ETV Bharat / sports

India beat Bangladesh : বাংলাদেশের বিরুদ্ধে বিরাট জয়, সেমির সম্ভাবনা উজ্জ্বল হল ভারতের - India beat Bangladesh by huge margin to keep semifinals hopes alive

ব্যাটাররা জ্বলে উঠতে না-পারলেও স্বল্প পুঁজি নিয়ে ঝলসে উঠলেন বোলাররা ৷ ফলস্বরূপ বাংলাদেশকে 110 রানে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে দারুণভাবে ফিরল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি (India beat Bangladesh by huge margin to keep semifinals hopes alive) ৷ ভারতের 230 রান তাড়া করতে নেমে 119 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷

India beat Bangladesh ICC Womens World Cup
বাংলাদেশকে ধরাশায়ী করে সেমির লড়াইয়ে দারুণভাবে ফিরল ভারত
author img

By

Published : Mar 22, 2022, 1:25 PM IST

Updated : Mar 22, 2022, 2:01 PM IST

হ্যামিলটন, 22 মার্চ : ব্যাটাররা জ্বলে উঠতে না-পারলেও স্বল্প পুঁজি নিয়ে ঝলসে উঠলেন বোলাররা ৷ ফলস্বরূপ বাংলাদেশকে 110 রানে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি (India beat Bangladesh by huge margin to keep semifinals hopes alive) ৷ ভারতের 230 রান তাড়া করতে নেমে 119 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ পয়েন্টের নিরিখে সমমেরুতে থাকলেও রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে তিনে উঠে এল 'উইমেন ইন ব্লু' ৷ ব্যাট হাতে মূল্যবান 27 রানের পর বল হাতে 4 উইকেট স্নেহা রানার ৷

'মাস্ট উইন' ম্য়াচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল হলেও প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স আসেনি ভারতীয় ব্যাটারদের থেকে ৷ অর্ধশতরান আসে যস্তিকা ভাটিয়ার ব্যাটে ৷ 50 রান করেন এই টপ অর্ডার ব্যাটার ৷ ওপেনিংয়ে 74 রান তোলেন স্মৃতি মন্ধনা এবং একাদশে ফেরা শেফালি বর্মা জুটি ৷ মন্ধনা করেন 30 রান ৷ শেফালির ব্যাট থেকে আসে 42 বলে 42 রানের ইনিংস ৷ মিতালি রাজ (0), হরমনপ্রীত কর (14) ব্যর্থ হলে স্টাম্পার ব্যাটার রিচা ঘোষকে নিয়ে ষষ্ঠ উইকেটে 54 রান যোগ করেন যস্তিকা ৷ শেষদিকে পূজা বস্ত্রকারের অপরাজিত 30 এবং স্নেহা রানার 27 রান ভারতকে 7 উইকেট হারিয়ে 229 রান তুলতে সাহায্য করে ৷

জবাবে 35 রানে বিপক্ষের 5 উইকেট তুলে নিতেই জয় নিশ্চিত হয়ে যায় মিতালি ব্রিগেডের ৷ ষষ্ঠ উইকেটে লতা মণ্ডল এবং সালমা খাতুনের প্রতিরোধ ভারতের জয়ের অপেক্ষা লম্বা করলেও আটকাতে পারেনি ৷ স্নেহার চার উইকেটের পাশাপাশি পূজা বস্ত্রকার এবং ঝুলন গোস্বামীর ঝুলিতে আসে 2টি করে উইকেট ৷ একটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় এবং পুনম যাদব ৷ 27 মার্চ রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন : 'মাস্ট উইন' ম্যাচে ভারতকে আড়াইশোর মধ্যে বেঁধে রাখল বাংলাদেশ

6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন এবং চারে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ৷ 5 ম্যাচে 4 পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডের সামনেও সেমির দরজা খোলা ৷ তবে আজকের বড় জয় যে শেষ চারের পথে মিতালিদের অনেকটাই এগিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না ৷

হ্যামিলটন, 22 মার্চ : ব্যাটাররা জ্বলে উঠতে না-পারলেও স্বল্প পুঁজি নিয়ে ঝলসে উঠলেন বোলাররা ৷ ফলস্বরূপ বাংলাদেশকে 110 রানে বিধ্বস্ত করে বিশ্বকাপের শেষ চারের সম্ভাবনা উজ্জ্বল করল মিতালি রাজ অ্যান্ড কোম্পানি (India beat Bangladesh by huge margin to keep semifinals hopes alive) ৷ ভারতের 230 রান তাড়া করতে নেমে 119 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ ৷ পয়েন্টের নিরিখে সমমেরুতে থাকলেও রানরেটে ওয়েস্ট ইন্ডিজকে পিছনে ফেলে তিনে উঠে এল 'উইমেন ইন ব্লু' ৷ ব্যাট হাতে মূল্যবান 27 রানের পর বল হাতে 4 উইকেট স্নেহা রানার ৷

'মাস্ট উইন' ম্য়াচে প্রথমে ব্যাট করে শুরুটা ভাল হলেও প্রত্যাশিত ব্যাটিং পারফরম্যান্স আসেনি ভারতীয় ব্যাটারদের থেকে ৷ অর্ধশতরান আসে যস্তিকা ভাটিয়ার ব্যাটে ৷ 50 রান করেন এই টপ অর্ডার ব্যাটার ৷ ওপেনিংয়ে 74 রান তোলেন স্মৃতি মন্ধনা এবং একাদশে ফেরা শেফালি বর্মা জুটি ৷ মন্ধনা করেন 30 রান ৷ শেফালির ব্যাট থেকে আসে 42 বলে 42 রানের ইনিংস ৷ মিতালি রাজ (0), হরমনপ্রীত কর (14) ব্যর্থ হলে স্টাম্পার ব্যাটার রিচা ঘোষকে নিয়ে ষষ্ঠ উইকেটে 54 রান যোগ করেন যস্তিকা ৷ শেষদিকে পূজা বস্ত্রকারের অপরাজিত 30 এবং স্নেহা রানার 27 রান ভারতকে 7 উইকেট হারিয়ে 229 রান তুলতে সাহায্য করে ৷

জবাবে 35 রানে বিপক্ষের 5 উইকেট তুলে নিতেই জয় নিশ্চিত হয়ে যায় মিতালি ব্রিগেডের ৷ ষষ্ঠ উইকেটে লতা মণ্ডল এবং সালমা খাতুনের প্রতিরোধ ভারতের জয়ের অপেক্ষা লম্বা করলেও আটকাতে পারেনি ৷ স্নেহার চার উইকেটের পাশাপাশি পূজা বস্ত্রকার এবং ঝুলন গোস্বামীর ঝুলিতে আসে 2টি করে উইকেট ৷ একটি করে উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড় এবং পুনম যাদব ৷ 27 মার্চ রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ৷

আরও পড়ুন : 'মাস্ট উইন' ম্যাচে ভারতকে আড়াইশোর মধ্যে বেঁধে রাখল বাংলাদেশ

6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন এবং চারে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ৷ 5 ম্যাচে 4 পয়েন্টে দাঁড়িয়ে থাকা ইংল্যান্ডের সামনেও সেমির দরজা খোলা ৷ তবে আজকের বড় জয় যে শেষ চারের পথে মিতালিদের অনেকটাই এগিয়ে দিল, তা বলার অপেক্ষা রাখে না ৷

Last Updated : Mar 22, 2022, 2:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.