ETV Bharat / sports

ICC World Cup 2023: 'হায়দরাবাদে খেলে রাওয়ালপিন্ডির মতো লাগছিল', নিজামের শহর ছেড়ে যাওয়ার আগে বললেন রিজওয়ান - নিজামের শহর ছেড়ে যাওয়ার আগে বললেন রিজওয়ান

ICC ODI World Cup 2023: গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ শেষের পর নিজামের শহরকে রাওয়ালপিন্ডি সঙ্গে তুলনা করলেন ম্যাচের সর্বোচ্চ রান স্কোরার মহম্মদ রিজওয়ান ৷ তিনি বলেন, "মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ খেলছি। এখানকার মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, তা খুবই ভালো লেগেছে ৷"

মহম্মদ রিজওয়ান
ICC World Cup 2023
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 2:15 PM IST

Updated : Oct 11, 2023, 2:26 PM IST

হায়দরাবাদ, 11 অক্টোবর: বাবর ব্রিগেড যখন গত 2 অক্টোবর হায়দরাবাদে এসে পৌঁছয় তখন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিপুল অভ্যর্থনা দেওয়া হয় তাদেরকে। এরপর গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ শেষের পর নিজামের শহরকে রাওয়ালপিন্ডির সঙ্গে তুলনা করলেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ান ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, "মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ খেলছি। এখানকার মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, আর শুধু আমি নয়, পুরো পাকিস্তান দল সেই ভালোবাসা পেয়েছে।"

এরপর ব্যাটার আরও বলেন, "অনেকেই শ্রীলঙ্কাকেও সমর্থন করেছিল। আমি খুশি যে হায়দরাবাদের মানুষরা ক্রিকেটকে সমর্থন করেছে। শ্রীলঙ্কা এবং আমরা উভয় দলই সমর্থন পেয়েছি। আশা করছি এখানকার মানুষকে ভালো ক্রিকেট উপহার দিতে পেরেছি।" এরপরই স্টাম্পার যোগ করেন, "আতিথেয়তা, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। আমরা যখন এয়ারপোর্টে এসেছি তখন কেউ ছবি তুলেছে। আমি আগেই বলেছি যে আমার মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডির ভিড়ের সামনে খেলছি। লাহোরে আমাদের মাঠ বড়, অনেক লোকজন সেখানে আসে কিন্তু আজ মনে হচ্ছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ম্যাচ হচ্ছে ৷"

উল্লেখ্য, গত 2 অক্টোবর নিজামের শহরে পা দেওয়ার পর সমর্থকদের উচ্ছ্বাস দেখে যে কারওরই মনে হয়েছে ট্রফি জয়ের পরে করাচি অথবা লাহোর বিমানবন্দরে যেন তারা নেমেছেন। এতটাই আন্তরিকভাবে অভিবাদন দেওয়া হয়েছে তাঁদের। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি সর্বোচ্চ রান করেছেন ৷ একাই অনেকটা রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ৷ উইকেট-রক্ষক-ব্যাটার রিজওয়ান গতকাল 121 বলে 131 রান করে অপরাজিত থেকে যান ৷

সতীর্থ সেঞ্চুরিয়ান আবদুল্লা শফিকের সঙ্গে রিজওয়ানের 176 রানের জুটি নিয়ে তিনি বলেন, "আউট অফ ফর্ম ফখর জামানকে বাদ দেওয়া এবং 23 বছরের তরুণকে (ব্যাটার আবদুল্লা শফিক) দলে আনা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার মনে হয়ে এটা সঠিক সিদ্ধান্ত ৷ ম্যানেজমেন্ট এবং অধিনায়কের এই সিদ্ধান্ততে আমার সহমত রয়েছে ৷"

নেদারল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর পর শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান দলের গন্তব্য এবার আমেদাবাদ। আগামী 14 অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: দিল্লির পাটা উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

হায়দরাবাদ, 11 অক্টোবর: বাবর ব্রিগেড যখন গত 2 অক্টোবর হায়দরাবাদে এসে পৌঁছয় তখন বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই বিপুল অভ্যর্থনা দেওয়া হয় তাদেরকে। এরপর গতকাল শ্রীলঙ্কা-পাকিস্তানের ম্যাচ শেষের পর নিজামের শহরকে রাওয়ালপিন্ডির সঙ্গে তুলনা করলেন ম্যাচের সর্বোচ্চ স্কোরার মহম্মদ রিজওয়ান ৷ পাকিস্তানের স্টাম্পার-ব্যাটার মহম্মদ রিজওয়ান ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে বলেন, "মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডিতে একটা ম্যাচ খেলছি। এখানকার মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছে, আর শুধু আমি নয়, পুরো পাকিস্তান দল সেই ভালোবাসা পেয়েছে।"

এরপর ব্যাটার আরও বলেন, "অনেকেই শ্রীলঙ্কাকেও সমর্থন করেছিল। আমি খুশি যে হায়দরাবাদের মানুষরা ক্রিকেটকে সমর্থন করেছে। শ্রীলঙ্কা এবং আমরা উভয় দলই সমর্থন পেয়েছি। আশা করছি এখানকার মানুষকে ভালো ক্রিকেট উপহার দিতে পেরেছি।" এরপরই স্টাম্পার যোগ করেন, "আতিথেয়তা, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। আমরা যখন এয়ারপোর্টে এসেছি তখন কেউ ছবি তুলেছে। আমি আগেই বলেছি যে আমার মনে হচ্ছিল আমি রাওয়ালপিন্ডির ভিড়ের সামনে খেলছি। লাহোরে আমাদের মাঠ বড়, অনেক লোকজন সেখানে আসে কিন্তু আজ মনে হচ্ছে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের ম্যাচ হচ্ছে ৷"

উল্লেখ্য, গত 2 অক্টোবর নিজামের শহরে পা দেওয়ার পর সমর্থকদের উচ্ছ্বাস দেখে যে কারওরই মনে হয়েছে ট্রফি জয়ের পরে করাচি অথবা লাহোর বিমানবন্দরে যেন তারা নেমেছেন। এতটাই আন্তরিকভাবে অভিবাদন দেওয়া হয়েছে তাঁদের। মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি সর্বোচ্চ রান করেছেন ৷ একাই অনেকটা রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে ৷ উইকেট-রক্ষক-ব্যাটার রিজওয়ান গতকাল 121 বলে 131 রান করে অপরাজিত থেকে যান ৷

সতীর্থ সেঞ্চুরিয়ান আবদুল্লা শফিকের সঙ্গে রিজওয়ানের 176 রানের জুটি নিয়ে তিনি বলেন, "আউট অফ ফর্ম ফখর জামানকে বাদ দেওয়া এবং 23 বছরের তরুণকে (ব্যাটার আবদুল্লা শফিক) দলে আনা সঠিক সিদ্ধান্ত বলে মনে হয়েছে। একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার মনে হয়ে এটা সঠিক সিদ্ধান্ত ৷ ম্যানেজমেন্ট এবং অধিনায়কের এই সিদ্ধান্ততে আমার সহমত রয়েছে ৷"

নেদারল্যান্ডকে প্রথম ম্যাচে হারানোর পর শ্রীলঙ্কাকে হারিয়ে পাকিস্তান দলের গন্তব্য এবার আমেদাবাদ। আগামী 14 অক্টোবর বিশ্বকাপে ভারত পাকিস্তান মেগা ম্যাচ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচই বিশ্বকাপের আর্কষণের কেন্দ্রবিন্দুতে।

আরও পড়ুন: দিল্লির পাটা উইকেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগান অধিনায়কের

Last Updated : Oct 11, 2023, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.