ETV Bharat / sports

IND vs AUS 1st Test: 400 রানে অল-আউট ভারত, প্রথম ইনিংসে লিড 223 - অক্ষর প্যাটেল

বৃহস্পতিবার নাগপুরে (Nagpur) শুরু হয়েছে বর্ডার-গাভাসকার ট্রফি ৷ শনিবার প্রথম টেস্টের তৃতীয় দিন (IND vs AUS 1st Test) ৷ লাঞ্চের আগে ভারত 400 রানে অল-আউট হয়ে যায় ৷ প্রথম ইনিংসে রোহিত শর্মাদের (Rohit Sharma) লিড 223 রান ৷

IND vs AUS 1st Test
IND vs AUS 1st Test
author img

By

Published : Feb 11, 2023, 12:16 PM IST

Updated : Feb 11, 2023, 3:51 PM IST

নাগপুর, 11 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে 223 রানে এগিয়ে ভারত (India) ৷ নাগপুরে বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার (Australia) স্কোর ছিল 177 ৷ আর ভারতের ইনিংস শেষ হয় 400 রানে ৷

শনিবার চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন ৷ দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 321 ৷ আউট হয়েছিলেন সাতজন ব্যাটার ৷ ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) ৷ দু’জনেই শুক্রবার হাফ সেঞ্চুরি করেছিলেন ৷ তাই শনিবার তাঁরা সেঞ্চুরি করতে পারেন কি না, সেই দিকেই তাকিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা ৷

কিন্তু দু’জনেই সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৷ জাডেজা আউট হন ব্যক্তিগত 70 রানে ৷ আর অক্ষরের ইনিংস থামে 84 রানে ৷ তিনি আউট হওয়াতেই শেষ হয় ভারতের ইনিংস ৷ যদিও জাডেজা যখন আউট হন, সেই সময় ভারতের স্কোর 328 ৷ তখন গতকালের স্কোরের সঙ্গে মাত্র 7 রান যুক্ত হয়েছে ৷ ভারতের লিড 200 রান পার হবে কি না, তা সন্দেহ তৈরি করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের মনে ৷

কিন্তু সব আশঙ্কা উড়িয়ে অক্ষরের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ করেন মহম্মদ শামি ৷ বল হাতে তিনি বিপক্ষকে ছিন্নভিন্ন তো করেনই, এদিন ব্যাটার শামির দাপটে অজি বোলাররা সমস্যায় পড়ে গিয়েছিলেন ৷ শামি ও অক্ষরের মধ্যে 62 রানের পার্টনারশিপ হয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগ রানই করেছে শামি ৷ 2টো চার ও 3টে ছয়ের সাহায্যে 47 বলে 37 রান করেছেন শামি ৷

অন্যদিকে দ্বিতীয় দিনের মতো এদিনও দারুণ বোলিং অব্যাহত রাখেন অজি অফ স্পিনার টড মারফি ৷ গতকাল তিনি 5 উইকেট নিয়েছিলেন ৷ আজ নিলেন আরও দু’টি উইকেট ৷ অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই তাঁর ঝুলিতে চলে এল সাত উইকেট ৷

আরও পড়ুন: আরআরআর ! রোহিতদের প্রশংসায় লিটল মাস্টারের মুখে দক্ষিণী সিনেমা

নাগপুর, 11 ফেব্রুয়ারি: বর্ডার-গাভাসকার ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম টেস্টের প্রথম ইনিংসে 223 রানে এগিয়ে ভারত (India) ৷ নাগপুরে বৃহস্পতিবার শুরু হওয়া এই টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার (Australia) স্কোর ছিল 177 ৷ আর ভারতের ইনিংস শেষ হয় 400 রানে ৷

শনিবার চার টেস্টের এই সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন ৷ দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল 321 ৷ আউট হয়েছিলেন সাতজন ব্যাটার ৷ ক্রিজে ছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ও অক্ষর প্যাটেল (Axar Patel) ৷ দু’জনেই শুক্রবার হাফ সেঞ্চুরি করেছিলেন ৷ তাই শনিবার তাঁরা সেঞ্চুরি করতে পারেন কি না, সেই দিকেই তাকিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা ৷

কিন্তু দু’জনেই সেঞ্চুরি হাতছাড়া করেছেন ৷ জাডেজা আউট হন ব্যক্তিগত 70 রানে ৷ আর অক্ষরের ইনিংস থামে 84 রানে ৷ তিনি আউট হওয়াতেই শেষ হয় ভারতের ইনিংস ৷ যদিও জাডেজা যখন আউট হন, সেই সময় ভারতের স্কোর 328 ৷ তখন গতকালের স্কোরের সঙ্গে মাত্র 7 রান যুক্ত হয়েছে ৷ ভারতের লিড 200 রান পার হবে কি না, তা সন্দেহ তৈরি করেছিল ক্রিকেট বিশেষজ্ঞদের মনে ৷

কিন্তু সব আশঙ্কা উড়িয়ে অক্ষরের সঙ্গে অনবদ্য পার্টনারশিপ করেন মহম্মদ শামি ৷ বল হাতে তিনি বিপক্ষকে ছিন্নভিন্ন তো করেনই, এদিন ব্যাটার শামির দাপটে অজি বোলাররা সমস্যায় পড়ে গিয়েছিলেন ৷ শামি ও অক্ষরের মধ্যে 62 রানের পার্টনারশিপ হয়েছে ৷ তার মধ্যে বেশিরভাগ রানই করেছে শামি ৷ 2টো চার ও 3টে ছয়ের সাহায্যে 47 বলে 37 রান করেছেন শামি ৷

অন্যদিকে দ্বিতীয় দিনের মতো এদিনও দারুণ বোলিং অব্যাহত রাখেন অজি অফ স্পিনার টড মারফি ৷ গতকাল তিনি 5 উইকেট নিয়েছিলেন ৷ আজ নিলেন আরও দু’টি উইকেট ৷ অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই তাঁর ঝুলিতে চলে এল সাত উইকেট ৷

আরও পড়ুন: আরআরআর ! রোহিতদের প্রশংসায় লিটল মাস্টারের মুখে দক্ষিণী সিনেমা

Last Updated : Feb 11, 2023, 3:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.