পারথ, 30 অক্টোবর: ডাহা ব্যর্থ ব্যাটিং-অর্ডার ৷ পার্নেল-এনগিদিদের আগুনে স্পেলের সামনে একা বুক চিতিয়ে লড়লেন সূর্যকুমার ৷ তাতেই কিছুটা মুখরক্ষা ৷ মুম্বই ব্যাটারের বিস্ফোরক অর্ধশতরান সত্ত্বেও সুপার 12-এর তৃতীয় ম্যাচে অল্প রানেই থামল ভারত ৷ পারথে এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে 134 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া (India set a target of 134 runs for South Africa) ৷ রথী-মহারথীদের ব্যর্থতার দিনে 40 বলে 68 রান এল সূর্যকুমারের ব্যাটে ৷ আর সূর্যকিরণে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 133 রান তুলল 'মেন ইন ব্লু' ৷
জিতলেই কার্যত সেমিফাইনাল ৷ এমতাবস্থায় পারথে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরুটা ধীরগতিতে করেন দুই ওপেনার ৷ তবে পঞ্চম ওভারে রোহিত শর্মা আউট হওয়ার সঙ্গে সঙ্গেই টস জিতে নেওয়া তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হতে থাকে ৷ 49 রানে 5 উইকেট হারানো দলকে টেনে তোলেন সূর্যকুমার ৷ ষষ্ঠ উইকেটে কার্তিকের সঙ্গে জুটিতে তিনি যোগ করেন 52 রান ৷
মূলত এই জুটিতে ভরসা করেই কিছুটা লড়াই করার রসদ পায় টিম ইন্ডিয়া ৷ 6টি চার এবং 3টি ছয়ে 68 রানের বিস্ফোরক ইনিংস আসে তাঁর থেকে (Suryakumar Yadav scored 68 runs) ৷ সূর্য ছাড়া দু'অঙ্কের রানে পৌঁছন কেবল অধিনায়ক রোহিত শর্মা (15) এবং বিরাট কোহলি (12) ৷ এদিন ব্যাট হাতে ব্যর্থ হলেও টি-20 বিশ্বকাপে 1হাজার রানের এলিট ক্লাবে ঢুকে পড়েন প্রাক্তন অধিনায়ক ৷
আরও পড়ুন: বিশ্বকাপে ভারত-পাকিস্তানের বৃষ্টি ভাগ্য নিয়ে মসকরা জাফরের
একাদশে ফিরেই এদিন প্রোটিয়াদের হয়ে বল হাতে 4 উইকেট এনগিদির (Lungi Ngidi takes 4 wickets) ৷ তিন উইকেট পার্নেলের ঝুলিতে ৷ 4 ওভারে মাত্র 15 রান খরচ করলেন তিনি ৷ এখন দেখার স্বল্প রানের পুঁজি নিয়ে ডি'কক, রসোউদের কতটা লড়াই দিতে পারেন আর্শদীপরা ৷