ETV Bharat / sports

India vs Australia 3rd ODI: অক্ষরের অপেক্ষায় দল, ফিট না-হলে একমাত্র বিকল্প অশ্বিন; নিশ্চিত করলেন রোহিত - ICC World Cup 2023

Some Players Might be Rested in 3rd ODI: বিশ্বকাপ শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত অক্ষর প্যাটেলের জন্য অপেক্ষা করতে চাইছে টিম ম্যানেজমেন্ট ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান-ডে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত রোহিত শর্মার ৷

Image Courtesy: BCCI
Image Courtesy: BCCI
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 8:21 PM IST

রাজকোট, 26 সেপ্টেম্বর: অক্ষর প্যাটেল যে তৃতীয় ওয়ান-ডে ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত ৷ তিনি এখনও বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ তাই বিশ্বকাপের চূড়ান্ত দল কী হবে ? তা এখনও স্পষ্ট নয় ৷ বরং, অক্ষর প্যাটেলের জন্য অপেক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তৃতীয় ওয়ান-ডে’র আগে সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিলেন রোহিত শর্মা ৷ তবে, অক্ষর ফিট না-হলে একমাত্র বিকল্প যে রবিচন্দ্রন অশ্বিন, তা নিশ্চিত করলেন ভারত অধিনায়ক ৷

27 সেপ্টেম্বরের মধ্যে আইসিসি’র কাছে চূড়ান্ত 15 জনের দল জমা করতে হবে ৷ অর্থাৎ, বুধবারই শেষদিন ৷ কিন্তু চূড়ান্ত দলে অক্ষর প্যাটেল থাকার মতো পরিস্থিতিতে রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান-ডে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ কিন্তু অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দেননি ৷ এমনকী তাঁর পরিবর্ত হিসেবেও কাউকে দলে নেওয়া হয়নি ৷ উল্লেখ্য, বুধবারের ম্যাচে মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং শুভমন গিলকে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছে ৷

এই পরিস্থিতিতে অধিনায়ক রোহিত জানিয়েছেন, "আমরা অশ্বিনের ক্লাস এবং অভিজ্ঞতাকে নজর-আন্দাজ করতে পারি না ৷ ও অসাধারণ বল করছে এবং ওর হাত থেকে একাধিক ভ্যারিয়েশন বেরোচ্ছে ৷ যদি, কোনও সুযোগ থাকে, তাহলে ও বিশ্বকাপের দলে যুক্ত হবে ৷ এটা আমাদের জন্য খুব ভালো ৷ কারণ, আমাদের বিশ্বকাপের ব্যাক-আপ তৈরি রয়েছে ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপে বুমরা-শামি-সিরাজ পেস ব্যাটারিতে আস্থা গায়কোয়াড়ের

রোহিত তাঁর কথায় অক্ষরের চোট নিয়ে বা তিনি 15 জনের দলে সামিল হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা, তা একবারের জন্যও খোলসা করেননি ৷ ফলে আগামিকালের আগে ভারতের বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ৷ তবে, রোহিতের আজকের সাংবাদিক বৈঠকের পর যা ইঙ্গিত, তাতে অক্ষর প্যাটেলকে রেখেই বিশ্বকাপের দল আইসিসি'র কাছে জমা দেবে বোর্ড ৷ রিজার্ভ হিসেবে অশ্বিনকে রেখে দেওয়া হবে ৷ সেক্ষেত্রে অক্ষর টুর্নামেন্টের আগে পুরোপুরি ফিট না-হলে, অশ্বিন পরিবর্ত হিসেবে দলে ঢুকবেন ৷

রাজকোট, 26 সেপ্টেম্বর: অক্ষর প্যাটেল যে তৃতীয় ওয়ান-ডে ম্যাচে খেলতে পারবেন না, তা একপ্রকার নিশ্চিত ৷ তিনি এখনও বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ৷ তাই বিশ্বকাপের চূড়ান্ত দল কী হবে ? তা এখনও স্পষ্ট নয় ৷ বরং, অক্ষর প্যাটেলের জন্য অপেক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ তৃতীয় ওয়ান-ডে’র আগে সাংবাদিক বৈঠকে সেই বার্তাই দিলেন রোহিত শর্মা ৷ তবে, অক্ষর ফিট না-হলে একমাত্র বিকল্প যে রবিচন্দ্রন অশ্বিন, তা নিশ্চিত করলেন ভারত অধিনায়ক ৷

27 সেপ্টেম্বরের মধ্যে আইসিসি’র কাছে চূড়ান্ত 15 জনের দল জমা করতে হবে ৷ অর্থাৎ, বুধবারই শেষদিন ৷ কিন্তু চূড়ান্ত দলে অক্ষর প্যাটেল থাকার মতো পরিস্থিতিতে রয়েছেন কি না, তা এখনও জানা যায়নি ৷ এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ান-ডে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরা ৷ কিন্তু অক্ষর প্যাটেল দলের সঙ্গে যোগ দেননি ৷ এমনকী তাঁর পরিবর্ত হিসেবেও কাউকে দলে নেওয়া হয়নি ৷ উল্লেখ্য, বুধবারের ম্যাচে মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং শুভমন গিলকে টিম ম্যানেজমেন্ট বিশ্রাম দিচ্ছে ৷

এই পরিস্থিতিতে অধিনায়ক রোহিত জানিয়েছেন, "আমরা অশ্বিনের ক্লাস এবং অভিজ্ঞতাকে নজর-আন্দাজ করতে পারি না ৷ ও অসাধারণ বল করছে এবং ওর হাত থেকে একাধিক ভ্যারিয়েশন বেরোচ্ছে ৷ যদি, কোনও সুযোগ থাকে, তাহলে ও বিশ্বকাপের দলে যুক্ত হবে ৷ এটা আমাদের জন্য খুব ভালো ৷ কারণ, আমাদের বিশ্বকাপের ব্যাক-আপ তৈরি রয়েছে ৷’’

আরও পড়ুন: বিশ্বকাপে বুমরা-শামি-সিরাজ পেস ব্যাটারিতে আস্থা গায়কোয়াড়ের

রোহিত তাঁর কথায় অক্ষরের চোট নিয়ে বা তিনি 15 জনের দলে সামিল হওয়ার মতো পরিস্থিতিতে রয়েছেন কিনা, তা একবারের জন্যও খোলসা করেননি ৷ ফলে আগামিকালের আগে ভারতের বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দল সম্পর্কে কোনও নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না ৷ তবে, রোহিতের আজকের সাংবাদিক বৈঠকের পর যা ইঙ্গিত, তাতে অক্ষর প্যাটেলকে রেখেই বিশ্বকাপের দল আইসিসি'র কাছে জমা দেবে বোর্ড ৷ রিজার্ভ হিসেবে অশ্বিনকে রেখে দেওয়া হবে ৷ সেক্ষেত্রে অক্ষর টুর্নামেন্টের আগে পুরোপুরি ফিট না-হলে, অশ্বিন পরিবর্ত হিসেবে দলে ঢুকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.