ETV Bharat / sports

WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিত না খেললে যোগ্য অধিনায়ক বিরাট, মত শাস্ত্রীর - WTC Final 2023

গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে ভারতীয় দলে রোহিতের বিকল্প অধিনায়ক বিরাট কোহলি ৷ এমনটাই মনে করেন রবি শাস্ত্রী ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে এমনই মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় কোচ ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023
author img

By

Published : Apr 29, 2023, 6:38 PM IST

মুম্বই, 29 এপ্রিল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের বিকল্প অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে ভাবা যেতে পারে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ তবে, অবশ্যই রোহিত শর্মার আগে নয় ৷ শাস্ত্রীর কথায়, কোনও অনাকাঙ্খিত পরিস্থিতিতে রোহিত খেলতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মেজর ম্যাচে কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত ৷ আর এ নিয়ে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী ৷

সংবাদ সংস্থা পিটিআই ইএসপিএন ক্রিকইনফো-তে শাস্ত্রীর দেওয়া সাক্ষাৎকারকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 2021 সালের পিছিয়ে যাওয়া পঞ্চম টেস্ট নিয়েও সেখানে নিজের মত প্রকাশ করেছেন শাস্ত্রী ৷ তিনি জানান, 2022 সালে যখন বাকি থাকা পঞ্চম টেস্টটি খেলা হয়, তখন ভারতী দলের ম্যানেজমেন্টের উচিত ছিল বিরাট কোহলির সঙ্গে এ নিয়ে আলোচনা করা ৷ তাঁকে ওই ম্যাচে অধিনায়কত্ব করার জন্য বলা উচিত ছিল ম্যানেজমেন্টের ৷ উল্লেখ্য, চোটের কারণে সেই ম্যাচটি রোহিত শর্মা খেলতে পারেননি ৷

আর সেই প্রসঙ্গেই রবি শাস্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি চাই ওইরকম বড় গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক হিসেবে রোহিত ফিট থাকুক ৷ কিন্তু, অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয় ৷ যেখানে রোহিত খেলতে না পারেন ৷ তাহলে আমি চাইব কোহলি সেখানে অধিনায়কত্ব করুক ৷’’ ভারতের সেরা এই ব্যাটারের নাম তিনি অধিনায়ক হিসেবে বোর্ডের কাছে পেশ করতেন বলে জানান শাস্ত্রী ৷ তাঁর মতে, রোহিতের বিকল্প হিসেবে বিরাট একমাত্র বড় টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিতে পারেন ৷ আর তিনি দলের সঙ্গে থাকলে সেটাই করতেন ৷

এক্ষেত্রে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ভাবনার বিষয়টিও উল্লেখ করেন রবি ৷ তিনি জানান, রাহুলের সঙ্গে তাঁর কোনও কথা কথা হয়নি ৷ তবে, তাঁর জায়গায় রাহুল দ্রাবিড় থাকলে তিনিও এমনটাই করতেন বলে বিশ্বাস শাস্ত্রীর ৷ উল্লেখ্য, 2021 সালে 5 ম্যাচের ওই সিরিজে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ পঞ্চম তথা শেষ টেস্টের আগে ভারতীয় দলে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তেই ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকার করেন ৷ এই পরিস্থিতিতে 2-1 এগিয়ে থেকে সিরিজ অমীমাংসিত অবস্থায় রেখে দেশে ফিরেছিলেন বিরাটরা ৷

আরও পড়ুন: জন্মদিনে ইডেন বেল বাজালেন রাসেল, জলের দরে টিকিট বিকোল বটতলায়

তবে, 2022 সালে জুলাই মাসে শেষ টেস্টটি খেলা হয় ৷ যেটি ভারত পঞ্চমদিনে 7 উইকেটে হারে ৷ ফলে সিরিজ 2-2 ড্র হয় ৷ যে টেস্টে অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরা ৷ বিরাট ততদিনে সবরকম ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ৷ আর রোহিত চোটের কারণে সেই টেস্টে খেলতে পারেননি ৷

মুম্বই, 29 এপ্রিল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলের বিকল্প অধিনায়ক হিসেবে বিরাট কোহলিকে ভাবা যেতে পারে ৷ এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ তবে, অবশ্যই রোহিত শর্মার আগে নয় ৷ শাস্ত্রীর কথায়, কোনও অনাকাঙ্খিত পরিস্থিতিতে রোহিত খেলতে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের মতো মেজর ম্যাচে কোহলিকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া উচিত ৷ আর এ নিয়ে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের ভাবনাচিন্তা করা উচিত বলে মনে করেন রবি শাস্ত্রী ৷

সংবাদ সংস্থা পিটিআই ইএসপিএন ক্রিকইনফো-তে শাস্ত্রীর দেওয়া সাক্ষাৎকারকে উল্লেখ করে এমনটাই জানিয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 2021 সালের পিছিয়ে যাওয়া পঞ্চম টেস্ট নিয়েও সেখানে নিজের মত প্রকাশ করেছেন শাস্ত্রী ৷ তিনি জানান, 2022 সালে যখন বাকি থাকা পঞ্চম টেস্টটি খেলা হয়, তখন ভারতী দলের ম্যানেজমেন্টের উচিত ছিল বিরাট কোহলির সঙ্গে এ নিয়ে আলোচনা করা ৷ তাঁকে ওই ম্যাচে অধিনায়কত্ব করার জন্য বলা উচিত ছিল ম্যানেজমেন্টের ৷ উল্লেখ্য, চোটের কারণে সেই ম্যাচটি রোহিত শর্মা খেলতে পারেননি ৷

আর সেই প্রসঙ্গেই রবি শাস্ত্রী ওই সাক্ষাৎকারে বলেন, ‘‘আমি চাই ওইরকম বড় গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক হিসেবে রোহিত ফিট থাকুক ৷ কিন্তু, অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হয় ৷ যেখানে রোহিত খেলতে না পারেন ৷ তাহলে আমি চাইব কোহলি সেখানে অধিনায়কত্ব করুক ৷’’ ভারতের সেরা এই ব্যাটারের নাম তিনি অধিনায়ক হিসেবে বোর্ডের কাছে পেশ করতেন বলে জানান শাস্ত্রী ৷ তাঁর মতে, রোহিতের বিকল্প হিসেবে বিরাট একমাত্র বড় টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিতে পারেন ৷ আর তিনি দলের সঙ্গে থাকলে সেটাই করতেন ৷

এক্ষেত্রে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের ভাবনার বিষয়টিও উল্লেখ করেন রবি ৷ তিনি জানান, রাহুলের সঙ্গে তাঁর কোনও কথা কথা হয়নি ৷ তবে, তাঁর জায়গায় রাহুল দ্রাবিড় থাকলে তিনিও এমনটাই করতেন বলে বিশ্বাস শাস্ত্রীর ৷ উল্লেখ্য, 2021 সালে 5 ম্যাচের ওই সিরিজে বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ৷ পঞ্চম তথা শেষ টেস্টের আগে ভারতীয় দলে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়তেই ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকার করেন ৷ এই পরিস্থিতিতে 2-1 এগিয়ে থেকে সিরিজ অমীমাংসিত অবস্থায় রেখে দেশে ফিরেছিলেন বিরাটরা ৷

আরও পড়ুন: জন্মদিনে ইডেন বেল বাজালেন রাসেল, জলের দরে টিকিট বিকোল বটতলায়

তবে, 2022 সালে জুলাই মাসে শেষ টেস্টটি খেলা হয় ৷ যেটি ভারত পঞ্চমদিনে 7 উইকেটে হারে ৷ ফলে সিরিজ 2-2 ড্র হয় ৷ যে টেস্টে অধিনায়কত্ব করেছিলেন জসপ্রীত বুমরা ৷ বিরাট ততদিনে সবরকম ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন ৷ আর রোহিত চোটের কারণে সেই টেস্টে খেলতে পারেননি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.