ETV Bharat / sports

ICC World Cup 2023: শামি-বুমরার সঙ্গে টেকনিক্যাল নয়, কৌশলগত আলোচনাই হয়; দাবি বোলিং কোচের - India bowling coach

মহম্মদ শামি-জাসপ্রীত বুমরার সঙ্গে বোলিং নিয়ে টেকনিক্যাল আলোচনা বৃথা ৷ তাঁদের সঙ্গে শুধুমাত্র কৌশল নিয়েই আলোচনা করা হয় ৷ বাকি কৃতিত্ব এই দুই অভিজ্ঞ বোলারের ৷ এমনই দাবি করলেন ভারতের বোলিং কোচ পরশ মামরে ৷

ICC World Cup 2023
ভারতের বোলিং কোচ পরশ মামব্রে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 30, 2023, 9:24 PM IST

লখনউ, 30 অক্টোবর: বছরের শুরুতে 'পাঠান' ছবির হাত ধরে শাহরুখ খানের কামব্যাক নতুন করে উজ্জীবিত করেছিল সিনেপ্রেমীদের ৷ রবিবাসরীয় সন্ধ্যায় লখনউয়ে দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করেন আরেক 'পাঠান' মহম্মদ শামি ৷ বল হাতে জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের নাস্তানাবুদ করে যেন তিনি বললেন, "মহম্মদ শামি, নাম তো শুনাহি হোগা ৷" এই ম্যাচে ভারতীয় পেস ডিপার্টমেন্টের আরেক নায়ক অবশ্যই জাসপ্রীত বুমরা ৷ ডেভিড মালান, জো রুট, আদিল রশিদদের ঘরে ফিরিয়ে তিনিও অনুরাগীদের বার্তা দিলেন, 'মুসকুরাইয়ে, আপ লখনউমে হ্যায় ৷' এবার ইংল্যান্ড ম্যাচের এই দুই নায়ককে নিয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে ৷

রবিবার শামি-বুমরা হয়ে উঠেছিলেন 'শোলে'র জয়-বীরু জুটির মতোই অপ্রতিরোধ্য ৷ এদিন তাঁরা দু'জন মিলেই তুলে নেন 7টি গুরুত্বপূর্ণ উইকেট ৷ প্রথম চার ম্যাচে বেঞ্চে অপেক্ষা করার পর শামি দুই ম্যাচেই মারাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ তাঁকে বিশ্রাম দেওয়ার কথা এখন ভাবাই অসম্ভব ৷ এই সমস্ত কিছু নিয়ে বলতে গিয়ে পরশ বলেন, "শামিদের যা দক্ষতা রয়েছে তাতে ওদের সঙ্গে এইসব নিয়ে আলোচনাই বৃথা ৷ ওরা যথেষ্ট ক্রিকেট খেলেছে ৷ দল কী চায়, তা ওরা ভালোই জানে ৷"

ইংল্যান্ডের বিরুদ্ধে দলের বোলিং নিয়ে ঠিক কি পরিকল্পনা ছিল ? এই নিয়ে তিনি বলেন, "আমরা এই নিয়ে প্রচুর আলোচনা এবং পরিকল্পনা করেছিলাম বলতে পারলে আমিও খুশি হতাম ৷ কিন্তু আসলে আমাদের বোলারদের বোলিংয়ের মান ভীষণ উন্নত ৷ একইসঙ্গে তারা অভিজ্ঞও বটে ৷ তাই আমার কাজটা অনেক সহজ হয়ে যায় ৷"

রবিবার বোলাররাই ম্যাচ ছিনিয়ে নিয়েছে জস বাটলারদের হাত থেকে ৷ তা নিয়ে বলতে গিয়ে কোচের দাবি, "পুরোটাই আসলে ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার ওপর নির্ভর করে ৷ আমি ওদের সঙ্গে টেকনিক্যাল বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করি না ৷ আমাদের আলোচনা হয় কৌশলগত বিষয় নিয়ে ৷ যদিও ব্যবহারিক প্রয়োগটাই হল আসল ৷ তার জন্য পুরো কৃতিত্বটাই ওদের প্রাপ্য ৷"

আরও পড়ুন: 'তোমায় খুব মিস করছি' প্রয়াত বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন অঙ্গদ বেদী

ওপেনিং স্পেলেই ইংরেজদের কোনঠাসা করে দিয়েছিলেন শামি-বুমরা ৷ মাত্র 39 রান তুলতে 4 উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল ব্রিটিশবাহিনী ৷ ভারতীয় বোলিং কোচ বলেন, "শামি-বুমরার ওপেনিং স্পেলটা এই খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷ বিশেষত আমাদের একটা ছোট স্কোর সামাল দিতে হত ৷" তাঁর মতে, স্বস্তিদায়ক স্কোর কিন্তু ভারত এদিন তুলতে পারেনি ৷ সেক্ষেত্রে প্রায় 30-40 রান কম করেছিলেন রোহিত শর্মার ছেলেরা ৷ তবে পরশ মেনে নিয়েছেন ব্যাট করার জন্য লখনউয়ের পিচ মোটেই সুবিধার ছিল না ৷ কিন্তু বোলাররা এদিন ঢেকে দিয়েছেন ব্যাটিংয়ের খামতি ৷

লখনউ, 30 অক্টোবর: বছরের শুরুতে 'পাঠান' ছবির হাত ধরে শাহরুখ খানের কামব্যাক নতুন করে উজ্জীবিত করেছিল সিনেপ্রেমীদের ৷ রবিবাসরীয় সন্ধ্যায় লখনউয়ে দ্বিতীয়বার নিজেকে প্রমাণ করেন আরেক 'পাঠান' মহম্মদ শামি ৷ বল হাতে জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের নাস্তানাবুদ করে যেন তিনি বললেন, "মহম্মদ শামি, নাম তো শুনাহি হোগা ৷" এই ম্যাচে ভারতীয় পেস ডিপার্টমেন্টের আরেক নায়ক অবশ্যই জাসপ্রীত বুমরা ৷ ডেভিড মালান, জো রুট, আদিল রশিদদের ঘরে ফিরিয়ে তিনিও অনুরাগীদের বার্তা দিলেন, 'মুসকুরাইয়ে, আপ লখনউমে হ্যায় ৷' এবার ইংল্যান্ড ম্যাচের এই দুই নায়ককে নিয়ে মুখ খুললেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে ৷

রবিবার শামি-বুমরা হয়ে উঠেছিলেন 'শোলে'র জয়-বীরু জুটির মতোই অপ্রতিরোধ্য ৷ এদিন তাঁরা দু'জন মিলেই তুলে নেন 7টি গুরুত্বপূর্ণ উইকেট ৷ প্রথম চার ম্যাচে বেঞ্চে অপেক্ষা করার পর শামি দুই ম্যাচেই মারাত্মক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৷ তাঁকে বিশ্রাম দেওয়ার কথা এখন ভাবাই অসম্ভব ৷ এই সমস্ত কিছু নিয়ে বলতে গিয়ে পরশ বলেন, "শামিদের যা দক্ষতা রয়েছে তাতে ওদের সঙ্গে এইসব নিয়ে আলোচনাই বৃথা ৷ ওরা যথেষ্ট ক্রিকেট খেলেছে ৷ দল কী চায়, তা ওরা ভালোই জানে ৷"

ইংল্যান্ডের বিরুদ্ধে দলের বোলিং নিয়ে ঠিক কি পরিকল্পনা ছিল ? এই নিয়ে তিনি বলেন, "আমরা এই নিয়ে প্রচুর আলোচনা এবং পরিকল্পনা করেছিলাম বলতে পারলে আমিও খুশি হতাম ৷ কিন্তু আসলে আমাদের বোলারদের বোলিংয়ের মান ভীষণ উন্নত ৷ একইসঙ্গে তারা অভিজ্ঞও বটে ৷ তাই আমার কাজটা অনেক সহজ হয়ে যায় ৷"

রবিবার বোলাররাই ম্যাচ ছিনিয়ে নিয়েছে জস বাটলারদের হাত থেকে ৷ তা নিয়ে বলতে গিয়ে কোচের দাবি, "পুরোটাই আসলে ম্যান ম্যানেজমেন্ট দক্ষতার ওপর নির্ভর করে ৷ আমি ওদের সঙ্গে টেকনিক্যাল বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করি না ৷ আমাদের আলোচনা হয় কৌশলগত বিষয় নিয়ে ৷ যদিও ব্যবহারিক প্রয়োগটাই হল আসল ৷ তার জন্য পুরো কৃতিত্বটাই ওদের প্রাপ্য ৷"

আরও পড়ুন: 'তোমায় খুব মিস করছি' প্রয়াত বাবাকে স্বর্ণপদক উৎসর্গ করলেন অঙ্গদ বেদী

ওপেনিং স্পেলেই ইংরেজদের কোনঠাসা করে দিয়েছিলেন শামি-বুমরা ৷ মাত্র 39 রান তুলতে 4 উইকেট হারিয়ে সমস্যায় পড়ে গিয়েছিল ব্রিটিশবাহিনী ৷ ভারতীয় বোলিং কোচ বলেন, "শামি-বুমরার ওপেনিং স্পেলটা এই খেলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ৷ বিশেষত আমাদের একটা ছোট স্কোর সামাল দিতে হত ৷" তাঁর মতে, স্বস্তিদায়ক স্কোর কিন্তু ভারত এদিন তুলতে পারেনি ৷ সেক্ষেত্রে প্রায় 30-40 রান কম করেছিলেন রোহিত শর্মার ছেলেরা ৷ তবে পরশ মেনে নিয়েছেন ব্যাট করার জন্য লখনউয়ের পিচ মোটেই সুবিধার ছিল না ৷ কিন্তু বোলাররা এদিন ঢেকে দিয়েছেন ব্যাটিংয়ের খামতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.