মুম্বই, 7 মে : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই ৷ চোট সারিয়ে টেস্ট দলে ফিরলেন মহম্মদ শামি, রবীন্দ্র জাদেজা এবং হনুমা বিহারী ৷ 20 সদস্যের জায়গা পেলেন না পৃথ্বী শ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদব ৷ শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করছে ঋদ্ধিমান সাহা ও লোকেশ রাহুলের ইংল্যান্ড যাত্রা ৷
দেশের ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে আগামী মাস থেকে শুরু হচ্ছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর ৷ জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ রয়েছে ৷ এরপর অগাস্ট ও সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল ৷ দীর্ঘদিন পর ভারতীয় স্কোয়াডে ফিরলেন মহম্মদ শামি ৷ গত বছরের ডিসেম্বরে অ্যাডিলেডে শেষবার দেশের জার্সি গায়ে নেমেছিলেন শামি ৷ ওই ম্যাচেই হাত ভাঙে তাঁর ৷ ফলে বাধ্য হয়ে বাড়ি ফেরেন কোহলির দলের এই নির্ভরযোগ্য পেসার ৷ জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরেই চোটের কবলে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা ৷ সিডনিতে তৃতীয় টেস্টে বুড়ো আঙুল ভেঙে যায় তাঁর ৷ চোট সারিয়ে দুজনই জাতীয় দলে ফিরলেন ৷
-
ICYMI - A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. 👇
— BCCI (@BCCI) May 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3
">ICYMI - A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. 👇
— BCCI (@BCCI) May 7, 2021
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3ICYMI - A look at #TeamIndia's squad for the inaugural ICC World Test Championship (WTC) final and the five-match Test series against England. 👇
— BCCI (@BCCI) May 7, 2021
Standby players: Abhimanyu Easwaran, Prasidh Krishna, Avesh Khan, Arzan Nagwaswalla pic.twitter.com/17J050QVT3
আরও পড়ুন : কোভিড মোকাবিলায় বিরুষ্কার দান 2 কোটি
স্ট্যান্ড বাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণ, প্রসিধ কৃষ্ণ, আবেশ খান এবং আরজান নাগেশওয়ালা ৷ এদিকে বিজয় হাজারে ট্রফি ও আইপিএলে ভালো খেলা সত্ত্বেও 20 সদস্যের দলে ডাক পেলেন না পৃথ্বী শ ৷ জায়গা হয়নি অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ারও ৷ ঋদ্ধিমান সাহা এই মুহূর্তে করোনায় আক্রান্ত ৷ অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়েছে লোকেশ রাহুলের ৷ দুজনের শারীরিক অবস্থা বিবেচনা করে তবেই দলে রাখা হবে ৷
18 জুন সাউদাম্পটনের রোজ বোলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে কোহলিরা ৷ এরপর 4 অগাস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত ইংল্য়ান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ খেলবে ভারত ৷ নটিংহ্যাম, লিডস, ম্যাঞ্চেস্টার এবং লন্ডনে হবে ম্যাচগুলি ৷