ETV Bharat / sports

Fareed on Asian Games 2023: ব়্যাংকিংয়ের ভিত্তিতে ভারতের এশিয়াড জয়ে না-খুশ আফগান পেসার - Fareed Malik

'ব়্যাঙ্কিয়ের ভিত্তিতে জয় আদর্শ পদ্ধতি হতে পারে না ৷ যুগ্ম বিজয়ী ঘোষণা করা উচিত ছিল', ঠিক এই ভাষাতেই ভারতের এশিয়াড জয় নিয়ে প্রশ্ন তুলে দিলেন আফগান পেসার ফারিদ মালিক ৷

Pic Twitter
ভারতের এশিয়াড জয়ে ক্ষুব্ধ আফগান পেসার
author img

By PTI

Published : Oct 10, 2023, 10:19 PM IST

নয়াদিল্লি, 10 অক্টোবর: বিশ্বকাপ নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ এরই মাঝে ভারতীয় পুরুষ দলের এশিয়ান গেমসে সোনা জয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন আফগান পেসার ফারিদ মালিক ৷ বাঁ-হাতি পেসার ফারিদ আফদগানিস্তানের বিশ্বকাপের দলের সদস্য ৷ তবে এখনও হ্যাংঝাউয়ের এশিয়ান গেমসের ফাইনালের কথা ভুলতে পারছেন না এই খেলোয়াড় ৷ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে শেষ পর্যন্ত খেলার সুযোগ পায়নি আফগানিস্তান ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 112 রান তুলেছিল আফগান বাহিনি ৷ তারপরেই শুরু হয়ে যায় বৃষ্টি ৷ যার জেরে আর খেলা হয়নি ৷

ম্যাচ বাতিল হলেও বাছাইয়ে এগিয়ে থাকার সুবাদে শনিবারের এই ম্যাচে সোনা জিতে নেয় ভারতীয় দল ৷ অন্যদিকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় আফগানিস্তান ৷ দেশের হয়ে 15টি একদিনের ম্যাচ এবং 28টি টি-20 ম্যাচ খেলেছেন ফারিদ ৷ পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ তুলে নিয়েছিলেন 3টি উইকেট ৷

এবার ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বলেন, " (সোনার পদকটা) ভাগ করে অর্ধেক অর্ধেক দেওয়া উচিত ছিল (একটু হেসে) ৷ ম্যাচ যেহেতু বাতিল হয়ে গিয়েছে তাই যুগ্ম বিজয়ী ঘোষণা করা(সোনার পদকই ভাগ করে দেওয়া ) উচিৎ ছিল ৷ ব়্যাংকিংয়ের ভিত্তিতে পুরস্কার দেওয়াকে আদর্শ পদ্ধতি বলা যায় না ৷ ম্যাচটা হলে মজা হতো ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই থামল বাংলাদেশের 'অশ্বমেধ যাত্রা'! 137 রানে জয় ব্রিটিশদের

পদক শেয়ার করার বিষয়টি কিন্তু এই ধরনের ইভেন্টে নতুন কিছু নয় ৷ টোকিয়ো অলিম্পিকেও হাই জাম্পে যুগ্ম সোনা জেতেন ইতালিয়ান হাইজাম্পার গিয়ানমার্কো ট্যামবেরি এবং কাতারের অ্যাথলিট মুতাজ বারশিম ৷ চিন থেকে মঙ্গলবার এসে দলে যোগ দেন 2019 বিশ্বকাপের আফগান অধিনায়ক গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ এবং ফারিদ মালিক ৷ এদিন নেটে বেশ কিছুক্ষণ বোলিংও করেন তিনি ৷ দলের ওপেনিং ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে বেশ কয়েকবার সমস্য়ায় ফেলতেও দেখা গেল ফারিদকে ৷ আগামী বুধবার তাঁরা মুখোমুখি হতে চলেছেন ভারতের ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর: বিশ্বকাপ নিয়ে চর্চা এখন তুঙ্গে ৷ এরই মাঝে ভারতীয় পুরুষ দলের এশিয়ান গেমসে সোনা জয় নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন আফগান পেসার ফারিদ মালিক ৷ বাঁ-হাতি পেসার ফারিদ আফদগানিস্তানের বিশ্বকাপের দলের সদস্য ৷ তবে এখনও হ্যাংঝাউয়ের এশিয়ান গেমসের ফাইনালের কথা ভুলতে পারছেন না এই খেলোয়াড় ৷ বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে শেষ পর্যন্ত খেলার সুযোগ পায়নি আফগানিস্তান ৷ প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 112 রান তুলেছিল আফগান বাহিনি ৷ তারপরেই শুরু হয়ে যায় বৃষ্টি ৷ যার জেরে আর খেলা হয়নি ৷

ম্যাচ বাতিল হলেও বাছাইয়ে এগিয়ে থাকার সুবাদে শনিবারের এই ম্যাচে সোনা জিতে নেয় ভারতীয় দল ৷ অন্যদিকে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় আফগানিস্তান ৷ দেশের হয়ে 15টি একদিনের ম্যাচ এবং 28টি টি-20 ম্যাচ খেলেছেন ফারিদ ৷ পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন তিনি ৷ তুলে নিয়েছিলেন 3টি উইকেট ৷

এবার ফাইনাল ম্যাচ নিয়ে তিনি বলেন, " (সোনার পদকটা) ভাগ করে অর্ধেক অর্ধেক দেওয়া উচিত ছিল (একটু হেসে) ৷ ম্যাচ যেহেতু বাতিল হয়ে গিয়েছে তাই যুগ্ম বিজয়ী ঘোষণা করা(সোনার পদকই ভাগ করে দেওয়া ) উচিৎ ছিল ৷ ব়্যাংকিংয়ের ভিত্তিতে পুরস্কার দেওয়াকে আদর্শ পদ্ধতি বলা যায় না ৷ ম্যাচটা হলে মজা হতো ৷"

আরও পড়ুন: দ্বিতীয় ম্যাচেই থামল বাংলাদেশের 'অশ্বমেধ যাত্রা'! 137 রানে জয় ব্রিটিশদের

পদক শেয়ার করার বিষয়টি কিন্তু এই ধরনের ইভেন্টে নতুন কিছু নয় ৷ টোকিয়ো অলিম্পিকেও হাই জাম্পে যুগ্ম সোনা জেতেন ইতালিয়ান হাইজাম্পার গিয়ানমার্কো ট্যামবেরি এবং কাতারের অ্যাথলিট মুতাজ বারশিম ৷ চিন থেকে মঙ্গলবার এসে দলে যোগ দেন 2019 বিশ্বকাপের আফগান অধিনায়ক গুলবদিন নাইব, শরাফউদ্দিন আশরাফ এবং ফারিদ মালিক ৷ এদিন নেটে বেশ কিছুক্ষণ বোলিংও করেন তিনি ৷ দলের ওপেনিং ব্যাটার রহমতউল্লাহ গুরবাজকে বেশ কয়েকবার সমস্য়ায় ফেলতেও দেখা গেল ফারিদকে ৷ আগামী বুধবার তাঁরা মুখোমুখি হতে চলেছেন ভারতের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.