ETV Bharat / sports

ভারতের 'এক্স-ফ্যাক্টর' বিরাটের বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা - বিরাটের বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা

World Cup Final 2023: ভারতীয় দলে বিরাট কোহলি একমাত্র ক্রিকেটার, যিনি এর আগে বিশ্বকাপ ফাইনালে খেলেছেন ৷ বিরাটের সেই অভিজ্ঞতাকে রবিবার মাঠে কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ সেই সঙ্গে কোচ রাহুল দ্রাবিড়ও 2003 বিশ্বকাপ ফাইনালে খেলেছেন ৷ যা বাড়তি রসদ ভারতের ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 10:17 PM IST

Updated : Nov 19, 2023, 9:03 AM IST

আমেদাবাদ, 18 নভেম্বর: ভারত তথা বিশ্বের অধিকাংশ ক্ষেত্রে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ৷ কে জিতবে এই মহাদ্বৈরথ ? কার মাথায় উঠবে সেরার মুকুট ? এ সবের জবাব পেতে আগামিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে, রবিবারের ফাইনালে ভারতকে সেরা ধরছেন বিশেষজ্ঞদের অধিকাংশই ৷ যার অন্যতম কারণ, লিগ থেকে সেমিফাইনাল পর্যন্ত 99 শতাংশ ক্ষেত্রে দাপট দেখিয়েছে ভারতীয় দল, তা সে ব্যাটে হোক বা বলে ৷ এমনকী ফিল্ডিংয়েও বিশ্বকাপের সেরা দল রোহিত শর্মার ভারত ৷

আর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারের পর ওয়ার্নার, জাম্পা, ম্যাক্সওয়েলদের সম্মি পারফরম্যান্স ভিত্তি করে টুর্নামেন্টে কামব্যাক করে অস্ট্রেলিয়া ৷ তারাও 8 ম্যাচ লাগাতার জিতে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ৷ তবে, এই দুই দলের মধ্যে একটা দিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ তা হল আইসিসি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা ৷ ভারতীয় দলে একমাত্র বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাট কোহলির ৷ 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিরাট তখন মাত্র 23 বছরের যুবক ৷

যিনি সচিন তেন্ডুলকর আউট হওয়ার পর গৌতম গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ করে ভারতের ইনিংস সামলেছিলেন ৷ সেই ম্যাচে বিরাট 49 বলে 35 রান করেছিলেন ৷ তারপর পেরিয়ে গিয়েছে 12 বছর ৷ এর মাঝে সেদিনের 23 বছরের যুবা বিরাট কোহলি আজ কিংবদন্তি ৷ যাঁর নামে 50টি ওয়ান-ডে সেঞ্চুরি ৷ আগামিকালের ম্যাচে তাই বিরাটের ফাইনাল খেলার অভিজ্ঞতার প্রয়োজন পড়বে রোহিতের ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এমন 5 জন ক্রিকেটার রয়েছেন ৷ 2015 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড রয়েছেন ৷ যা অজি অধিনায়ক প্যাট কামিন্সের বড় ম্যাচে ভরসা হতে পারে ৷ কিন্তু, বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালের অভিজ্ঞতা খেলোয়াড়ের ব্যক্তিগত পারফর্ম্যান্সে কাজে আসতে পারে ৷ কিন্তু, বড় ম্যাচে সেদিনের চাপ এবং দলের সার্বিক ফর্ম ও পারফর্ম্যান্স গুরুত্বপূর্ণ ৷ যা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার থেকে ভারতের অনেক উপরে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তা ব্যবস্থা থেকে জয়ী দলের পুরস্কার মূল্য, জেনে নিন বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি
  2. 'মিশন আমেদাবাদ' সফল করতে ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের, দেখুন এক নজরে
  3. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র

আমেদাবাদ, 18 নভেম্বর: ভারত তথা বিশ্বের অধিকাংশ ক্ষেত্রে এখন আলোচনার কেন্দ্রবিন্দু ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ৷ কে জিতবে এই মহাদ্বৈরথ ? কার মাথায় উঠবে সেরার মুকুট ? এ সবের জবাব পেতে আগামিকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে, রবিবারের ফাইনালে ভারতকে সেরা ধরছেন বিশেষজ্ঞদের অধিকাংশই ৷ যার অন্যতম কারণ, লিগ থেকে সেমিফাইনাল পর্যন্ত 99 শতাংশ ক্ষেত্রে দাপট দেখিয়েছে ভারতীয় দল, তা সে ব্যাটে হোক বা বলে ৷ এমনকী ফিল্ডিংয়েও বিশ্বকাপের সেরা দল রোহিত শর্মার ভারত ৷

আর বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হারের পর ওয়ার্নার, জাম্পা, ম্যাক্সওয়েলদের সম্মি পারফরম্যান্স ভিত্তি করে টুর্নামেন্টে কামব্যাক করে অস্ট্রেলিয়া ৷ তারাও 8 ম্যাচ লাগাতার জিতে ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ৷ তবে, এই দুই দলের মধ্যে একটা দিক থেকে ভারত অনেকটাই পিছিয়ে রয়েছে ৷ তা হল আইসিসি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা ৷ ভারতীয় দলে একমাত্র বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে বিরাট কোহলির ৷ 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য বিরাট তখন মাত্র 23 বছরের যুবক ৷

যিনি সচিন তেন্ডুলকর আউট হওয়ার পর গৌতম গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ করে ভারতের ইনিংস সামলেছিলেন ৷ সেই ম্যাচে বিরাট 49 বলে 35 রান করেছিলেন ৷ তারপর পেরিয়ে গিয়েছে 12 বছর ৷ এর মাঝে সেদিনের 23 বছরের যুবা বিরাট কোহলি আজ কিংবদন্তি ৷ যাঁর নামে 50টি ওয়ান-ডে সেঞ্চুরি ৷ আগামিকালের ম্যাচে তাই বিরাটের ফাইনাল খেলার অভিজ্ঞতার প্রয়োজন পড়বে রোহিতের ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়া দলে বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে এমন 5 জন ক্রিকেটার রয়েছেন ৷ 2015 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড রয়েছেন ৷ যা অজি অধিনায়ক প্যাট কামিন্সের বড় ম্যাচে ভরসা হতে পারে ৷ কিন্তু, বিশেষজ্ঞরা মনে করছেন, ফাইনালের অভিজ্ঞতা খেলোয়াড়ের ব্যক্তিগত পারফর্ম্যান্সে কাজে আসতে পারে ৷ কিন্তু, বড় ম্যাচে সেদিনের চাপ এবং দলের সার্বিক ফর্ম ও পারফর্ম্যান্স গুরুত্বপূর্ণ ৷ যা এই মুহূর্তে অস্ট্রেলিয়ার থেকে ভারতের অনেক উপরে রয়েছে ৷

আরও পড়ুন:

  1. নিরাপত্তা ব্যবস্থা থেকে জয়ী দলের পুরস্কার মূল্য, জেনে নিন বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি
  2. 'মিশন আমেদাবাদ' সফল করতে ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের, দেখুন এক নজরে
  3. বিরাট-রোহিত-শামিদের উপস্থিতিতে ভারতই বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার, মত ভিশি'র
Last Updated : Nov 19, 2023, 9:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.