না । প্রত্যেকেই নিজেদের অবদান রেখেছে । বোলাররা সকলেই নতুন । কিন্তু অকুতোভয় পারফরম্যান্স । ব্যাট হাতে পন্থ, গিল, শার্দুল,ওয়াশিংটন সুন্দর নিজেদের ছাপিয়ে গিয়েছে । সত্যিই কোনও প্রশংসা যথেষ্ট নয় ।"