ETV Bharat / sports

Ind vs Eng : 354 রানের বড় লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করল ইংল্যান্ড - ভারত বনাম ইংল্যান্ড

তৃতীয় টেস্টের প্রথম দিন থেকেই কোণঠাসা ভারত ৷ প্রথম ইনিংসে 78 রানে অলআউট হওয়ার পর ইংল্যান্ডকে বড় রান গড়া থেকে আটকাতে পারেনি ভারতের বোলিং ব্রিগেড ৷

Ind vs Eng 3rd test
Ind vs Eng 3rd test
author img

By

Published : Aug 27, 2021, 5:17 PM IST

Updated : Aug 27, 2021, 5:25 PM IST

লিডস, 27 অগস্ট : বড় রানের লিড নিয়ে হেডিংলি টেস্টের প্রথম ইনিংস শেষ করল ইংল্যান্ড ৷ আজ 432 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ ক্রেগ ওভারটন এবং অলি রবিনসনকে ফেরান যথাক্রমে মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরা ৷ 354 রানের বড় লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে জো রুটের দল ৷ প্রথম ইনিংসে ভারত মাত্র 78 রানে অলআউট হয়ে গিয়েছিল ৷ জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভার্টনদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস ৷

ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে হারিয়ে প্রশংসায় ভেসে গিয়েছিল কোহলি ব্রিগেড ৷ কিন্তু তৃতীয় টেস্টেই ফের বিপর্যয়ের মুখে পড়েছে ভারত ৷ 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ভারতকে মাত্র 78 রানে ধরাশায়ী করে ফেলে ইংল্যান্ডের পেসাররা ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 19 রান করেন রোহিত শর্মা ৷ ব্যর্থতার জাল থেকে বেরিয়ে এসে দলের ইনিংসের হাল ধরতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও ৷ চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরাও ব্যর্থ ৷

এদিকে বল হাতে ভারতকে বিধ্বস্ত করার পর ইংল্যান্ডের ব্যাটিং বিভাগও জ্বলে ওঠে ৷ এবার শুধু অধিনায়ক জো রুটই নন, ররি বার্নস, হাসিম হামিদ, ডেভিড মালানদের ব্যাট থেকেও রান এসেছে ৷ তবে জো রুট নামক রূপকথা চলছেই ৷ তৃতীয় টেস্টেও রুটের ব্যাট থেকে এল 121 রানের ঝকঝকে শতরান ৷ 165 বলে 121 রান করে দলকে বড় রান গড়তে সাহায্য করেছেন রুট ৷ তাঁর ইনিংসে ভর করে বড় রানের লিড নিতে সক্ষম হয়েছে ইংরেজরা ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

এই পরিস্থিতিতে টেস্ট জেতার কথা ভাবছে না অতি বড় ভারত সমর্থকও ৷ ম্যাচ বাঁচানোর দিকেই লক্ষ্য ভারতীয়দের ৷ ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ৷ অতীতেও অবশ্য খারাপ জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জেতার নজির রয়েছে ভারতের ৷ দেখা যাক ভারতীয় ব্যাটসম্যানরা ফের অতিমানবীয় হতে পারেন কিনা ৷

লিডস, 27 অগস্ট : বড় রানের লিড নিয়ে হেডিংলি টেস্টের প্রথম ইনিংস শেষ করল ইংল্যান্ড ৷ আজ 432 রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ৷ ক্রেগ ওভারটন এবং অলি রবিনসনকে ফেরান যথাক্রমে মহম্মদ সামি এবং জসপ্রীত বুমরা ৷ 354 রানের বড় লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করেছে জো রুটের দল ৷ প্রথম ইনিংসে ভারত মাত্র 78 রানে অলআউট হয়ে গিয়েছিল ৷ জেমস অ্যান্ডারসন, ক্রেগ ওভার্টনদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ইনিংস ৷

ক্রিকেটের মক্কায় ইংল্যান্ডকে হারিয়ে প্রশংসায় ভেসে গিয়েছিল কোহলি ব্রিগেড ৷ কিন্তু তৃতীয় টেস্টেই ফের বিপর্যয়ের মুখে পড়েছে ভারত ৷ 1-0 ব্যবধানে এগিয়ে থাকা ভারতকে মাত্র 78 রানে ধরাশায়ী করে ফেলে ইংল্যান্ডের পেসাররা ৷ ভারতের হয়ে সর্বোচ্চ 19 রান করেন রোহিত শর্মা ৷ ব্যর্থতার জাল থেকে বেরিয়ে এসে দলের ইনিংসের হাল ধরতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও ৷ চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেরাও ব্যর্থ ৷

এদিকে বল হাতে ভারতকে বিধ্বস্ত করার পর ইংল্যান্ডের ব্যাটিং বিভাগও জ্বলে ওঠে ৷ এবার শুধু অধিনায়ক জো রুটই নন, ররি বার্নস, হাসিম হামিদ, ডেভিড মালানদের ব্যাট থেকেও রান এসেছে ৷ তবে জো রুট নামক রূপকথা চলছেই ৷ তৃতীয় টেস্টেও রুটের ব্যাট থেকে এল 121 রানের ঝকঝকে শতরান ৷ 165 বলে 121 রান করে দলকে বড় রান গড়তে সাহায্য করেছেন রুট ৷ তাঁর ইনিংসে ভর করে বড় রানের লিড নিতে সক্ষম হয়েছে ইংরেজরা ৷

আরও পড়ুন : Chris Cairns : হার্টে অস্ত্রোপচার চলাকালীনই স্ট্রোক, পক্ষাঘাতে আক্রান্ত ক্রিস কেয়ার্নস

এই পরিস্থিতিতে টেস্ট জেতার কথা ভাবছে না অতি বড় ভারত সমর্থকও ৷ ম্যাচ বাঁচানোর দিকেই লক্ষ্য ভারতীয়দের ৷ ইতিমধ্যেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল ৷ অতীতেও অবশ্য খারাপ জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে টেস্ট জেতার নজির রয়েছে ভারতের ৷ দেখা যাক ভারতীয় ব্যাটসম্যানরা ফের অতিমানবীয় হতে পারেন কিনা ৷

Last Updated : Aug 27, 2021, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.