ETV Bharat / sports

Women's T20 WC: অধিনায়কের অর্ধশতরানে হরমনপ্রীতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পাকিস্তানের - হরমনপ্রীতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পাকিস্তানের

যুবদের দেখানো পথে কেপটাউনে টি-20 বিশ্বকাপ অভিযান শুরু করল সিনিয়র মহিলা দল ৷ প্রথম ম্যাচে হরমনপ্রীতদের সামনে পাক-চ্যালেঞ্জ ৷ সেই ম্যাচ জয়ের জন্য ভারতের সামনে 150 রানের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা (India need 150 runs to win against Pakistan) ৷

Etv Bharat
অধিনায়কের অর্ধশতরানে হরমনপ্রীতদের চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা পাকিস্তানের
author img

By

Published : Feb 12, 2023, 8:15 PM IST

Updated : Feb 12, 2023, 8:43 PM IST

কেপটাউন, 12 ফেব্রুয়ারি: শেফালি বর্মার নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশেই যুব টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতের মেয়েরা ৷ সেই রেশ ফিকে হয়নি এখনও ৷ এরইমধ্যে রবিবার যুবদের দেখানো পথে কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বজয়ের অভিযান শুরু করল ভারতের সিনিয়র মহিলা দল ৷ কেপটাউনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্নায়ুর যুদ্ধে মুখোমুখি হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি ৷ কেপটাউনে অভিযান শুরুর ম্যাচে উইমেন ইন ব্লু'কে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল পাকিস্তান ৷ বিসমাহ মারুফের অর্ধশতরানে ভারতের সামনে 150 রানের লক্ষ্যমাত্রা রাখল চিরপ্রতিদ্বন্দ্বীরা (India need 150 runs to win against Pakistan) ৷

যুব দলের দুই সদস্য শেফালি বর্মা এবং রিচা ঘোষকে রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচে এদিন একাদশ সাজায় ভারতীয় দল ৷ কিন্তু ওপেনিং ম্যাচে টসভাগ্য সঙ্গ দেয়নি হরমনপ্রীত করকে ৷ টস জিতে নিউল্যান্ডসে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ শুরুটা ভালো না-হলেও পঞ্চম উইকেটে অধিনায়িকা বিসমাহ মাহরুফের সঙ্গে জুটি বেঁধে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আয়েষা নাসিম ৷

জাভেরিয়া খানকে (8) দ্বিতীয় ওভারে ফিরিয়ে পাক শিবিরে এদিন প্রাথমিক আঘাতটা হানেন দীপ্তি শর্মা ৷ বিশেষ রান পাননি আরেক ওপেনার মুনিবা আলি (12), নিদা দার (0), সিদ্রা আমিনরা (11) ৷ 68 রানে চার উইকেট খুইয়ে একসময় বেকায়দায় পড়ে যায় তারা ৷ সেখান থেকে হাল ধরে মারুফ-নাসিম জুটি ৷ পঞ্চম উইকেটে তাঁদের অবিভক্ত 81 রানেই ভারতে দেড়শো রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান ৷

আরও পড়ুন: গতবারের মধুর বদলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা

7টি চারের সাহায্যে 55 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে পাক অধিনায়িকার ব্যাটে (Bismah Maroof scored 68 runs) ৷ 2টি চার এবং 2 টি ছয়ে সাজানো ছিল আয়েষা নাসিমের 25 বলে 43 রানের মারকাটারি ইনিংস ৷ ভারতের হয়ে জোড়া উইকেট রাধা যাদবের ঝুলিতে (Radha Yadhav took 2 wickets) ৷ একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রেণুকা বস্ত্রকার ৷

কেপটাউন, 12 ফেব্রুয়ারি: শেফালি বর্মার নেতৃত্বে সম্প্রতি আত্মপ্রকাশেই যুব টি-20 বিশ্বকাপ ঘরে তুলেছে ভারতের মেয়েরা ৷ সেই রেশ ফিকে হয়নি এখনও ৷ এরইমধ্যে রবিবার যুবদের দেখানো পথে কুড়ি-বিশের ফরম্যাটে বিশ্বজয়ের অভিযান শুরু করল ভারতের সিনিয়র মহিলা দল ৷ কেপটাউনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্নায়ুর যুদ্ধে মুখোমুখি হরমনপ্রীত কউর অ্যান্ড কোম্পানি ৷ কেপটাউনে অভিযান শুরুর ম্যাচে উইমেন ইন ব্লু'কে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল পাকিস্তান ৷ বিসমাহ মারুফের অর্ধশতরানে ভারতের সামনে 150 রানের লক্ষ্যমাত্রা রাখল চিরপ্রতিদ্বন্দ্বীরা (India need 150 runs to win against Pakistan) ৷

যুব দলের দুই সদস্য শেফালি বর্মা এবং রিচা ঘোষকে রেখে বিশ্বকাপের প্রথম ম্যাচে এদিন একাদশ সাজায় ভারতীয় দল ৷ কিন্তু ওপেনিং ম্যাচে টসভাগ্য সঙ্গ দেয়নি হরমনপ্রীত করকে ৷ টস জিতে নিউল্যান্ডসে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ শুরুটা ভালো না-হলেও পঞ্চম উইকেটে অধিনায়িকা বিসমাহ মাহরুফের সঙ্গে জুটি বেঁধে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দেন আয়েষা নাসিম ৷

জাভেরিয়া খানকে (8) দ্বিতীয় ওভারে ফিরিয়ে পাক শিবিরে এদিন প্রাথমিক আঘাতটা হানেন দীপ্তি শর্মা ৷ বিশেষ রান পাননি আরেক ওপেনার মুনিবা আলি (12), নিদা দার (0), সিদ্রা আমিনরা (11) ৷ 68 রানে চার উইকেট খুইয়ে একসময় বেকায়দায় পড়ে যায় তারা ৷ সেখান থেকে হাল ধরে মারুফ-নাসিম জুটি ৷ পঞ্চম উইকেটে তাঁদের অবিভক্ত 81 রানেই ভারতে দেড়শো রানের লক্ষ্যমাত্রা দেয় পাকিস্তান ৷

আরও পড়ুন: গতবারের মধুর বদলা, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে তিনবছর পর রঞ্জি ফাইনালে বাংলা

7টি চারের সাহায্যে 55 বলে ঝোড়ো 68 রানের ইনিংস আসে পাক অধিনায়িকার ব্যাটে (Bismah Maroof scored 68 runs) ৷ 2টি চার এবং 2 টি ছয়ে সাজানো ছিল আয়েষা নাসিমের 25 বলে 43 রানের মারকাটারি ইনিংস ৷ ভারতের হয়ে জোড়া উইকেট রাধা যাদবের ঝুলিতে (Radha Yadhav took 2 wickets) ৷ একটি করে উইকেট নেন দীপ্তি শর্মা এবং রেণুকা বস্ত্রকার ৷

Last Updated : Feb 12, 2023, 8:43 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.