চেন্নাই, 7 অক্টোবর: চেন্নাইয়ের চিরাচরিত প্যাচপ্যাচে গরম ও শুকনো উইকেটে স্পিনের ত্রিফলা আক্রমণ ভারতের ৷ অজিদের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে এটাই ভারতীয় দলের আক্রমণ ৷ আর এ দিন সাংবাদিক বৈঠকে এসে সে কথা জানিয়েও দিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ সঙ্গে এটাও জানালেন, হার্দিক পান্ডিয়া দলে একজন পরিপূর্ণ পেসার হিসেবেই খেলবেন ৷ টিম ম্যানেজমেন্ট তাঁকে পার্ট-টাইম পেস বোলার হিসেবে দেখতে নারাজ ৷ সেই সঙ্গে এটাও নিশ্চিত হয়ে গেল, অনুশীলনে হার্দিকের লাগা চোট গুরুতর নয় ৷ তিনি আগামিকালের ম্যাচে প্রথম একাদশে থাকছেন ৷
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত ৷ রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের এই ম্যাচে চিপকের চিরাচরিত পিচ দেখা যাবে ৷ যেখানে স্পিনারদের বল টার্ন করবে ৷ তাই দলের সেরা তিন স্পিনারকেই অজিদের সামনে দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ৷ আজ সাংবাদিক বৈঠকেও সেই কথাই বলতে শোনা গেল অধিনায়ক রোহিত শর্মাকে ৷ তিনি বলেন, ‘‘চিপকের পিচে টার্ন পাওয়া যায় ৷ আর আমাদের কাছে অপশন রয়েছে তিন স্পিনার খেলানোর ৷ তাই আমরা তিন স্পিনারেই নামবো ৷’’
আর ছ’নম্বর বোলার হিসেবে কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট ? রোহিতের জবাব, ‘‘হার্দিক আমাদের তৃতীয় পেসার এবং অবশ্যই 6 নম্বর বোলার ৷ ওকে কখনই পার্ট-টাইমার বলা যায় না ৷ যথেষ্ট অভিজ্ঞ এবং নিয়মিত বোলিং করছে ও ৷’’ স্বাভাবিকভাবেই, ভারতের প্রথম একাদশের একটা সামগ্রিক রূপরেখা এ দিনের সাংবাদিক বৈঠকে তুলে ধরেছেন রোহিত শর্মা ৷
আরও পড়ুন: ভারতের কঠিন চ্যালেঞ্জ সামলাতে অজিদের ভরসা চিপকের পূর্ব অভিজ্ঞতা
পাশাপাশি, শুভমন গিল ডেঙ্গি আক্রান্ত হলেও, তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে না বলে আজ স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ তাঁর বদলে আগামিকাল রোহিতের সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ ৷ পড়ে পাওয়া চোদ্দোআনার মতো এই সুযোগ ঈশান কিষাণের কাছে এসেছে ৷ তাই বিশ্বকাপের মঞ্চে অজিদের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ এসেছে রাঁচির এই তরুণের কাছে ৷ তিন নম্বরে বিরাট, চার ও পাঁচে শ্রেয়স এবং কেএল রাহুলের একজন খেলবেন ৷ কে কত নম্বরে নামবেন ? তা নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির উপর ৷
আর 6 নম্বরে দলের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া খেলবেন ৷ 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, আটে রবিচন্দ্রন অশ্বিন এবং ন’নম্বরে কুলদীপ যাদব ৷ আর পেস বোলিংয়ের সম্ভাব্য দায়িত্ব থাকবে জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের উপর ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেট-কিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷