বেঙ্গালুরু, 9 নভেম্বর: চলতি বিশ্বকাপে পঞ্চম জয় পেতে লক্ষ্য ছিল মাত্র 172 রান ৷ 26.4 ওভার বাকি থাকতেই 5 উইকেটে সহজ জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে বাবর আজমদের রাস্তা অনেকখানি কঠিন করে দিল নিউজিল্যান্ড ৷ দিনের শুরুতে কিউয়ি বোলিং দাপটে ভরাডুবি হয় দ্বীপরাষ্ট্রের ব্যাটারদের ৷ ব্যাটিংয়েও একইরকম দাপট ধরে রাখেন ডেভন কনওয়েরা ৷ এই হারের জেরে চ্যাম্পিয়নস ট্রফি খেলার পথও কঠিন হয়ে গেল শ্রীলঙ্কার জন্য ৷
ছোট টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই মারমুখী ব্যাটিংয়ে লঙ্কাবাহিনীর চাপ বাড়িয়ে দেন দুই কিউয়ি ওপেনার ৷ রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে উপহার দেন 86 রানের ওপেনিং পার্টনারশিপ ৷ রাচিন বা ডেভন কেউই বৃহস্পতিবার অর্ধশতরান পূর্ণ করতে পারেননি ৷ 45 রানে দুষ্মন্ত চামিরাকে উইকেট দিয়ে ঘরে ফেরেন কনওয়ে ৷ আর 42 রান করে সাজঘরের রাস্তা ধরেন রাচিন ৷
ক্রিজে টিকে থেকে কিউয়িবাহিনীকে জয় এনে দিতে পারেননি অধিনায়ক কেন উইলিয়ামসনও ৷ ম্যাচ ফিনিশ করে ফিরতে পারেননি ড্যারিল মিচেলও ৷ তবে তাঁর 43 রানের ইনিংসের জেরে আর তেমন কোনও বিপদে পড়তে হয়নি ৷ শেষপর্যন্ত বাউন্ডারি দিয়ে ম্যাচ শেষ করেন গ্লেন ফিলিপস ৷
এই জয়ের ফলে সেমির দৌড়ে অনেকখানি এগিয়ে গেল কিউয়িবাহিনী ৷ আফগানিস্তান এবং পাকিস্তান দুই দলেরই এখনও একটি করে ম্যাচ বাকি রয়েছে ৷ তাই গ্রুপ লিগের শেষ ম্যাচ জয় পেলে দু'টি দলই শেষ করতে পারে 10 পয়েন্টে ৷ কিন্তু পাকিস্তানের নেট রানরেট এখন +0.036 ৷ আর আফগানবাহিনীর নেট রানরেট এখন -0.338 ৷ সেক্ষেত্রে নেট রানরেটে অনেক এগিয়ে রয়েছে উইলিয়ামসনের দল ৷ সেক্ষেত্রে বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারাতে পারলে তবেই বাবররা সেমির টিকিট পেতে পারেন ৷ তবে সেমির দৌড়ে কয়েক মাইল এগিয়ে গেল কিউয়িরা ৷
অন্যদিকে এই হার চ্যাম্পিয়নস ট্রফির পথ আরও কঠিন করে দিল শ্রীলঙ্কার জন্য ৷ এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তারা রয়েছে নবম স্থানে ৷ নেট রানরেট -1.419 ৷ অন্যদিকে অষ্টমস্থানে রয়েছে বাংলাদেশ ৷ তাঁদের নেট রানরেট -1.142 ৷ আগামী ম্যাচে বাংলাদেশের খুব বড় হার না হলে দ্বীপরাষ্ট্রের চ্যাম্পিয়নস ট্রফি খেলার স্বপ্নেরও ভরাডুবি হবে ৷
আরও পড়ুন: