ETV Bharat / sports

আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নবদীপ - গাব্বা

দ্বিতীয় সেশনের খেলা চলাকালীন জলপানের বিরতির পর মাঠে ফিরে আসেন নবদীপ সাইনি ৷ মাঠে ফিরলেও অবশ্য তাঁকে আর বল করতে দেখা যায়নি ৷

ind-vs-aus-navdeep-saini-complains-of-groin-pain-goes-off-field
আবারও চোট ভারতীয় শিবিরে, ওভারের মাঝেই মাঠ ছাড়লেন নবদ্বীপ সাইনি
author img

By

Published : Jan 15, 2021, 2:17 PM IST

ব্রিসবেন, 15 জানুয়ারি : ব্রিসবেনেও জারি ভারতীয় শিবিরের চোট-আঘাত পর্ব ৷ এবার বোলিং করার সময় পায়ের মাংসপেশীতে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হল নবদীপ সাইনিকে ৷ গাব্বায় চতুর্থ টেস্টে 36 তম ওভার এবং নিজের 8 নম্বর ওভার করার সময় হঠাৎই খোঁড়াতে শুরু করেন নবদীপ ৷ তৎক্ষণাৎ মাঠে ফিজ়িওকে ছুটে আসতে দেখা যায় ৷ যারপর সাইনি তাঁর ওভার শেষ না করেই মাঠের বাইরে চলে যান ৷

তবে আশার খবর, দ্বিতীয় সেশনের খেলা চলাকালীনই জলপানের বিরতির পর মাঠে ফিরে আসেন নবদীপ৷ মাঠে ফিরলেও তাঁকে আর বল করতে দেখা যায়নি ৷ পরে আবারও মাঠ ছেড়ে বেরিয়ে যান এই ভারতীয় পেসার ৷ তবে, সাইনির ঠিক কোথায় চোট লেগেছে তা সরকারিভাবে বিসিসিআই বা টিম ম্য়ানেজ়মেন্টের তরফে জানানো হয়নি ৷ ইতিমধ্য়ে চোটের জন্য় ভারতীয় দলের বাইরে চলে গিয়েছেন প্রথম এগারোর প্রধান সব পেস বোলাররা ৷ যে তালিকায় রয়েছেন- ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ এবার নবদীপ সাইনির চোট কতটা গুরুতর তার উপর নির্ভর করছে চতুর্থ টেস্টে তিনি আর খেলতে পারবেন কি না ৷

আরও পড়ুন : জোড়া উইকেট নটরাজনের, সেঞ্চুরি করে ফিরলেন লাবুশেন

এদিন সাইনির ওভার শেষ করতে বল করেন ভারতীয় টেস্ট দলের স্ট্যান্ড ইন সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ প্রসঙ্গত, আজ প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া দল 274 রান করে 5 উইকেট হারিয়েছে ৷ এদিন টেস্ট ম্য়াচে ডেবিউ করা টি নটরাজন 2 উইকেট নিয়েছেন ৷ অন্য়দিকে, রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর স্টিভ স্মিথের উইকেট নিয়ে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন ৷

ব্রিসবেন, 15 জানুয়ারি : ব্রিসবেনেও জারি ভারতীয় শিবিরের চোট-আঘাত পর্ব ৷ এবার বোলিং করার সময় পায়ের মাংসপেশীতে চোট পেয়ে মাঠের বাইরে যেতে হল নবদীপ সাইনিকে ৷ গাব্বায় চতুর্থ টেস্টে 36 তম ওভার এবং নিজের 8 নম্বর ওভার করার সময় হঠাৎই খোঁড়াতে শুরু করেন নবদীপ ৷ তৎক্ষণাৎ মাঠে ফিজ়িওকে ছুটে আসতে দেখা যায় ৷ যারপর সাইনি তাঁর ওভার শেষ না করেই মাঠের বাইরে চলে যান ৷

তবে আশার খবর, দ্বিতীয় সেশনের খেলা চলাকালীনই জলপানের বিরতির পর মাঠে ফিরে আসেন নবদীপ৷ মাঠে ফিরলেও তাঁকে আর বল করতে দেখা যায়নি ৷ পরে আবারও মাঠ ছেড়ে বেরিয়ে যান এই ভারতীয় পেসার ৷ তবে, সাইনির ঠিক কোথায় চোট লেগেছে তা সরকারিভাবে বিসিসিআই বা টিম ম্য়ানেজ়মেন্টের তরফে জানানো হয়নি ৷ ইতিমধ্য়ে চোটের জন্য় ভারতীয় দলের বাইরে চলে গিয়েছেন প্রথম এগারোর প্রধান সব পেস বোলাররা ৷ যে তালিকায় রয়েছেন- ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ এবার নবদীপ সাইনির চোট কতটা গুরুতর তার উপর নির্ভর করছে চতুর্থ টেস্টে তিনি আর খেলতে পারবেন কি না ৷

আরও পড়ুন : জোড়া উইকেট নটরাজনের, সেঞ্চুরি করে ফিরলেন লাবুশেন

এদিন সাইনির ওভার শেষ করতে বল করেন ভারতীয় টেস্ট দলের স্ট্যান্ড ইন সহ অধিনায়ক রোহিত শর্মা ৷ প্রসঙ্গত, আজ প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া দল 274 রান করে 5 উইকেট হারিয়েছে ৷ এদিন টেস্ট ম্য়াচে ডেবিউ করা টি নটরাজন 2 উইকেট নিয়েছেন ৷ অন্য়দিকে, রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় দলে সুযোগ পাওয়া ওয়াশিংটন সুন্দর স্টিভ স্মিথের উইকেট নিয়ে অভিষেক ম্যাচ স্মরণীয় করে রাখলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.