ETV Bharat / sports

India beat Australia: মোহালিতে অজি ‘বধ’, রোহিত-কোহলিকে ছাড়াই স্বমহিমায় টিম ইন্ডিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 9:46 PM IST

Updated : Sep 22, 2023, 11:01 PM IST

প্রথম দু’ম্যাচে রোহিত-কোহলি-হার্দিকদের ছাড়াই টিম গড়েছে ‘মেন ইন ব্লু’ ৷ দলের তারকাদের ছাড়াই বিশ্বকাপের সবচেয়ে সফল দলকে হারাতে বিন্দুমাত্র বেগ পেতে হল না ‘রাহুল অ্যান্ড কোং’কে ৷ বিশ্বকাপের আগে ফিল্ডিং ছাড়া অন্য সমস্ত বিভাগেই ফুলমার্কস পেল টিম ইন্ডিয়া ৷

Etv Bharat
Etv Bharat

মোহালি, 22 সেপ্টেম্বর: প্রথমার্ধে শামি ‘শো’ ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে রুতুরাজ গায়কোয়াড় ও শুভমন গিলের জমাটি ব্যাটিং ৷ যার শেষটা করল সূর্যকুমার-রাহুলের বুদ্ধিদীপ্ত পার্টনারশিপ ৷ সবের মিশেলে প্রথম ম্যাচেই অজি ‘বধ’ করল ‘মেন ইন ব্লু’ ৷ রোহিত শর্মা-বিরাট কোহলিকে ছাড়াই 5 উইকেটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিল টিম ইন্ডিয়া ৷ বিশ্বকাপের আগে ফিল্ডিং টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা যতটা বাড়িয়েছে, ততটাই স্বস্তি দিয়েছে ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট ৷ 51 রানে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরে মহম্মদ শামি ৷

অস্ট্রেলিয়ার দেওয়া 277 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন দুই ওপেনার ৷ 142 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজ ছাড়েন রুতুরাজ ৷ অ্যাডাম জাম্পার বল বুঝতে পারেননি, সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ’য়ের শিকার হন সিএসকে ব্যাটার ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে গায়কোয়াড়ের অবদান 71 রান ৷ হাফ-সেঞ্চুরির পর ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি গিলও ৷ ব্যক্তিগত 74 রানের মাথায় তাঁর উইকেট ভেঙে দেয় জাম্পার ঘূর্ণি ৷

পিঠের চোট সারিয়ে একাদশে ফিরলেও দাগ কাটতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ মাত্র 3 রান করেই রান-আউট হয়ে ফেরত যান কেকেআর অধিনায়ক ৷ শুরুটা ভালো করেও 18 রানেই ক্রিজ ছাড়েন ঈশান কিষাণও ৷ শেষ পর্যন্ত কেএল রাহুল ও সূর্যকুমার যাদবের জুটিতে ভর করে ম্যাচ বের করে নিল ভারত ৷ শেষ মুহূর্তে ‘স্কাই’ ফিরলেও ততক্ষণে ম্যাচের রাশ ভারতের কাঁধে ৷ শেষ পর্যন্ত 48.5 ওভারে 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া ৷ ব্যাক্তিগত 58 রানে অপরাজিত থাকেন ক্যাপ্টেন রাহুল ৷ মোহালিতে জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার হোলকর স্টেডিয়ামে ৷

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে শামি ‘শো’! বিশ্বকাপে থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়ালেন বঙ্গ পেসার

অন্যদিকে, অজিদের বিরুদ্ধে সিরিজে ফিরেই ঝকঝকে শামি ৷ তাঁর দাপটেই এদিন তিনশোর আগে গুটিয়ে গিয়েছিল ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ এটি শামির ওয়ান ডে কেরিয়ারের এক ইনিংসে দ্বিতীয় 5 উইকেট ৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার ৷ এদিন যেভাবে শামির বিষাক্ত ইনস্যুইঙ্গার স্টিভ স্মিথের স্টাম্প ছিটকে দিল, তা যে কোনও ব্যাটারের কাছেই দুঃস্বপ্ন ৷

সিরাজের শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পেল পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও শামির শিকারের তালিকায় রয়েছেন মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিশরা ৷ যাদের সঙ্গে তুলনাতেই আসেন না পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিসরা ৷ ব্যাটিং পিচে অজি তারকাদের কাঁপিয়ে দিয়েছে শামির বহ্মাস্ত্র ৷ ফলে বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র একাদশ গঠনের কাজ যে আরও কঠিন হয়ে গেল, তা বলাবাহূল্য ৷

মোহালি, 22 সেপ্টেম্বর: প্রথমার্ধে শামি ‘শো’ ৷ দ্বিতীয়ার্ধের শুরুতে রুতুরাজ গায়কোয়াড় ও শুভমন গিলের জমাটি ব্যাটিং ৷ যার শেষটা করল সূর্যকুমার-রাহুলের বুদ্ধিদীপ্ত পার্টনারশিপ ৷ সবের মিশেলে প্রথম ম্যাচেই অজি ‘বধ’ করল ‘মেন ইন ব্লু’ ৷ রোহিত শর্মা-বিরাট কোহলিকে ছাড়াই 5 উইকেটে অস্ট্রেলিয়াকে দুরমুশ করে দিল টিম ইন্ডিয়া ৷ বিশ্বকাপের আগে ফিল্ডিং টিম ম্যানেজমেন্টের মাথাব্যথা যতটা বাড়িয়েছে, ততটাই স্বস্তি দিয়েছে ব্যাটিং ও বোলিং ডিপার্টমেন্ট ৷ 51 রানে 5 উইকেট নিয়ে ম্যাচের সেরে মহম্মদ শামি ৷

অস্ট্রেলিয়ার দেওয়া 277 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকেই চালিয়ে খেলছিলেন দুই ওপেনার ৷ 142 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজ ছাড়েন রুতুরাজ ৷ অ্যাডাম জাম্পার বল বুঝতে পারেননি, সুইপ মারতে গিয়ে এলবিডব্লিউ’য়ের শিকার হন সিএসকে ব্যাটার ৷ গুরুত্বপূর্ণ ম্যাচে গায়কোয়াড়ের অবদান 71 রান ৷ হাফ-সেঞ্চুরির পর ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি গিলও ৷ ব্যক্তিগত 74 রানের মাথায় তাঁর উইকেট ভেঙে দেয় জাম্পার ঘূর্ণি ৷

পিঠের চোট সারিয়ে একাদশে ফিরলেও দাগ কাটতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ মাত্র 3 রান করেই রান-আউট হয়ে ফেরত যান কেকেআর অধিনায়ক ৷ শুরুটা ভালো করেও 18 রানেই ক্রিজ ছাড়েন ঈশান কিষাণও ৷ শেষ পর্যন্ত কেএল রাহুল ও সূর্যকুমার যাদবের জুটিতে ভর করে ম্যাচ বের করে নিল ভারত ৷ শেষ মুহূর্তে ‘স্কাই’ ফিরলেও ততক্ষণে ম্যাচের রাশ ভারতের কাঁধে ৷ শেষ পর্যন্ত 48.5 ওভারে 5 উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া ৷ ব্যাক্তিগত 58 রানে অপরাজিত থাকেন ক্যাপ্টেন রাহুল ৷ মোহালিতে জিতে তিন ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ৷ সিরিজের দ্বিতীয় ম্যাচ রবিবার হোলকর স্টেডিয়ামে ৷

আরও পড়ুন: অজিদের বিরুদ্ধে শামি ‘শো’! বিশ্বকাপে থিঙ্কট্যাঙ্কের চিন্তা বাড়ালেন বঙ্গ পেসার

অন্যদিকে, অজিদের বিরুদ্ধে সিরিজে ফিরেই ঝকঝকে শামি ৷ তাঁর দাপটেই এদিন তিনশোর আগে গুটিয়ে গিয়েছিল ‘কামিন্স অ্যান্ড কোং’ ৷ এটি শামির ওয়ান ডে কেরিয়ারের এক ইনিংসে দ্বিতীয় 5 উইকেট ৷ এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেট পেয়েছিলেন বাংলার এই পেসার ৷ এদিন যেভাবে শামির বিষাক্ত ইনস্যুইঙ্গার স্টিভ স্মিথের স্টাম্প ছিটকে দিল, তা যে কোনও ব্যাটারের কাছেই দুঃস্বপ্ন ৷

সিরাজের শ্রীলঙ্কার বিরুদ্ধে স্পেল পরিসংখ্যানের দিক থেকে এগিয়ে থাকলেও শামির শিকারের তালিকায় রয়েছেন মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিশরা ৷ যাদের সঙ্গে তুলনাতেই আসেন না পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিসরা ৷ ব্যাটিং পিচে অজি তারকাদের কাঁপিয়ে দিয়েছে শামির বহ্মাস্ত্র ৷ ফলে বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’র একাদশ গঠনের কাজ যে আরও কঠিন হয়ে গেল, তা বলাবাহূল্য ৷

Last Updated : Sep 22, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.