ETV Bharat / sports

Ind vs Eng 2nd ODI: লর্ডসে 'বিরাট' প্রত্যাবর্তন, চাহালের ঘূর্ণিতে বেকায়দায় ইংরেজরা - India chose to field against England

ক্রিকেট মক্কায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ টস জিতে বোলিং নিলেন রোহিত শর্মা (India chose to field against England) ৷

Ind vs Eng
Ind vs Eng
author img

By

Published : Jul 14, 2022, 5:31 PM IST

Updated : Jul 14, 2022, 7:28 PM IST

লন্ডন, 14 জুলাই: লর্ডসে দলে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli back to Team in 2nd ODI) । ক্রিকেট মক্কায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ইংরেজ 'বধ' করার পর এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ এর আগে কোহলিকে ছাড়াই প্রথম ম্যাচে ইংরেজদের তুলো ধুনে দিয়েছে 'মেন ইন ব্লু' ৷ ফলে এই সিরিজে বিরাট দলে ফেরায় একাদশের শক্তি অনেকটাই বাড়ল ৷

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিলেন রয়-বেয়ারস্টো জুটি ৷ 23 রানে জেসন রয়কে ফেরান হার্দিক পান্ডিয়া ৷ তারপরেই পরপর বেয়ারস্টো-রুটকে ফেরান চাহাল ৷ ব্যক্তিগত 4 রানের মাথায় জস বাটলারকে ডাগ-আউটে ফেরান শামি ৷ ব্যক্তিগত 21 রানে ক্রিজ ছেড়েছেন স্টোকস ৷ মাত্র 111 রানে 5 উইকেট হারিয়েছে ইংল্যান্ড ৷

অন্যদিকে, টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, প্রথম ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । কুঁচকির চোটে প্রথম ম্যাচে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন ৷ ফলে এদিন বাইশ গজে কোহলি শাসন করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

আরও পড়ুন : ক্যারিবিয়ান সফরে কোহলিহীন টিম ইন্ডিয়া, দলে ফিরলেন অশ্বিন

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল

লন্ডন, 14 জুলাই: লর্ডসে দলে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli back to Team in 2nd ODI) । ক্রিকেট মক্কায় দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড ৷ মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে ইংরেজ 'বধ' করার পর এদিন টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ এর আগে কোহলিকে ছাড়াই প্রথম ম্যাচে ইংরেজদের তুলো ধুনে দিয়েছে 'মেন ইন ব্লু' ৷ ফলে এই সিরিজে বিরাট দলে ফেরায় একাদশের শক্তি অনেকটাই বাড়ল ৷

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর এদিন শুরুটা ভালোই করেছিলেন রয়-বেয়ারস্টো জুটি ৷ 23 রানে জেসন রয়কে ফেরান হার্দিক পান্ডিয়া ৷ তারপরেই পরপর বেয়ারস্টো-রুটকে ফেরান চাহাল ৷ ব্যক্তিগত 4 রানের মাথায় জস বাটলারকে ডাগ-আউটে ফেরান শামি ৷ ব্যক্তিগত 21 রানে ক্রিজ ছেড়েছেন স্টোকস ৷ মাত্র 111 রানে 5 উইকেট হারিয়েছে ইংল্যান্ড ৷

অন্যদিকে, টেস্ট হোক বা টি-20 । ইংল্যান্ড সফরে এখনও পর্যন্ত কথা বলেনি বিরাট-ব্যাট । সমর্থকদের আশা ছিল, প্রথম ওয়ান-ডে থেকেই ফর্মে ফিরবেন কোহলি । কুঁচকির চোটে প্রথম ম্যাচে একাদশ থেকে ছিটকে গিয়েছিলেন ৷ ফলে এদিন বাইশ গজে কোহলি শাসন করতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা ৷

আরও পড়ুন : ক্যারিবিয়ান সফরে কোহলিহীন টিম ইন্ডিয়া, দলে ফিরলেন অশ্বিন

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল

Last Updated : Jul 14, 2022, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.