সিডনি, 20 নভেম্বর : ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সাফল্য়ের অন্য়তম রাস্তা বিরাট কোহলিকে শান্ত রাখা ৷ এমনটাই মনে করেন অজ়ি পেসার প্য়াট কামিন্স ৷ তিনি মনে করেন বিরাটের উইকেটের দাম অজ়ি শিবিরের কাছে অনেক ৷ তাই ভারত অধিনায়কের উইকেট তোলার জন্য় তিনি ঝাঁপাবেন ৷ সিডনিতে ওয়ান’ডে সিরিজ় শুরুর আগে ভার্চুয়াল এক সাক্ষাৎকার এমনটাই জানালেন অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়ক ৷ বর্তমানে, IPL খেলে ফিরে সিডনিতে কোয়ারেন্টাইনে রয়েছে গোটা অস্ট্রেলিয়া দল ৷
আগামী 27 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান’ডে সিরিজ় দিয়ে সফর শুরু করবে ভারতীয় ক্রিকেট দল ৷ তার আগে দুই শিবির থেকেই, মূলত অস্ট্রেলিয়ার তরফে বাক্য়বাণ শুরু করে দিয়েছেন অজ়ি ক্রিকেটাররা ৷ তেমননি এবার ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য় করলেন অস্ট্রেলিয়ান পেসার তথা সহ অধিনায়ক প্য়াট কামিন্স ৷ তিনি জানান, বিরাটের উইকেট অস্ট্রেলিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ ভারতের বিরুদ্ধে সিরিজ়ে সফল হতে গেলে বিরাট কোহলিকে দ্রুত আউট করাটা খুবই জরুরি বলে মনে করেন কামিন্স ৷ আর তার জন্য় তিনি আপ্রাণ চেষ্টা চালাবেন বলে জানিয়েছে অজ়ি পেসার ৷ এ প্রসঙ্গে বিশ্বের অন্য়ান্য় বড় বড় দলের অধিনায়কদের উদাহরণও দেন তিনি ৷ বলেন, অনেক দলেই তাদের অধিনায়কের উইকেট খুব দামী ৷ যেমন ইংল্য়ান্ডের ক্ষেত্রে জো রুট, তেমনি নিউজ়িল্য়ান্ডের ক্ষেত্রে কেন উইলিয়ামসের উইকেট বিপক্ষ দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ ৷ তেমনি বিরাট কোহলির উইকেটটাও অনেক বড় ৷ এমনকি ক্রিকেটের ধারাভাষ্য়কাররাও সর্বক্ষণ তাঁর কথা বলে চলেন বলে মন্তব্য় করেন তিনি প্য়াট কামিন্স ৷
এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের তরফে শর্টার ও টেস্ট দুই ফরম্য়াটেই সহ অধিনায়ক করা হয়েছে কামিন্সকে ৷ তবে, সিডনিতে এই মুহূর্তে দলের বাকিদের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি ৷ তবে, বায়ো বাবলে থাকাটা গত তিন-চার মাসে অভ্য়স্ত করে ফেলেছেন তাঁরা ৷ ইংল্য়ান্ড সফরের পর IPL খেলতে তাঁরা দুবাই উড়ে গিয়েছিলেন ৷ ফলে টানা ম্য়াচের মধ্য়ে থাকায় দলের সবাই ফর্মে রয়েছেন বলেই জানান কামিন্স ৷ এখন ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে নামতে মুখিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দল ৷