ETV Bharat / sports

হোয়াইটওয়াশে চোখ রেখে আফগানদের বিরুদ্ধে শেষ ম্যাচে নজরে রোহিতের ফর্ম

Selectors Eye on Rohit Sharma's Form Before T-20 WC: টি-20 বিশ্বকাপের আগে ভারতীয় দল তাদের শেষ সিরিজ খেলছে ৷ বুধবার এই সিরিজের শেষ ম্যাচ ৷ যেখানে 14 মাস পরে প্রত্যাবর্তন করা অধিনায়ক রোহিত শর্মার ফর্মে নজর জাতীয় নির্বাচকদের ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 6:30 AM IST

Updated : Jan 17, 2024, 6:56 AM IST

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজ ইতিমধ্যে জিতে গিয়েছে ভারত ৷ বুধবার শেষ ম্যাচে বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, বেঙ্গালুরুর ম্যাচে যে দু’জনের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে, তাঁরা হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ বিশেষত, অধিনায়ক রোহিত শর্মার ফর্ম ৷ কারণ, প্রথম দুই ম্যাচে রোহিতের খাতায় একটা রানও আসেনি ৷ তাই জাতীয় নির্বাচক কমিটির নজরে বিশ্বকাপের আগে এবার রোহিতের টি-20 ফর্ম ৷

বিরাট কোহলি তাঁর প্রত্যাবর্তন ম্যাচে রান করেছেন ৷ নিজের স্বভাব বিরুদ্ধে ইনিংস খেলে 16 বলে 29 রান করেছেন বিরাট ৷ কিন্তু, প্রথম ম্যাচে শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্যতে রান-আউট হয়েছিলেন রোহিত ৷ কিন্তু, ইন্দোর ম্যাচে প্রথম বলেই বোল্ড হন তিনি ৷ ফলে রোহিত শর্মার টি-20 ফরম্যাটে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও, তেমনটা মনে করছে না টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, রোহিতের কাছে নিজেকে ফের একবার প্রমাণ করার সময় এসেছে ৷ যেখানে আন্তর্জাতিক স্তরে মাত্র একটি সুযোগ রয়েছে রোহিতের সামনে ৷

বুধবার বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে রান করে রোহিতকে বুঝিয়ে দিতে হবে, তিনি এখনও টি-20 ফরম্যাটে ভারতীয় দলের অন্য়তম ভরসা ৷ কুড়ি-বিশের বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ ৷ এরপর ভারতীয় দলের ক্রিকেটাররা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ৷ এক্ষেত্রে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারিয়েছেন ৷ ফলে সেখানে ফর্ম দেখাতে না-পারলে, প্রথম একাদশ থেকে যে কোনও সময় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তাঁর ৷ তাই টি-20 বিশ্বকাপের দলে অধিনায়ক হিসেবে টিকিট নিশ্চিত করতে হলে, আগামিকালের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ তাঁর জন্য ৷

অন্যদিকে, মোহালি ও ইন্দোরে আফগানিস্তানকে দুরমুশ করে তৃতীয় টি-20 ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে ভারতীয় দল ৷ যে ম্যাচে বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷ তবে, টিম ম্যানেজমেন্টের লক্ষ্য আফগানদের বিরুদ্ধে 3-0 সিরিজ জেতা ৷ সেক্ষেত্রে ব্যাটিংয়ে কোনও বদল হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ একমাত্র স্পিনার হিসেবে কুলদীপ যাদবের দলে ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ পেসারদের মধ্যে আবেশ খানও শেষ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেলেও পেতে পারেন ৷

আরও পড়ুন:

  1. রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের
  2. ভাঙল যুবরাজের 24 বছর পুরনো রেকর্ড, 404 রানের অপরাজিত ইনিংস প্রখরের
  3. ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়

বেঙ্গালুরু, 17 জানুয়ারি: আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি-20 সিরিজ ইতিমধ্যে জিতে গিয়েছে ভারত ৷ বুধবার শেষ ম্যাচে বেঞ্চ স্ট্রেংথ পরীক্ষা করে দেখতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, বেঙ্গালুরুর ম্যাচে যে দু’জনের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে, তাঁরা হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ৷ বিশেষত, অধিনায়ক রোহিত শর্মার ফর্ম ৷ কারণ, প্রথম দুই ম্যাচে রোহিতের খাতায় একটা রানও আসেনি ৷ তাই জাতীয় নির্বাচক কমিটির নজরে বিশ্বকাপের আগে এবার রোহিতের টি-20 ফর্ম ৷

বিরাট কোহলি তাঁর প্রত্যাবর্তন ম্যাচে রান করেছেন ৷ নিজের স্বভাব বিরুদ্ধে ইনিংস খেলে 16 বলে 29 রান করেছেন বিরাট ৷ কিন্তু, প্রথম ম্যাচে শুভমন গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শূন্যতে রান-আউট হয়েছিলেন রোহিত ৷ কিন্তু, ইন্দোর ম্যাচে প্রথম বলেই বোল্ড হন তিনি ৷ ফলে রোহিত শর্মার টি-20 ফরম্যাটে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যদিও, তেমনটা মনে করছে না টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, রোহিতের কাছে নিজেকে ফের একবার প্রমাণ করার সময় এসেছে ৷ যেখানে আন্তর্জাতিক স্তরে মাত্র একটি সুযোগ রয়েছে রোহিতের সামনে ৷

বুধবার বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে রান করে রোহিতকে বুঝিয়ে দিতে হবে, তিনি এখনও টি-20 ফরম্যাটে ভারতীয় দলের অন্য়তম ভরসা ৷ কুড়ি-বিশের বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ আন্তর্জাতিক সিরিজ ৷ এরপর ভারতীয় দলের ক্রিকেটাররা আইপিএলে নিজেদের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন ৷ এক্ষেত্রে রোহিত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হারিয়েছেন ৷ ফলে সেখানে ফর্ম দেখাতে না-পারলে, প্রথম একাদশ থেকে যে কোনও সময় বাদ পড়ার সম্ভাবনা রয়েছে তাঁর ৷ তাই টি-20 বিশ্বকাপের দলে অধিনায়ক হিসেবে টিকিট নিশ্চিত করতে হলে, আগামিকালের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ তাঁর জন্য ৷

অন্যদিকে, মোহালি ও ইন্দোরে আফগানিস্তানকে দুরমুশ করে তৃতীয় টি-20 ম্যাচে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামবে ভারতীয় দল ৷ যে ম্যাচে বোলিংয়ে বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ৷ তবে, টিম ম্যানেজমেন্টের লক্ষ্য আফগানদের বিরুদ্ধে 3-0 সিরিজ জেতা ৷ সেক্ষেত্রে ব্যাটিংয়ে কোনও বদল হওয়ার সম্ভাবনা খুবই কম ৷ একমাত্র স্পিনার হিসেবে কুলদীপ যাদবের দলে ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ পেসারদের মধ্যে আবেশ খানও শেষ ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেলেও পেতে পারেন ৷

আরও পড়ুন:

  1. রোহিতের মাইলফলকের ম্যাচে যশস্বী -শিবমের ব্যাটে সিরিজ দখল ভারতের
  2. ভাঙল যুবরাজের 24 বছর পুরনো রেকর্ড, 404 রানের অপরাজিত ইনিংস প্রখরের
  3. ডিপফেকের শিকার সচিন, সরব সোশাল মিডিয়ায়
Last Updated : Jan 17, 2024, 6:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.