মেলবোর্ন, 30 ডিসেম্বর : বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টে আট উইকেটে জিতে দুরন্ত কামব্যাক ভারতের । প্রথম ম্যাচে ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন রান করে লজ্জাজনক হারের পর কোহলিবিহীন ভারত মেলবোর্নে রাহানের নেতৃত্বে জিতে সমতা ফেরায় সিরিজ়ে । 4 ম্যাচের সিরিজ়ে দুই দল 1- 1-এ দাঁড়িয়ে রয়েছে । চোট সমস্যা, অধিনায়কের অনুপস্থিতি, প্রথম টেস্টে দলের বিপর্যয়-এসব কাটিয়ে দলকে জেতানোর জন্য সব দিক থেকে প্রশংসা কুড়াচ্ছেন অজিঙ্ক রাহানে । এবার প্রশংসা এল খোদ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে ।
অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে টুইটারে প্রাক্তন অধিনায়ক লেখেন, "এমসিজি-তে খেলতে ভারত সর্বদা ভালোবাসে ।" তিনি এই জয়কে বিশেষ বলে মনে করছেন। তিনি আরও লেখেন, ভালো লোকেরা প্রথমও হয় । সকলের প্রশংসার পাশাপাশি জাদেজা ও অশ্বিনের পারফরমেন্সের জন্য তাঁদের বিশেষভাবে অভিন্দন জানান সৌরভ । পরবর্তী দুই ম্যাচের জন্য ভারতীয় দলকে আগাম শুভেচ্ছাও জানান ।
-
A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88 ..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88 ..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 29, 2020A special win at MCG ..india loves playing here ..well done Ajinkya rahane @ajinkyarahane88 ..good people finish first too.. congratulations to all..@imjadeja @ashwinravi99 .best of luck for the next 2 games @bcci
— Sourav Ganguly (@SGanguly99) December 29, 2020
2003-'04 সালের অস্ট্রেলিয়া দলকে বুক চিতিয়ে যোগ্য জবাব দিয়ে এসেছিল সৌরভ ব্রিগেড । তৎকালীন অস্ট্রেলিয়ার বিজয়রথ থামিয়ে সৌরভ দেখাতে শুরু করেছিলেন এক স্বপ্ন । তবে সেই সিরিজ়ে ক্যাপ্টেন 'দাদা' পেয়েছিলেন সচিন, লক্ষ্মণ, দ্রাবিড়, সহবাগদের ।
আরও পড়ুন : রাহানের অধিনায়কত্ব নিয়ে অস্ট্রেলিয়ান তারকাদের দরাজ প্রশংসা শুনে আপ্লুত গাভাসকর
কোহলি-রোহিত-শামি-ইশান্ত-বিহীন ভারত বড় অসহায় ছিল । পূজারা-রাহানে ছাড়া কোনও বড় মুখ ছিল না । তার উপর প্রথম ম্যাচে ভারতীয় টেস্ট ক্রিকেট ইতিহাসের লজ্জাজনক ব্যাটিং নিদর্শন । সেখান দ্বিতীয় ম্যাচে বক্সিং ডে টেস্টে রাহানের শতরান এবং আট উইকেটে ম্যাচ জিতে ফেরা স্বাভাবিকভাবেই আপ্লুত করেছে অস্ট্রেলিয়ার মাঠে প্রতিপক্ষের মুখের ওপর জবাব দিতে শেখানো মহারাজাকে ।