ETV Bharat / sports

'ডাকা হয়নি তাই যাইনি', বিশ্বকাপ ফাইনালে আমন্ত্রণ না পাওয়ার দাবি কপিলের! - Kapil Dev Was Not Invited in World Cup Final

Kapil Dev Was Not Invited in World Cup Final 2023: বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে ৷ দাবি করলেন কপিল দেব ৷

World Cup Final 2023
বিশ্বকাপ ফাইনালের আমন্ত্রণ পানানি দাবি কপিলের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 10:59 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: আমেদাবাদের মাটিতে মিশে গেল 140 কোটি দেশবাসীর স্বপ্ন ৷ শেষবেলায় এসেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হল না ভারতের ৷ ঠিক যেন 2003 সালের জো'বার্গের রিপিট টেলিকাস্ট দেখল গোটা বিশ্ব ৷ সেবার চোখে জল নিয়ে মুখ লুকিয়েছিলেন আহত বেঙ্গল টাইগার সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর আমেদাবাদে বিধ্বস্ত হলেন 'মুম্বই চা রাজা' ৷ তবে এরই মাঝে ফাইনাল নিয়ে তৈরি হল আরও একটি বিতর্ক ৷ 1983 সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব দাবি করেছেন, তাঁকে ফাইনালের জন্য আমন্ত্রনই করা হয়নি ৷

রবিবার এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি আমন্ত্রিত ছিলাম না ৷ ওরা আমায় ডাকেনি তাই আমি যাইনি ৷ আমি চেয়েছিলাম 83-র পুরো দল ওখানে আমার সঙ্গে থাকুক ৷ কিন্ত আমার মনে হয় এটা এমন একটা বড় আয়োজন, এত মানুষ, এত দায়িত্বের বিষয় যে অনেকে অনেক সময় ভুলে যেতেই পারে ৷ "

1983 সালে প্রথমবার একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করে ভারতীয় দল ৷ এটাই ছিল ভারতের প্রথম বিশ্বকাপ জয় ৷ অথচ সেই দলের অধিনায়কই ডাক পেলেন না বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন ৷ শুধু তিনি নন, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রথমে আমন্ত্রন জানানো হয়নি ৷ যদিও এটা বিসিসিআই-এর নিয়মের মধ্যেই পড়ে ৷ এরপর অবশ্য় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর সামনে আসে ৷

বিশ্বকাপের ফাইনালে অবশ্য় নানা মহলের বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন ৷ শাহরুখ খান, আথিয়া শেট্টি, আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, দীপিকা পাডু়কোনের মতো অনেক অভিনেতা-অভিনেত্রীই ৷ এছাড়া দেখা গিয়েছে ব্যাডমিন্টন স্টার প্রকাশ পাড়ুকোনকেও ৷ যদিও গোটা দেশের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ৷ কাছে এসেও ট্রফি ছোঁয়ার সাধ পূর্ণ হল না রোহিতদের ৷

আরও পড়ুন:

  1. অজিদের উইকেট পড়তেই লন্ডনে উচ্ছ্বাসে মাতলেন ভারতীয়রা, দেখুন ভিডিয়ো
  2. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'

আমেদাবাদ, 19 নভেম্বর: আমেদাবাদের মাটিতে মিশে গেল 140 কোটি দেশবাসীর স্বপ্ন ৷ শেষবেলায় এসেও অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফি জয়ের স্বপ্ন পূর্ণ হল না ভারতের ৷ ঠিক যেন 2003 সালের জো'বার্গের রিপিট টেলিকাস্ট দেখল গোটা বিশ্ব ৷ সেবার চোখে জল নিয়ে মুখ লুকিয়েছিলেন আহত বেঙ্গল টাইগার সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ আর আমেদাবাদে বিধ্বস্ত হলেন 'মুম্বই চা রাজা' ৷ তবে এরই মাঝে ফাইনাল নিয়ে তৈরি হল আরও একটি বিতর্ক ৷ 1983 সালের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব দাবি করেছেন, তাঁকে ফাইনালের জন্য আমন্ত্রনই করা হয়নি ৷

রবিবার এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি আমন্ত্রিত ছিলাম না ৷ ওরা আমায় ডাকেনি তাই আমি যাইনি ৷ আমি চেয়েছিলাম 83-র পুরো দল ওখানে আমার সঙ্গে থাকুক ৷ কিন্ত আমার মনে হয় এটা এমন একটা বড় আয়োজন, এত মানুষ, এত দায়িত্বের বিষয় যে অনেকে অনেক সময় ভুলে যেতেই পারে ৷ "

1983 সালে প্রথমবার একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয় করে ভারতীয় দল ৷ এটাই ছিল ভারতের প্রথম বিশ্বকাপ জয় ৷ অথচ সেই দলের অধিনায়কই ডাক পেলেন না বিশ্বকাপের ফাইনাল ম্যাচের দিন ৷ শুধু তিনি নন, প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও প্রথমে আমন্ত্রন জানানো হয়নি ৷ যদিও এটা বিসিসিআই-এর নিয়মের মধ্যেই পড়ে ৷ এরপর অবশ্য় তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে খবর সামনে আসে ৷

বিশ্বকাপের ফাইনালে অবশ্য় নানা মহলের বিভিন্ন তারকারা উপস্থিত ছিলেন ৷ শাহরুখ খান, আথিয়া শেট্টি, আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, দীপিকা পাডু়কোনের মতো অনেক অভিনেতা-অভিনেত্রীই ৷ এছাড়া দেখা গিয়েছে ব্যাডমিন্টন স্টার প্রকাশ পাড়ুকোনকেও ৷ যদিও গোটা দেশের স্বপ্ন অপূর্ণই থেকে গেল ৷ কাছে এসেও ট্রফি ছোঁয়ার সাধ পূর্ণ হল না রোহিতদের ৷

আরও পড়ুন:

  1. অজিদের উইকেট পড়তেই লন্ডনে উচ্ছ্বাসে মাতলেন ভারতীয়রা, দেখুন ভিডিয়ো
  2. সবরমতীর তীরে স্তব্ধতায় শেষ পথ চলা, ফিরে দেখা বিশ্বকাপের 'বিরাটনামা'
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.