ETV Bharat / sports

দ্বিতীয় ম্যাচে দুরমুশ অজিরা, বড় জয়ে সিরিজে ব্যবধান বাড়াল ভারত - India vs Australia 2nd T20

India vs Australia 2nd T20: পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 191 রানের বেশি তুলতে পারল না 'মেন ইন ইয়েলো' ৷ 44 রানে জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল ৷ অর্থাৎ, মঙ্গলবার গুয়াহাটিতে ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে তরুণ ভারতীয় দল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:51 PM IST

Updated : Nov 27, 2023, 9:34 AM IST

তিরুঅনন্তপুরম, 26 নভেম্বর: স্কোরবোর্ডে 235 রান তোলার পরই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ভারতীয় শিবির ৷ তবে মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় পেল টিম ইন্ডিয়া ৷ পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 191 রানের বেশি তুলতে পারল না 'মেন ইন ইয়েলো' ৷ 44 রানে জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল ৷ অর্থাৎ, মঙ্গলবার গুয়াহাটিতে ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে তরুণ ভারতীয় দল ৷

রান তাড়া করতে নেমে 58 রানে 4 উইকেট হারিয়ে এদিন বেকায়দায় পড়ে যায় অজিরা ৷ তবে পঞ্চম উইকেটে মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিড সাময়িকভাবে ভারতের আতঙ্কের কারণ হয়ে ওঠেন ৷ 22 বলে 37 রান করেন সিঙ্গাপুরজাত ডেভিড ৷ অন্যদিকে স্টয়নিসের ব্যাটে আসে 22 বলে 45 ৷ কিন্তু কেউই ম্যাচ জিতিয়ে আসতে পারেননি ৷ রবি বিষ্ণোই ডেভিডকে ফেরাতেই ম্যাচ ভারতের দিকে ঢলে যায় ৷ অধিনায়ক ওয়েড 23 বলে 42 রানে অপরাজিত রইলেও লক্ষ্যমাত্রার অনেক আগেই থামতে হয় অজিদের ৷

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের ব্যাটে স্কোরবোর্ডে 4 উইকেটে 235 রান তোলে ভারত ৷ 3টি চার, 4টি ছয়ে 32 বলে 52 রান আসে ঈশান কিষাণের ব্যাটে ৷ বিপক্ষ বোলারদের প্রতি এদিন আরও নির্দয় ছিলেন যশস্বী ৷ 9টি চার, 2টি ছয়ে মাত্র 25 বলে 52 রান করেন তিনি ৷

চারে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব 10 বলে 19 করে ফিরলেও দলের রানদিকে শেষদিকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যান রিঙ্কু সিং ৷ গত ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকানো নাইট ব্যাটার খেলেন 9 বলে 31 রানের বিধ্বংসী ক্যামিও ৷ তাঁর ইনিংসে ছিল 4টি চার, 2টি ছয় ৷ অজি বোলারদের মধ্যে তিন ওভারে সর্বাধিক 56 রান দেব অ্যাবট ৷

আরও পড়ুন:

  1. যশস্বী-ঈশানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে রানের চূড়ায় ভারত, দ্বিতীয় ম্যাচে অজিদের টার্গেট 236
  2. জল্পনা মিথ্যে করে গুজরাতেই রয়ে গেলেন 'ক্যাপ্টেন' হার্দিক, শাকিব-লিটনদের ছেড়ে দিল নাইটরা

তিরুঅনন্তপুরম, 26 নভেম্বর: স্কোরবোর্ডে 235 রান তোলার পরই জয়ের গন্ধ পেয়ে গিয়েছিল ভারতীয় শিবির ৷ তবে মার্কাস স্টয়নিস ও টিম ডেভিড মাঝে আতঙ্কের কারণ হয়ে দাঁড়ালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে বড় পেল টিম ইন্ডিয়া ৷ পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 191 রানের বেশি তুলতে পারল না 'মেন ইন ইয়েলো' ৷ 44 রানে জিতে সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমার যাদবের দল ৷ অর্থাৎ, মঙ্গলবার গুয়াহাটিতে ম্যাচ জিতলেই সিরিজ জিতে নেবে তরুণ ভারতীয় দল ৷

রান তাড়া করতে নেমে 58 রানে 4 উইকেট হারিয়ে এদিন বেকায়দায় পড়ে যায় অজিরা ৷ তবে পঞ্চম উইকেটে মার্কাস স্টয়নিস এবং টিম ডেভিড সাময়িকভাবে ভারতের আতঙ্কের কারণ হয়ে ওঠেন ৷ 22 বলে 37 রান করেন সিঙ্গাপুরজাত ডেভিড ৷ অন্যদিকে স্টয়নিসের ব্যাটে আসে 22 বলে 45 ৷ কিন্তু কেউই ম্যাচ জিতিয়ে আসতে পারেননি ৷ রবি বিষ্ণোই ডেভিডকে ফেরাতেই ম্যাচ ভারতের দিকে ঢলে যায় ৷ অধিনায়ক ওয়েড 23 বলে 42 রানে অপরাজিত রইলেও লক্ষ্যমাত্রার অনেক আগেই থামতে হয় অজিদের ৷

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে যশস্বী জয়সওয়াল, রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের ব্যাটে স্কোরবোর্ডে 4 উইকেটে 235 রান তোলে ভারত ৷ 3টি চার, 4টি ছয়ে 32 বলে 52 রান আসে ঈশান কিষাণের ব্যাটে ৷ বিপক্ষ বোলারদের প্রতি এদিন আরও নির্দয় ছিলেন যশস্বী ৷ 9টি চার, 2টি ছয়ে মাত্র 25 বলে 52 রান করেন তিনি ৷

চারে নেমে অধিনায়ক সূর্যকুমার যাদব 10 বলে 19 করে ফিরলেও দলের রানদিকে শেষদিকে আড়াইশোর কাছাকাছি নিয়ে যান রিঙ্কু সিং ৷ গত ম্যাচে শেষ বলে ছক্কা হাঁকানো নাইট ব্যাটার খেলেন 9 বলে 31 রানের বিধ্বংসী ক্যামিও ৷ তাঁর ইনিংসে ছিল 4টি চার, 2টি ছয় ৷ অজি বোলারদের মধ্যে তিন ওভারে সর্বাধিক 56 রান দেব অ্যাবট ৷

আরও পড়ুন:

  1. যশস্বী-ঈশানের ঝোড়ো হাফসেঞ্চুরিতে রানের চূড়ায় ভারত, দ্বিতীয় ম্যাচে অজিদের টার্গেট 236
  2. জল্পনা মিথ্যে করে গুজরাতেই রয়ে গেলেন 'ক্যাপ্টেন' হার্দিক, শাকিব-লিটনদের ছেড়ে দিল নাইটরা
Last Updated : Nov 27, 2023, 9:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.