ETV Bharat / sports

India's Squads for WI Tour: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল ঘোষণা, সুযোগ পেলেন বাংলার পেসার

author img

By

Published : Jun 23, 2023, 4:01 PM IST

Updated : Jun 23, 2023, 5:52 PM IST

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা হল শুক্রবার ৷ শুধু টেস্ট ও ওয়ান ডে-র জন্য দল ঘোষণা করা হয়েছে ৷ টি-20 সিরিজের দল এখনও ঘোষণা করা হয়নি ৷ টেস্ট ও ওয়ান ডে দু’টি দলেই জায়গা পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার ৷

Indias Squads for WI Tour
Indias Squads for WI Tour

মুম্বই, 23 জুন: বাংলা থেকে আরও একজন ক্রিকেটার সুযোগ পেলেন ভারতীয় দলে ৷ বাংলার পেসার মুকেশ কুমার জায়গা পেয়েছেন ভারতের টেস্ট ও ওয়ান ডে স্কোয়াডে ৷ ওয়েস্ট ইন্ডিজে আসন্ন সিরিজের জন্য তাঁকে ভারতীয় দলে নেওয়া হল ৷

আগামী 12 জুলাই থেকে অগস্টের 1 তারিখের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মার দল দু‘টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ৷ এই দু’টি সিরিজের জন্য শুক্রবার ভারতীয় দল ঘোষণা করা হল ৷ টেস্ট ও ওয়ান ডে, দু’টি ক্ষেত্রেই তরুণ মুখের ভিড় ৷ টেস্ট দলে যেমন জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, জশস্বী জয়সওয়াল ৷ রুতুরাজকে একদিনের দলেও রাখা রয়েছে ৷ টেস্ট টিম থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা, মহম্মদ শামি ও উমেশ যাদব ৷

আগামী মাসে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ৷ এই সফরে ভারত দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-20 ম্যাচ খেলবে ৷ শুক্রবার শুধু টেস্ট ও ওয়ান ডে-র দল ঘোষণা করা হয়েছে ৷

ভারতের টেস্ট দল - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট ও নবদীপ সাইনি ৷

India's Squads for WI Tour
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল

ভারতের ওয়ান ডে - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), ইশান কিষাণ (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট ও উমরান মালিক ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট 12 থেকে 16 জুলাই ৷ দ্বিতীয় টেস্ট হবে 20 থেকে 24 জুলাই ৷ প্রথম টেস্ট ভারত খেলবে ডোমিনিকার উন্ডসর পার্কে ৷ আর দ্বিতীয় টেস্ট ভারত খেলবে ত্রিনিদাদের কুইনস পার্ক ওভালে ৷ তিনটি ওয়ান ডে-র মধ্যে দু’টি হবে বার্বাডোজে ৷ সেখানকার কিংস্টন ওভালে 27 ও 29 জুলাই ওই ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ৷ শেষ ওয়ান ডে 1 অগস্ট ৷ ওই ম্যাচটি ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমিতে হবে ৷

আরও পড়ুন: এশিয়ান ইমার্জিং টিমস কাপ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা, বাংলাদেশের বিরুদ্ধে 31 রানে জয়

মুম্বই, 23 জুন: বাংলা থেকে আরও একজন ক্রিকেটার সুযোগ পেলেন ভারতীয় দলে ৷ বাংলার পেসার মুকেশ কুমার জায়গা পেয়েছেন ভারতের টেস্ট ও ওয়ান ডে স্কোয়াডে ৷ ওয়েস্ট ইন্ডিজে আসন্ন সিরিজের জন্য তাঁকে ভারতীয় দলে নেওয়া হল ৷

আগামী 12 জুলাই থেকে অগস্টের 1 তারিখের মধ্যে ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মার দল দু‘টি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ৷ এই দু’টি সিরিজের জন্য শুক্রবার ভারতীয় দল ঘোষণা করা হল ৷ টেস্ট ও ওয়ান ডে, দু’টি ক্ষেত্রেই তরুণ মুখের ভিড় ৷ টেস্ট দলে যেমন জায়গা পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়, জশস্বী জয়সওয়াল ৷ রুতুরাজকে একদিনের দলেও রাখা রয়েছে ৷ টেস্ট টিম থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পুজারা, মহম্মদ শামি ও উমেশ যাদব ৷

আগামী মাসে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে ৷ এই সফরে ভারত দু’টি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-20 ম্যাচ খেলবে ৷ শুক্রবার শুধু টেস্ট ও ওয়ান ডে-র দল ঘোষণা করা হয়েছে ৷

ভারতের টেস্ট দল - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), কেএস ভারত (উইকেটরক্ষক), ইশান কিষান (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট ও নবদীপ সাইনি ৷

India's Squads for WI Tour
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের দল

ভারতের ওয়ান ডে - রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), ইশান কিষাণ (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট ও উমরান মালিক ৷

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট 12 থেকে 16 জুলাই ৷ দ্বিতীয় টেস্ট হবে 20 থেকে 24 জুলাই ৷ প্রথম টেস্ট ভারত খেলবে ডোমিনিকার উন্ডসর পার্কে ৷ আর দ্বিতীয় টেস্ট ভারত খেলবে ত্রিনিদাদের কুইনস পার্ক ওভালে ৷ তিনটি ওয়ান ডে-র মধ্যে দু’টি হবে বার্বাডোজে ৷ সেখানকার কিংস্টন ওভালে 27 ও 29 জুলাই ওই ম্যাচ দু’টি অনুষ্ঠিত হবে ৷ শেষ ওয়ান ডে 1 অগস্ট ৷ ওই ম্যাচটি ত্রিনিদাদের ব্রায়ান লারা অ্যাকাডেমিতে হবে ৷

আরও পড়ুন: এশিয়ান ইমার্জিং টিমস কাপ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা, বাংলাদেশের বিরুদ্ধে 31 রানে জয়

Last Updated : Jun 23, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.