ETV Bharat / sports

রাহানের আগ্রাসী অধিনায়কত্বে মুগ্ধ ইয়ান চ্য়াপেল - অস্ট্রেলিয়া

চ্যাপেল বলেন, ‘‘আমি রাহানেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্য়াচে অধিনায়কত্ব করতে দেখেছিলাম ৷ এবং সেখানে তিনি দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন ৷ তিনি একজন খুবই আগ্রাসী অধিনায়ক ৷’’

ian-chappell-appreciates-rahanes-aggressive-style-of-captaincy
অজিঙ্ক রাহানের আগ্রাসী অধিনায়কত্বে মুগ্ধ ইয়ান চ্য়াপেল
author img

By

Published : Dec 9, 2020, 9:00 PM IST

দিল্লি, 9 ডিসেম্বর : অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্য়াপেল ৷ তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানের আগ্রাসী মনোভাব ভারতকে অনেক সাহায্য় করবে ৷ বিশেষ করে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি ভারতে ফিরে আসার পর ৷

তিনি বলেন, ‘‘আমি রাহানেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্য়াচে অধিনায়কত্ব করতে দেখেছিলাম ৷ এবং সেখানে তিনি দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন ৷ তিনি একজন খুবই আগ্রাসী অধিনায়ক ৷’’ এরপরই অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের কয়েকটি বৈশিষ্ট্য় তুলে ধরেন চ্য়াপেল ৷ বলেন, ‘‘আমি রাহানের অধিনায়কত্বের কয়েকটি বিশেষ দিক দেখেছি ৷ যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ভারতীয় বোলারদের উপর চেপে বসেছিলেন ৷ ঠিক সেই সময় কুলদীপ যাদবকে বলে নিয়ে আসেন রাহানে ৷ আর কুলদীপ ওয়ার্নারকে আউট করে দেন ৷ দ্বিতীয় যেটা আমার মনে আছে তা হল, ভারত অনেক অল্প রান তাড়া করছিল এবং খুব দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় ৷ তবে রাহানে ক্রিজ়ে এসে অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি আক্রমণে গিয়ে 20 রানের (27 বলে 38 রান) মতো করেছিলেন ৷

আরও পড়ুন : দিনরাতের টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

টেস্টে অধিনায়কত্ব নিয়ে ইয়ান চ্য়াপেল মনে করেন, প্রতিটি দলের কাছে দু’টি চয়েস থাকে ৷ যার একজন আগ্রাসী মনোভাবের এবং আর একজন একটু প্রথাগত অধিনায়ক ৷ চ্য়াপেল মনে করেন, টেস্ট ক্রিকেটেও আগ্রাসী মনোভাব দরকার ৷ ইয়ান চ্য়াপেল এও মনে করেন, আসন্ন টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে থাকলেও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি অ্য়াডিলেডে ভারতের সামনে বড় সুযোগ এনে দিয়েছে ৷ পাশাপাশি মিচেল স্টার্কের অনুপস্থিতিও যে অস্ট্রেলিয়াকে কিছুটা ব্য়াকফুটে ঠেলে দেবে বলেই মনে করেন চ্য়াপেল ৷ তবে সেখানে জ়েমস প্য়াটিনসনের মতো বোলার স্টার্কের জায়গায় খেলবেন ৷ যা ভারতের পক্ষে খুব একটা সহজ হবে না ৷

দিল্লি, 9 ডিসেম্বর : অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্য়াপেল ৷ তাঁর মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রাহানের আগ্রাসী মনোভাব ভারতকে অনেক সাহায্য় করবে ৷ বিশেষ করে প্রথম টেস্টের পর অধিনায়ক বিরাট কোহলি ভারতে ফিরে আসার পর ৷

তিনি বলেন, ‘‘আমি রাহানেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট ম্য়াচে অধিনায়কত্ব করতে দেখেছিলাম ৷ এবং সেখানে তিনি দুর্দান্ত অধিনায়কত্ব করেছিলেন ৷ তিনি একজন খুবই আগ্রাসী অধিনায়ক ৷’’ এরপরই অজিঙ্ক রাহানের অধিনায়কত্বের কয়েকটি বৈশিষ্ট্য় তুলে ধরেন চ্য়াপেল ৷ বলেন, ‘‘আমি রাহানের অধিনায়কত্বের কয়েকটি বিশেষ দিক দেখেছি ৷ যেটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ভারতীয় বোলারদের উপর চেপে বসেছিলেন ৷ ঠিক সেই সময় কুলদীপ যাদবকে বলে নিয়ে আসেন রাহানে ৷ আর কুলদীপ ওয়ার্নারকে আউট করে দেন ৷ দ্বিতীয় যেটা আমার মনে আছে তা হল, ভারত অনেক অল্প রান তাড়া করছিল এবং খুব দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় ৷ তবে রাহানে ক্রিজ়ে এসে অস্ট্রেলিয়ান বোলারদের প্রতি আক্রমণে গিয়ে 20 রানের (27 বলে 38 রান) মতো করেছিলেন ৷

আরও পড়ুন : দিনরাতের টেস্ট থেকে ছিটকে গেলেন ওয়ার্নার

টেস্টে অধিনায়কত্ব নিয়ে ইয়ান চ্য়াপেল মনে করেন, প্রতিটি দলের কাছে দু’টি চয়েস থাকে ৷ যার একজন আগ্রাসী মনোভাবের এবং আর একজন একটু প্রথাগত অধিনায়ক ৷ চ্য়াপেল মনে করেন, টেস্ট ক্রিকেটেও আগ্রাসী মনোভাব দরকার ৷ ইয়ান চ্য়াপেল এও মনে করেন, আসন্ন টেস্ট সিরিজ়ে অস্ট্রেলিয়া কিছুটা হলেও এগিয়ে থাকলেও ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি অ্য়াডিলেডে ভারতের সামনে বড় সুযোগ এনে দিয়েছে ৷ পাশাপাশি মিচেল স্টার্কের অনুপস্থিতিও যে অস্ট্রেলিয়াকে কিছুটা ব্য়াকফুটে ঠেলে দেবে বলেই মনে করেন চ্য়াপেল ৷ তবে সেখানে জ়েমস প্য়াটিনসনের মতো বোলার স্টার্কের জায়গায় খেলবেন ৷ যা ভারতের পক্ষে খুব একটা সহজ হবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.