ETV Bharat / sports

Ind vs Eng : ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি, হিটম্যানের ব্যাটে পাল্টা লড়াই চালাচ্ছে ভারত - রোহিত শর্মার শতরান

তাঁর সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা ৷

Rohit sharma
Rohit sharma
author img

By

Published : Sep 4, 2021, 8:01 PM IST

Updated : Sep 4, 2021, 8:26 PM IST

লন্ডন, 4 সেপ্টেম্বর : কেনিংটন ওভালে হিটম্যান রোহিত শর্মার দুরন্ত শতরান ৷ ছয় মেরে কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান পূর্ণ করলেন তিনি ৷ বিদেশের মাঠে এটাই তাঁর প্রথম শতরান ৷ তাঁর সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা ৷ তিনিও অর্ধশতরানের দোরগোড়ায় রয়েছেন ৷

লন্ডনে কেনিংটন ওভালে মাঠ ভারতীয় দলের হিটম্যানের কাছে স্মরণীয় হয়ে রইল ৷ বিদেশের মাঠে সাদা জার্সিতে এটাই প্রথম টেস্ট শতরান তাঁর ৷ পাশাপাশি দীর্ঘতম ফরম্যাটে তিন হাজার পূর্ণ করে ফেললেন রোহিত ৷ এতদিন টেস্টে রোহিতের সাতটি শতরানই ছিল ঘরের মাটিতে ৷ মইন আলির বলে পেল্লাই ছক্কায় হাঁকিয়ে কেনিংটন ওভালে শতরান পূর্ণ করেন তিনি ৷

প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিং বিভাগের শোচনীয় পরিস্থিতির পর দ্বিতীয় ইনিংসে সতর্ক ব্যাটিং শুরু করেছে ভারত ৷ গতকাল কোনও উইকেট না খুইয়েই দিনের বাকি সময়টা পার করে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ৷ তৃতীয় দিনের শুরুতে মাঠে নেমেও একই পন্থা অবলম্বন করেছিলেন দু‘জন ৷ কিন্তু রাহুল বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ৷ অর্ধশতরান পূর্ণ হওয়ার আগেই জেমস অ্যান্ডাসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ তখন ভারতের স্কোর একশোর গণ্ডি পার করেনি ৷

আরও পড়ুন : Bengal Javelin Thrower : দরবার করেও মেলেনি জ্যাভলিন, নীরজের মতো পরিকাঠামো না পাওয়ার আক্ষেপ অমিতের

এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত ৷ সতর্কতা এবং আগ্রাসন, দুইয়ের মিশ্রণ দেখা গিয়েছে তাঁর ব্যাটিংয়ে ৷ চা পান বিরতি পর্যন্ত ভারতের স্কোর 1 উইকেট খুইয়ে 199 ৷ রোহিত শর্মা 103 এবং চেতেশ্বর পূজারা 48 রানে ব্যাট করছেন ৷

লন্ডন, 4 সেপ্টেম্বর : কেনিংটন ওভালে হিটম্যান রোহিত শর্মার দুরন্ত শতরান ৷ ছয় মেরে কেরিয়ারের অষ্টম টেস্ট শতরান পূর্ণ করলেন তিনি ৷ বিদেশের মাঠে এটাই তাঁর প্রথম শতরান ৷ তাঁর সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় ইনিংসে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ সঙ্গে রয়েছেন চেতেশ্বর পূজারা ৷ তিনিও অর্ধশতরানের দোরগোড়ায় রয়েছেন ৷

লন্ডনে কেনিংটন ওভালে মাঠ ভারতীয় দলের হিটম্যানের কাছে স্মরণীয় হয়ে রইল ৷ বিদেশের মাঠে সাদা জার্সিতে এটাই প্রথম টেস্ট শতরান তাঁর ৷ পাশাপাশি দীর্ঘতম ফরম্যাটে তিন হাজার পূর্ণ করে ফেললেন রোহিত ৷ এতদিন টেস্টে রোহিতের সাতটি শতরানই ছিল ঘরের মাটিতে ৷ মইন আলির বলে পেল্লাই ছক্কায় হাঁকিয়ে কেনিংটন ওভালে শতরান পূর্ণ করেন তিনি ৷

প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিং বিভাগের শোচনীয় পরিস্থিতির পর দ্বিতীয় ইনিংসে সতর্ক ব্যাটিং শুরু করেছে ভারত ৷ গতকাল কোনও উইকেট না খুইয়েই দিনের বাকি সময়টা পার করে দিয়েছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ৷ তৃতীয় দিনের শুরুতে মাঠে নেমেও একই পন্থা অবলম্বন করেছিলেন দু‘জন ৷ কিন্তু রাহুল বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি ৷ অর্ধশতরান পূর্ণ হওয়ার আগেই জেমস অ্যান্ডাসনের বলে বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ তখন ভারতের স্কোর একশোর গণ্ডি পার করেনি ৷

আরও পড়ুন : Bengal Javelin Thrower : দরবার করেও মেলেনি জ্যাভলিন, নীরজের মতো পরিকাঠামো না পাওয়ার আক্ষেপ অমিতের

এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত ৷ সতর্কতা এবং আগ্রাসন, দুইয়ের মিশ্রণ দেখা গিয়েছে তাঁর ব্যাটিংয়ে ৷ চা পান বিরতি পর্যন্ত ভারতের স্কোর 1 উইকেট খুইয়ে 199 ৷ রোহিত শর্মা 103 এবং চেতেশ্বর পূজারা 48 রানে ব্যাট করছেন ৷

Last Updated : Sep 4, 2021, 8:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.