ETV Bharat / sports

Ind vs Eng : 290 রানে অল আউট ইংল্যান্ড, দ্বিতীয় ইনিংসে সতর্ক ব্যাটিং ভারতের - ভারত-ইংল্যান্ড

62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারেনি কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷

Ind vs Eng
Ind vs Eng
author img

By

Published : Sep 3, 2021, 11:00 PM IST

লন্ডন, 3 সেপ্টেম্বর : বিপর্যয় ঠেকিয়েছিলেন অলি পোপ ৷ প্রথম ইনিংসে 62 রানে পাঁচ উইকেটে হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে টেনে তুললেন তিনিই ৷ 81 রান করলেন ৷ পোপের দেখানো পথে হাঁটলেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মইন আলিরা ৷ তাঁদের সম্মিলিত প্রয়াসে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে 290 রানে শেষ করল ইংল্যান্ড ৷ কেনিংটন ওভালে প্রথম ইনিংসে 99 রানের লিড নিল জো রুটের দল ৷ অর্ধশতরান করেছেন ক্রিস ওকস ৷

62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারেনি কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷ তারপর মাত্র এক উইকেট হারিয়ে ভারতের রান টপকে যায় ইংল্য়ান্ড ৷ 61.4 ওভারে ভারতের 191 রান টপকে যায় রুট-বাহিনী ৷ ষষ্ঠ উইকেটে বেয়ারস্টো ও পোপের 89 রানের পার্টনারশিপে ম্য়াচে কামব্য়াক করে ইংল্য়ান্ড ৷ বেয়ারস্টো ব্য়ক্তিগত 37 রানে প্য়াভিলিয়নে ফিরলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে টানেন পোপ ৷ ইংরেজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেয়ারস্টোকে ফেরান মহম্মদ সিরাজ ৷

আরও পড়ুন : Virat Kohli : প্রথম ভারতীয় তারকা হিসেবে ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার বিরাটের

শুক্রবার ম্য়াচের দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য় দারুণ করেছিল ভারত ৷ শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে ইংল্য়ান্ডকে ব্য়াকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব ৷ নিজের প্রথম ওভারেই ক্রেগ ওভারটনকে প্য়াভিলিয়নের রাস্তা দেখান বিদর্ভের এই বোলার ৷ গতদিনের ব্য়ক্তিগত এক রানেই আউট হন ওভারটন ৷ তারপর তিন নম্বরে ব্য়াট করতে নামা ডেভিড মালানও যাদবের শিকার হন ৷ ব্য়ক্তিগত 31 রানে ইশান্ত শর্মার হাতে ক্য়াচ দিয়ে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন মালান ৷ কিন্তু এর পর পোপ ও বেয়ারস্টো, মইন আলি ও ক্রিস ওকসের দুরন্ত লড়াইয়ে ম্য়াচে ফেরে ইংল্য়ান্ড ৷ 99 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভীষণ সতর্কভাবে করেছেন ৷

লন্ডন, 3 সেপ্টেম্বর : বিপর্যয় ঠেকিয়েছিলেন অলি পোপ ৷ প্রথম ইনিংসে 62 রানে পাঁচ উইকেটে হারিয়ে ধুঁকতে থাকা ইংল্যান্ডকে টেনে তুললেন তিনিই ৷ 81 রান করলেন ৷ পোপের দেখানো পথে হাঁটলেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, মইন আলিরা ৷ তাঁদের সম্মিলিত প্রয়াসে বিপর্যয় কাটিয়ে প্রথম ইনিংসে 290 রানে শেষ করল ইংল্যান্ড ৷ কেনিংটন ওভালে প্রথম ইনিংসে 99 রানের লিড নিল জো রুটের দল ৷ অর্ধশতরান করেছেন ক্রিস ওকস ৷

62 রানে পাঁচ উইকেট তুলে নিয়েও জো রুটদের বাগে আনতে পারেনি কোহলি অ্য়ান্ড কোং ৷ ওলি পোপ ও জনি বেয়ারস্টোর দুরন্ত ব্য়াটে ঘুরে দাঁড়ায় ইংল্য়ান্ড ৷ তারপর মাত্র এক উইকেট হারিয়ে ভারতের রান টপকে যায় ইংল্য়ান্ড ৷ 61.4 ওভারে ভারতের 191 রান টপকে যায় রুট-বাহিনী ৷ ষষ্ঠ উইকেটে বেয়ারস্টো ও পোপের 89 রানের পার্টনারশিপে ম্য়াচে কামব্য়াক করে ইংল্য়ান্ড ৷ বেয়ারস্টো ব্য়ক্তিগত 37 রানে প্য়াভিলিয়নে ফিরলেও দুরন্ত হাফ-সেঞ্চুরি করে দলকে টানেন পোপ ৷ ইংরেজ উইকেটকিপার-ব্য়াটসম্য়ান বেয়ারস্টোকে ফেরান মহম্মদ সিরাজ ৷

আরও পড়ুন : Virat Kohli : প্রথম ভারতীয় তারকা হিসেবে ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার বিরাটের

শুক্রবার ম্য়াচের দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য় দারুণ করেছিল ভারত ৷ শুরুতেই দু'উইকেট তুলে নিয়ে ইংল্য়ান্ডকে ব্য়াকফুটে ঠেলে দিয়েছিলেন উমেশ যাদব ৷ নিজের প্রথম ওভারেই ক্রেগ ওভারটনকে প্য়াভিলিয়নের রাস্তা দেখান বিদর্ভের এই বোলার ৷ গতদিনের ব্য়ক্তিগত এক রানেই আউট হন ওভারটন ৷ তারপর তিন নম্বরে ব্য়াট করতে নামা ডেভিড মালানও যাদবের শিকার হন ৷ ব্য়ক্তিগত 31 রানে ইশান্ত শর্মার হাতে ক্য়াচ দিয়ে প্য়াভিলিয়নের রাস্তা ধরেন মালান ৷ কিন্তু এর পর পোপ ও বেয়ারস্টো, মইন আলি ও ক্রিস ওকসের দুরন্ত লড়াইয়ে ম্য়াচে ফেরে ইংল্য়ান্ড ৷ 99 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভীষণ সতর্কভাবে করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.