ETV Bharat / sports

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

author img

By

Published : Dec 6, 2020, 1:50 PM IST

Updated : Dec 6, 2020, 6:06 PM IST

ভারতের সামনে 195 রানের লক্ষ্য় রাখে অস্ট্রেলিয়া ৷ সিডনিতে দ্বিতীয় টি-20 ম্য়াচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ৷

india-won-the-toss-bowl-first-in-2nd-t20-against-australia
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

সিডনি, 6 ডিসেম্বর : এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জিতল ভারত । সিডনিতে দ্বিতীয় টি-20 ম্য়াচ দু’বল বাকি থাকতে 6 উইকেটে জিতে নিলেন বিরাট কোহলিরা ৷ আর এই দাপুটে জয়ের পিছনে বড় ভূমিকা নিল ভারতীয় টপ অর্ডার ৷ রান করলেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ান ৷ রান পেয়েছেন ভারত অধিনায়কও । তিনি 24 বলে 40 রান করেন ৷ এই ম্য়াচে জেতার ফলে ভারত 2-0 এ সিরিজ়ে এগিয়ে গেল ৷ ম্য়াচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া ৷

এদিন টস জিতে অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়াকে প্রথমে ব্য়াট করতে পাঠান ৷ অধিনায়ক ম্য়াথু ওয়েড এবং স্টিভ স্মিথের দাপটে অজ়িরা 194 রানে বিশাল টার্গেট রাখে ভারতের কাছে ৷ 195 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াটিং করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের দুই ওপেনার ৷ পাওয়ার প্লেতে দশ রান প্রতি ওভার তুলতে শুরু করেন তাঁরা ৷ যেখানে অনেকটাই আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় আগের ম্য়াচে অর্ধশতরান করা রাহুলকে ৷ তিনি আজ 22 বলে 30 রান করেন ৷

india-won-the-toss-bowl-first-in-2nd-t20-against-australia
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

এদিন পাওয়ার প্লের শেষ ওভারে রাহুল আউট হতেই ম্য়াচে ফেরার চেষ্টা করে অজ়িরা ৷ তবে, অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ অধিনায়ক ম্য়াথু ওয়েড দলকে আর সেভাবে ম্য়াচে ফিরিয়ে আনতে পারেননি ৷ কোহলি আর ধাওয়ানের উইকেটের মাঝে খুচরো রান অজ়িদের চাপে ফেলে দেয় ৷ এদিন আউট হওয়ার আগে অর্ধশতরান করেন শিখর (36 বলে 52 রান) ৷ শিখর আউট হতেই ক্রিজ়ে আসেন সঞ্জু স্য়ামসন ৷ মাত্র 15 রান করে সিম্পসনের বলে আউট হলেও, বল নষ্ট করেননি তিনি ৷ স্য়ামসন ফিরতেই ক্রিজ়ে নামেন সফরে ভারতীয় দলের সবচেয়ে ভালো ফর্মে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ শুরুটা একটু ধীরে করলেও, দাপটের সঙ্গে এদিন তিনিই ভারতকে জয় এনে দেন ৷ 22 বলে 42 রানের অপরাজিত ইনিংসে 3টে চার ও 2টো ছয় মারেন হার্দিক ৷ তিনিই আজকের ম্য়াচের সেরা ৷ 12 রান করে অপরাজিত থাকেন দলে ফেরা শ্রেয়স আইয়ার ৷

আরও পড়ুন : জাদেজার বদলে কে ? আজ ম্যাচ জিততে কোহলির ভরসা কে কে ?

তবে, সিডনির ক্রিকেট মাঠে আজ বোলারদের জন্য় তেমন কিছু ছিল না বললেই চলে ৷ যার কারণে দুই ইনিংস মিলিয়ে মাত্র 9টা উইকেট পড়েছে গোটা ম্য়াচে ৷ এদিন ভারতের তরফে বোলিংয়ে সফল হয়েছেন টি নটরাজন ৷ তিনি 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ অন্য়দিকে, একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চহাল ৷ অজ়িদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ড্য়ানিয়েল স্য়াম, অ্য়ান্ড্রু টাই, মিচেল সিম্পসন এবং অ্য়াডাম জ়ামপা ৷ সিরিজ়ের শেষ ম্য়াচ সিডনিতেই আগামী 8 ডিসেম্বর ৷

সিডনি, 6 ডিসেম্বর : এক ম্যাচ বাকি থাকতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জিতল ভারত । সিডনিতে দ্বিতীয় টি-20 ম্য়াচ দু’বল বাকি থাকতে 6 উইকেটে জিতে নিলেন বিরাট কোহলিরা ৷ আর এই দাপুটে জয়ের পিছনে বড় ভূমিকা নিল ভারতীয় টপ অর্ডার ৷ রান করলেন দুই ওপেনার লোকেশ রাহুল এবং শিখর ধাওয়ান ৷ রান পেয়েছেন ভারত অধিনায়কও । তিনি 24 বলে 40 রান করেন ৷ এই ম্য়াচে জেতার ফলে ভারত 2-0 এ সিরিজ়ে এগিয়ে গেল ৷ ম্য়াচের সেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া ৷

এদিন টস জিতে অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়াকে প্রথমে ব্য়াট করতে পাঠান ৷ অধিনায়ক ম্য়াথু ওয়েড এবং স্টিভ স্মিথের দাপটে অজ়িরা 194 রানে বিশাল টার্গেট রাখে ভারতের কাছে ৷ 195 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্য়াটিং করতে নেমে শুরুটা ভালোই করেন ভারতের দুই ওপেনার ৷ পাওয়ার প্লেতে দশ রান প্রতি ওভার তুলতে শুরু করেন তাঁরা ৷ যেখানে অনেকটাই আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় আগের ম্য়াচে অর্ধশতরান করা রাহুলকে ৷ তিনি আজ 22 বলে 30 রান করেন ৷

india-won-the-toss-bowl-first-in-2nd-t20-against-australia
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজ় জয় ভারতের

এদিন পাওয়ার প্লের শেষ ওভারে রাহুল আউট হতেই ম্য়াচে ফেরার চেষ্টা করে অজ়িরা ৷ তবে, অস্ট্রেলিয়ার অনভিজ্ঞ অধিনায়ক ম্য়াথু ওয়েড দলকে আর সেভাবে ম্য়াচে ফিরিয়ে আনতে পারেননি ৷ কোহলি আর ধাওয়ানের উইকেটের মাঝে খুচরো রান অজ়িদের চাপে ফেলে দেয় ৷ এদিন আউট হওয়ার আগে অর্ধশতরান করেন শিখর (36 বলে 52 রান) ৷ শিখর আউট হতেই ক্রিজ়ে আসেন সঞ্জু স্য়ামসন ৷ মাত্র 15 রান করে সিম্পসনের বলে আউট হলেও, বল নষ্ট করেননি তিনি ৷ স্য়ামসন ফিরতেই ক্রিজ়ে নামেন সফরে ভারতীয় দলের সবচেয়ে ভালো ফর্মে থাকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ৷ শুরুটা একটু ধীরে করলেও, দাপটের সঙ্গে এদিন তিনিই ভারতকে জয় এনে দেন ৷ 22 বলে 42 রানের অপরাজিত ইনিংসে 3টে চার ও 2টো ছয় মারেন হার্দিক ৷ তিনিই আজকের ম্য়াচের সেরা ৷ 12 রান করে অপরাজিত থাকেন দলে ফেরা শ্রেয়স আইয়ার ৷

আরও পড়ুন : জাদেজার বদলে কে ? আজ ম্যাচ জিততে কোহলির ভরসা কে কে ?

তবে, সিডনির ক্রিকেট মাঠে আজ বোলারদের জন্য় তেমন কিছু ছিল না বললেই চলে ৷ যার কারণে দুই ইনিংস মিলিয়ে মাত্র 9টা উইকেট পড়েছে গোটা ম্য়াচে ৷ এদিন ভারতের তরফে বোলিংয়ে সফল হয়েছেন টি নটরাজন ৷ তিনি 4 ওভারে মাত্র 20 রান দিয়ে 2টি উইকেট নেন ৷ অন্য়দিকে, একটি করে উইকেট নেন শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চহাল ৷ অজ়িদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন ড্য়ানিয়েল স্য়াম, অ্য়ান্ড্রু টাই, মিচেল সিম্পসন এবং অ্য়াডাম জ়ামপা ৷ সিরিজ়ের শেষ ম্য়াচ সিডনিতেই আগামী 8 ডিসেম্বর ৷

Last Updated : Dec 6, 2020, 6:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.