ETV Bharat / sports

সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হন ভারতীয় ক্রিকেটাররা, মেনে নিল অস্ট্রেলিয়া

ভারতীয় ক্রিকেটরা সিডনি টেস্টে যে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন তা মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া । রাহানে, সিরাজদের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছিল আইসিসি। গ্যালারি থেকে দর্শকরা যে সিরাজ ও বুমরার উদ্দেশে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছিলেন, তা স্পষ্ট হয়ে গিয়েছে তদন্তে।

Indian players were subjected to racial abuse at SCG, confirms CA
সিডনিতে বর্ণবিদ্বেষের শিকার হন ভারতীয় ক্রিকেটাররা, মেনে নিল অস্ট্রেলিয়া
author img

By

Published : Jan 27, 2021, 12:26 PM IST

মেলবোর্ন, 27 জানুয়ারি: সিডনিতে তৃতীয় টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা । তদন্তের পর বুধবার একথা স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ছুড়ে দেন দর্শকরা। সিরাজ ছাড়াও আর এক পেসার বুমরাকে লক্ষ্য করেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। বিষয়টি জানিয়ে অভিযোগ করে ভারতীয় দল। প্রথম ঘটনার পর আম্পায়ারের কাছেই অভিযোগ জানিয়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপর বিসিসিআই-এর তরফে চিঠি দিয়ে আসিসি-র কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছিল আইসিসি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ফের বর্ণবিদ্বেষের ঘটনা ঘটে। ম্যাচের চতুর্থ দিনে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। ফের আম্পায়ারকে ঘটনাটি জানান সিরাজ ও রাহানে। খেলা থামিয়ে দেওয়া হয়। এরপর পুলিশকে দিয়ে ছয় দর্শককে মাঠের বাইরে বের করে দেওয়ার পর খেলা শুরু হয়।

আরও পড়ুন: সিডনিতে অস্ট্রেলিয়া দল আমার ও বিহারীর পরিকল্পনা বুঝতে পারেনি : অশ্বিন

ঘটনার তদন্তের পর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, ''সিডনিকে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। দোষীদের খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করে মাঠে প্রবেশ করা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে।''

তারা আরও জানিয়েছে, ''অভিযোগ পেয়েই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল যে, যে কোনও ধরনের বৈষম্যমূলক আচরণের প্রতিই তারা জিরো টলারেন্স দেখাবে । কোনও মতেই তা মেনে নেওয়া হবে না।'' এই ঘটনার জন্য ভারতীয় দলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মেলবোর্ন, 27 জানুয়ারি: সিডনিতে তৃতীয় টেস্টে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা । তদন্তের পর বুধবার একথা স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

এসসিজি-তে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে ভারতীয় পেসার মহম্মদ সিরাজের উদ্দেশে গ্যালারি থেকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য ছুড়ে দেন দর্শকরা। সিরাজ ছাড়াও আর এক পেসার বুমরাকে লক্ষ্য করেও বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। বিষয়টি জানিয়ে অভিযোগ করে ভারতীয় দল। প্রথম ঘটনার পর আম্পায়ারের কাছেই অভিযোগ জানিয়েছিলেন অজিঙ্ক রাহানে। এরপর বিসিসিআই-এর তরফে চিঠি দিয়ে আসিসি-র কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে নির্দেশ দিয়েছিল আইসিসি।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল, তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপর ফের বর্ণবিদ্বেষের ঘটনা ঘটে। ম্যাচের চতুর্থ দিনে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। ফের আম্পায়ারকে ঘটনাটি জানান সিরাজ ও রাহানে। খেলা থামিয়ে দেওয়া হয়। এরপর পুলিশকে দিয়ে ছয় দর্শককে মাঠের বাইরে বের করে দেওয়ার পর খেলা শুরু হয়।

আরও পড়ুন: সিডনিতে অস্ট্রেলিয়া দল আমার ও বিহারীর পরিকল্পনা বুঝতে পারেনি : অশ্বিন

ঘটনার তদন্তের পর ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, ''সিডনিকে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছিল। দোষীদের খুঁজে বের করার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের খুঁজে বের করে মাঠে প্রবেশ করা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া হবে।''

তারা আরও জানিয়েছে, ''অভিযোগ পেয়েই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছিল যে, যে কোনও ধরনের বৈষম্যমূলক আচরণের প্রতিই তারা জিরো টলারেন্স দেখাবে । কোনও মতেই তা মেনে নেওয়া হবে না।'' এই ঘটনার জন্য ভারতীয় দলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.