ETV Bharat / sports

মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি সিরাজ

author img

By

Published : Nov 24, 2020, 11:00 AM IST

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টি টেস্ট ম্য়াচের সিরিজ় খেলবে ভারত ৷ সেই সিরিজ়ে ডাক পেয়েছেন হায়দরাবাদের মহম্মদ সিরাজ ৷ তাঁর বাবার স্বপ্ন ছিল দেশের জার্সি পরে একদিন খেলুক সিরাজ ৷ ভারতের জয়ে বড় ভূমিকা নিক সে ৷

মহম্মদ সিরাজ
মহম্মদ সিরাজ

সিডনি, 24 নভেম্বর : মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ পরিবর্তে তাঁকে অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন ৷ শুক্রবার মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘাউস ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টি টেস্ট ম্য়াচের সিরিজ় খেলবে ভারত ৷ সেই সিরিজ়ে ডাক পেয়েছেন হায়দরাবাদের মহম্মদ সিরাজ ৷ তাঁর বাবার স্বপ্ন ছিল দেশের জার্সি পরে একদিন খেলুক সিরাজ ৷ ভারতের জয়ে বড় ভূমিকা নিক সে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, সিরাজকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু 26 বছরের সিরাজ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ৷

BCCI-কে দেওয়া একটি ভিডিয়ো সাক্ষাৎকারে সিরাজ বলেন, ‘‘ আমার বাবাই আমার সবথেকে বড় সমর্থক ছিলেন ৷ এটা আমার কাছে বড় ক্ষতি ৷ দেশের জার্সি পরে আমাকে খেলতে দেখা বাবার স্বপ্ন ছিল ৷ আমার মনে শুধু তাঁর স্বপ্ন পূরণ করার কথা ৷ বাবা এই পৃথিবীতে নেই ৷ তবে উনি আমার সঙ্গে সবসময় আছেন ৷ আমার মা বাবার স্বপ্নের কথা আমাকে মনে করায় ৷ তিনি আমাকে অস্ট্রেলিয়ায় থেকে ভালো খেলে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন ৷ ’’

সিডনিতে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করার পর সিরাজ তাঁর বাবার মৃত্যু সংবাদ পান ৷ সিরাজের বাবা মহম্মদ ঘাউস একজন অটো রিকশা চালক ছিলেন ৷ এই ক্রিকেটারের গলায় প্রায়শই তাঁর বাবার কঠিন দিনগুলির কথা শোনা যেত ৷ 2019 সালে ওয়ানডে ও টি-20 ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক হয় সিরাজের ৷

সিডনি, 24 নভেম্বর : মায়ের কথাতেই বাবার শেষকৃত্যে দেশে ফেরেননি ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ৷ পরিবর্তে তাঁকে অস্ট্রেলিয়ায় থেকে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন ৷ শুক্রবার মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘাউস ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টি টেস্ট ম্য়াচের সিরিজ় খেলবে ভারত ৷ সেই সিরিজ়ে ডাক পেয়েছেন হায়দরাবাদের মহম্মদ সিরাজ ৷ তাঁর বাবার স্বপ্ন ছিল দেশের জার্সি পরে একদিন খেলুক সিরাজ ৷ ভারতের জয়ে বড় ভূমিকা নিক সে ৷

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, সিরাজকে দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছিল ৷ কিন্তু 26 বছরের সিরাজ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন ৷

BCCI-কে দেওয়া একটি ভিডিয়ো সাক্ষাৎকারে সিরাজ বলেন, ‘‘ আমার বাবাই আমার সবথেকে বড় সমর্থক ছিলেন ৷ এটা আমার কাছে বড় ক্ষতি ৷ দেশের জার্সি পরে আমাকে খেলতে দেখা বাবার স্বপ্ন ছিল ৷ আমার মনে শুধু তাঁর স্বপ্ন পূরণ করার কথা ৷ বাবা এই পৃথিবীতে নেই ৷ তবে উনি আমার সঙ্গে সবসময় আছেন ৷ আমার মা বাবার স্বপ্নের কথা আমাকে মনে করায় ৷ তিনি আমাকে অস্ট্রেলিয়ায় থেকে ভালো খেলে বাবার স্বপ্ন পূরণ করার কথা বলেন ৷ ’’

সিডনিতে ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করার পর সিরাজ তাঁর বাবার মৃত্যু সংবাদ পান ৷ সিরাজের বাবা মহম্মদ ঘাউস একজন অটো রিকশা চালক ছিলেন ৷ এই ক্রিকেটারের গলায় প্রায়শই তাঁর বাবার কঠিন দিনগুলির কথা শোনা যেত ৷ 2019 সালে ওয়ানডে ও টি-20 ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক হয় সিরাজের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.