ETV Bharat / sports

Women's Emerging Teams Cup: এশিয়ান ইমার্জিং টিমস কাপ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা, বাংলাদেশের বিরুদ্ধে 31 রানে জয় - এশিয়ান ক্রিকেট কাউন্সিল

বাংলাদেশকে হারিয়ে এশিয়ান ইমার্জিং টিমস কাপ চ্যাম্পিয়ন হলেন ভারতীয় মেয়েরা ৷ বাংলাদেশ মহিলা 'এ' দলকে 31 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় মহিলা 'এ' ৷ লো-স্কোরিং ম্যাচে আগে ব্যাট করে 127 রান তুলেছিল ভারত ৷

Women's Emerging Teams Cup Final ETV BHARAT
Women's Emerging Teams Cup Final
author img

By

Published : Jun 21, 2023, 3:23 PM IST

হংকং, 21 জুন: এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং টিমস কাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা 'এ' দল ৷ লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে 31 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন শ্বেতা সেরাওয়াতরা ৷ এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন শ্বেতা ৷ ভারতের মেয়েরা প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 127 রান করেন ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 96 রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ ৷ 23 বলে অপরাজিত 30 রান সঙ্গে দু'টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কণিকা আহুজা ৷

সদস্য দেশগুলিকে নিয়ে এ বছর থেকে মহিলাদের ইমার্জিং টিমস কাপ শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এদিন সেই টুর্নামেন্টের প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচে বাংলাদেশ মহিলা 'এ' দলের বিরুদ্ধে 31 রানে জিতল ভারতীয় মহিলা দল ৷ টি-20 এই প্রতিযোগিতার ফাইনালে প্রথমে ব্যাট করে 127 রান তোলে ভারতের মেয়েরা ৷ অধিনায়ক শ্বেতা সেরাওয়াত এবং উমা ছেত্রী শুরুটা ভালো করলেও, হংকংয়ের মন্থর উইকেটে বড় রান তুলতে ব্যর্থ হন তাঁরা ৷ শ্বেতা 20 বলে 13 রান করেন ৷ উমা ছেত্রী 20 বলে 22 রান করেছেন ৷

আরও পড়ুন: কামিন্স-লায়নের লড়াইয়ে 2 উইকেটে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের

তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্রিন্দা দীনেশ 29 বলে 36 রান করেন ৷ আর কণিকা আহুজা 23 বলে 30 রানে অপরাজিত থাকেন ৷ এই চারজনের ব্যাটে ভর করেই নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান তোলে ভারতীয় মহিলা 'এ' দল ৷ বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন নাহিদ আখতার এবং সুলতানা খাতুন ৷ তবে 128 রানের লক্ষ্যমাত্রাও বাংলাদেশ ইমার্জিং মহিলা দলের কাছে বেশ কঠিন করে তোলেন তিতাস সাধু, মন্নত কাশ্যপ, শ্রেয়াঙ্কা পাতিলরা ৷

আরও পড়ুন: কাশ্মীরে গলফ খেললেন যুবি-জাদেজা, উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা

বাংলাদেশ এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ৷ দ্বিতীয় ওভারেই মন্নত কাশ্যপ বাংলাদেশ 'এ' দলের প্রথম উইকেটটি তোলেন ৷ তৃতীয় ওভারে মন্নত দ্বিতীয় উইকেটটি পান ৷ এরপর একে একে প্রতিপক্ষের মিডল-অর্ডারে ধস নামিয়ে দেন ভারতের মেয়েরা ৷ শ্রেয়াঙ্কা পাতিল 4টি, মন্নত কাশ্যপ 3টি, কণিকা আহুজা 2টি ও তিতাস সাধু 1টি উইকেট নেন ৷ 19.2 ওভারে মাত্র 96 রান অল-আউট হয়ে যায় বাংলাদেশ মহিলা 'এ' দল ৷

হংকং, 21 জুন: এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত ইমার্জিং টিমস কাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা 'এ' দল ৷ লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশ 'এ' দলকে 31 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন শ্বেতা সেরাওয়াতরা ৷ এদিন টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন শ্বেতা ৷ ভারতের মেয়েরা প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 127 রান করেন ৷ সেই রান তাড়া করতে নেমে মাত্র 96 রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ ৷ 23 বলে অপরাজিত 30 রান সঙ্গে দু'টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন কণিকা আহুজা ৷

সদস্য দেশগুলিকে নিয়ে এ বছর থেকে মহিলাদের ইমার্জিং টিমস কাপ শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ৷ এদিন সেই টুর্নামেন্টের প্রথম সংস্করণের ফাইনাল ম্যাচে বাংলাদেশ মহিলা 'এ' দলের বিরুদ্ধে 31 রানে জিতল ভারতীয় মহিলা দল ৷ টি-20 এই প্রতিযোগিতার ফাইনালে প্রথমে ব্যাট করে 127 রান তোলে ভারতের মেয়েরা ৷ অধিনায়ক শ্বেতা সেরাওয়াত এবং উমা ছেত্রী শুরুটা ভালো করলেও, হংকংয়ের মন্থর উইকেটে বড় রান তুলতে ব্যর্থ হন তাঁরা ৷ শ্বেতা 20 বলে 13 রান করেন ৷ উমা ছেত্রী 20 বলে 22 রান করেছেন ৷

আরও পড়ুন: কামিন্স-লায়নের লড়াইয়ে 2 উইকেটে থ্রি-লায়ন্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় অজিদের

তিন নম্বরে ব্যাট করতে নেমে ব্রিন্দা দীনেশ 29 বলে 36 রান করেন ৷ আর কণিকা আহুজা 23 বলে 30 রানে অপরাজিত থাকেন ৷ এই চারজনের ব্যাটে ভর করেই নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান তোলে ভারতীয় মহিলা 'এ' দল ৷ বাংলাদেশের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন নাহিদ আখতার এবং সুলতানা খাতুন ৷ তবে 128 রানের লক্ষ্যমাত্রাও বাংলাদেশ ইমার্জিং মহিলা দলের কাছে বেশ কঠিন করে তোলেন তিতাস সাধু, মন্নত কাশ্যপ, শ্রেয়াঙ্কা পাতিলরা ৷

আরও পড়ুন: কাশ্মীরে গলফ খেললেন যুবি-জাদেজা, উপত্যকার সৌন্দর্যে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা

বাংলাদেশ এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ৷ দ্বিতীয় ওভারেই মন্নত কাশ্যপ বাংলাদেশ 'এ' দলের প্রথম উইকেটটি তোলেন ৷ তৃতীয় ওভারে মন্নত দ্বিতীয় উইকেটটি পান ৷ এরপর একে একে প্রতিপক্ষের মিডল-অর্ডারে ধস নামিয়ে দেন ভারতের মেয়েরা ৷ শ্রেয়াঙ্কা পাতিল 4টি, মন্নত কাশ্যপ 3টি, কণিকা আহুজা 2টি ও তিতাস সাধু 1টি উইকেট নেন ৷ 19.2 ওভারে মাত্র 96 রান অল-আউট হয়ে যায় বাংলাদেশ মহিলা 'এ' দল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.