কলকাতা, 30 অক্টোবর: অশ্বমেধের ঘোড়া ছুটিয়ে টানা ছয় ম্যাচে জয় ভারতের ৷ বিজয় পতাকা উড়িয়ে এই মুহূর্তে শিখরে রোহিতের দল ৷ ইংল্যান্ডকে রবিবার ধরাশায়ী করে 5 নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামছে রোহিত অ্যান্ড কোম্পানি ৷ আগামী রবিবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে ৷ এবার চলতি বিশ্বকাপে সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ পড়েছে তিলোত্তমায় ৷ তার মধ্যে সবচেয়ে আকর্ষন ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচকে ঘিরে ৷ স্বাভাবিকভাবেই তার আয়োজনে কোনও ত্রুটি রাখতে চাইছে না সিএবি ৷
দর্শকদের শুধু ক্রিকেট ম্যাচ নয়, বরং বাড়তি কিছু উপহার দিতে চাইছে ক্রিকেটের নন্দন কানন ৷ যদিও বিশ্বকাপে ক্রিকেটের ম্যাচ, অনুষ্ঠান থেকে যাবতীয় কিছু আয়োজন আইসিসির অনুমোদন ছাড়া করা যাবে না ৷ তাই সে কথা মাথায় রেখেই সিএবি পরিকল্পনায় আপাতত একটি অনুষ্ঠানের ভাবনা রয়েছে ৷ সেখানে গান পরিবেশন করবেন বলিউড গায়িকা শিল্পা রাও ৷ বাচনা হ্যায় হাসিনো, ধুম থ্রি এবং সাম্প্রতিককালের পাঠান ছবিতে গান গেয়েছেন তিনি । অল্পসময়ের মধ্যে একাধিক হিট গান রয়েছে তাঁর ঝুলিতে ৷ এছাড়াও মাঠে থাকছে আতশবাজি প্রদর্শনীর ব্যবস্থা ৷
কোহলির জন্মদিন বিশেষ পরিকল্পনা সিএবির
5 নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিটের চাহিদা যে আকাশচুম্বী, তা আর বলার অপেক্ষা রাখে না । কারণ একদিকে ভারত মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকার ৷ অন্যদিকে 'রানমেশিন' বিরাট কোহলির 36তম জন্মদিন সেদিন ৷ 'কিং' কোহলির জন্মদিন উপলক্ষে বিশেষ পরিকল্পনা রয়েছে সিএবির । কেক কাটা হবে । মাঠের ধারেই বিরাটকে দিয়ে তাঁর জন্মদিনের কেক কাটানোর কথা ভেবেছিলেন সিএবি কর্তারা । তবে এই ব্যাপারে আইসিসির অনুমতি না মেলায় সেই পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না । তাই মাঠের ধারে কেক কাটানো সম্ভব না হলেও জায়ান্ট স্ক্রিনে বিরাট কোহলির জন্মদিন পালনের ব্যবস্থা থাকবে ।
70 হাজার 'কিং' কোহলির মুখোশ
70 হাজার দর্শককে বিতরণ করা হবে 'কিং' কোহলির মুখোশ । যা বিরাটের জন্মদিন পালন অনুষ্ঠানের অঙ্গ । দূর থেকে দেখে মনে হবে ইডেন জুড়ে শুধুই কোহলি ৷ বিরাটের হাতে তুলে দেওয়া হবে বিশেষ উপহারও । তার জন্য বিশেষ যত্নে রুপোর স্মারক তৈরি করা হচ্ছে । তবে সিএবি 70 হাজার দর্শককে কেক খাওয়ানোর পরিকল্পনা করলেও, তাতে আইসিসির অনুমতি মেলেনি । ফলে সেই পরিকল্পনা থেকেও বিরত থাকতে হচ্ছে ৷ তবে সিএবির পক্ষ থেকে বিশ্বকাপের মরশুমে বিরাটের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে কোনও খামতি রাখা হচ্ছে না ৷ কিন্তু কত পাউন্ডের কেক হচ্ছে বা অন্য পরিকল্পনা সম্পর্কে এখনই খোলসা করে কিছু বলতে চাননি সিএবি কর্তারা ৷
ক্রীড়া সাংবাদিক ক্লাবে হচ্ছে মিডিয়া জোন
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আয়োজনে কোনও ত্রুটি রাখা হচ্ছে না । যেভাবে মাত্র চারমাসে ইডেনের ভোলবদল হয়েছে, তার কৃতিত্ব সিএবির প্রতিটি কর্মীর । সংবাদমাধ্যমের কাজের সুবিধার জন্য কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে মিডিয়া জোনের উদ্বোধন করেছেন সিএবি সভাপতি । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসজিসির শুভানুধ্যায়ী প্রবীর রায়চৌধুরী । অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বিশ্বকাপ কভার করতে আসা সাংবাদিকদের সংবর্ধিত করা হয় ।
আরও পড়ুন: ভারত ছাড়া ইডেনে বাকি ম্যাচে টিকিটের চাহিদা পরিস্থিতির উপর নির্ভর করছে
ইডেনে ম্যাচ দেখতে আসতে পারেন অমিত শাহ
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের সাক্ষী থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ইডেনে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করবেন তিনি ৷ যদি শেষ পর্যন্ত অন্য কোনও ব্যস্ততা না আসে তাহলে 5 নভেম্বর তিনি ইডেনে থাকবেন । এই ব্যাপারে আশ্বস্ত করেছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । সিএবি সূত্রে এই খবরটি স্বীকার করলেও যেহেতু সম্মতির পূর্ন সবুজ সংকেত মেলেনি, তাই এখনও কিছু স্পষ্টভাবে জানানো হয়নি ।