ETV Bharat / sports

Australia beat India: শিয়রে বিশ্বকাপ ! ঘরের মাঠে সিরিজ হেরে প্রশ্নের মুখে বিরাট-রোহিতরা - India lost to Australia in 3rd ODI

বিশ্বকাপের আর কয়েকমাস। তার আগে ঘরের মাঠে শেষ ওয়ান ডে খেলতে নেমেছিল ভারত । ম্যাচ ও সিরিজ হেরে প্রশ্নের মুখে 'মেন ইন ব্লু' (India lost to Australia in 3rd ODI) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 22, 2023, 10:29 PM IST

চেন্নাই, 22 মার্চ: সূর্যচ্ছটা হারিয়েছেন স্কাই, ব্যাট হাতে টেস্টের ফর্ম হাতড়াচ্ছেন অক্ষর । বাকিরা ব্যাট হাতে খানিক লড়াই চালালেও চিপকে হেরে গেল টিম ইন্ডিয়া । 21 রানে ম্যাচ হেরে 1-2 ব্যবধানে সিরিজও খোয়াল 'রোহিত অ্যান্ড কোং' । আসন্ন বিশ্বকাপের আগে যা ভারতীয় শিবিরে অশনি সংকেত (India lost to Australia in 3rd ODI) । বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই ছিল রোহিতদের শেষ ওয়ান ডে ৷

রোহিত শর্মার সঙ্গে এদিন শুরুটা ভালোই করেছিলেন শুভমন গিল । দুই ওপেনারের আক্রমণাত্মক শুরুতে অজি বোলারদের ওপর চাপ ক্রমশ বাড়াচ্ছিল ইন্ডিয়া । দলের 65 রানের মাথায় শন অ্যাবটের বলে ফেরেন রোহিত (17 বলে 30) । গিলকে (59 বলে 37) ফেরান অ্যাডাম জাম্পা । যদিও দুই ওপেনারকে হারালেও পালটা লড়াই চালান বিরাট কোহলি, কেএল রাহুল । কোহলির অর্ধ-শতরানে (72 বলে 54) জয়ের স্বপ্ন দেখছিল ইন্ডিয়া । যোগ্য সঙ্গত করছিলেন কেএল-ও (50 বলে 32) । যদিও শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারলেন না কেউই ।

তারপরেই পরপর ফিরলেন অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব । চলতি সিরিজে কথা বলেনি সূর্যর ব্যাট । টেস্ট সিরিজের ফর্ম ভুলেছেন অক্ষরও । ফলে মাঝে হার্দিক পান্ডিয়া (40 বলে 40) চেষ্টা চালালেও পাশে কাউকেই পেলেন না । ফলে ম্যাচের আশাও সেখানেই শেষ হয়ে গেল । ব্যর্থ রবীন্দ্র জাদেজাও ।

2011 সালে বিশ্বকাপের আসর বসেছিল উপমহাদেশে । একযুগ পর ফের ঘরের মাঠে অতীত ফেরাতে মরিয়া রোহিত-কোহলিরা । হেডস্যর রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ সেই তালিকার খেলোয়াড়দেরই এই সিরিজে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলানো হবে ৷ অজিদের বিরুদ্ধে ঝাড়াই-বাছাই করা খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স চাপে রাখবে 'মেন ইন ব্লু'কে (India lost to Australia)।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটার তালিকা চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

চেন্নাই, 22 মার্চ: সূর্যচ্ছটা হারিয়েছেন স্কাই, ব্যাট হাতে টেস্টের ফর্ম হাতড়াচ্ছেন অক্ষর । বাকিরা ব্যাট হাতে খানিক লড়াই চালালেও চিপকে হেরে গেল টিম ইন্ডিয়া । 21 রানে ম্যাচ হেরে 1-2 ব্যবধানে সিরিজও খোয়াল 'রোহিত অ্যান্ড কোং' । আসন্ন বিশ্বকাপের আগে যা ভারতীয় শিবিরে অশনি সংকেত (India lost to Australia in 3rd ODI) । বিশ্বকাপের আগে ঘরের মাঠে এটাই ছিল রোহিতদের শেষ ওয়ান ডে ৷

রোহিত শর্মার সঙ্গে এদিন শুরুটা ভালোই করেছিলেন শুভমন গিল । দুই ওপেনারের আক্রমণাত্মক শুরুতে অজি বোলারদের ওপর চাপ ক্রমশ বাড়াচ্ছিল ইন্ডিয়া । দলের 65 রানের মাথায় শন অ্যাবটের বলে ফেরেন রোহিত (17 বলে 30) । গিলকে (59 বলে 37) ফেরান অ্যাডাম জাম্পা । যদিও দুই ওপেনারকে হারালেও পালটা লড়াই চালান বিরাট কোহলি, কেএল রাহুল । কোহলির অর্ধ-শতরানে (72 বলে 54) জয়ের স্বপ্ন দেখছিল ইন্ডিয়া । যোগ্য সঙ্গত করছিলেন কেএল-ও (50 বলে 32) । যদিও শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকতে পারলেন না কেউই ।

তারপরেই পরপর ফিরলেন অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব । চলতি সিরিজে কথা বলেনি সূর্যর ব্যাট । টেস্ট সিরিজের ফর্ম ভুলেছেন অক্ষরও । ফলে মাঝে হার্দিক পান্ডিয়া (40 বলে 40) চেষ্টা চালালেও পাশে কাউকেই পেলেন না । ফলে ম্যাচের আশাও সেখানেই শেষ হয়ে গেল । ব্যর্থ রবীন্দ্র জাদেজাও ।

2011 সালে বিশ্বকাপের আসর বসেছিল উপমহাদেশে । একযুগ পর ফের ঘরের মাঠে অতীত ফেরাতে মরিয়া রোহিত-কোহলিরা । হেডস্যর রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটারের প্রাথমিক তালিকা তৈরি করে ফেলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ সেই তালিকার খেলোয়াড়দেরই এই সিরিজে এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলানো হবে ৷ অজিদের বিরুদ্ধে ঝাড়াই-বাছাই করা খেলোয়াড়দের হতশ্রী পারফরম্যান্স চাপে রাখবে 'মেন ইন ব্লু'কে (India lost to Australia)।

আরও পড়ুন: বিশ্বকাপের জন্য 17-18 জন ক্রিকেটার তালিকা চূড়ান্ত, জানালেন দ্রাবিড়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.