ETV Bharat / sports

ICC World Cup 2023: অজিদের বিরুদ্ধে মরিয়া লড়াই 'শাকিবহীন' বাংলাদেশের, ফ্যানেদের 'হৃদয়' জিতলেন তৌহিদ - Australia vs Bangladesh

অধিনায়ক শাকিব-আল হাসানকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কঠিন লড়াই বাংলাদেশের ৷ তৌহিদ হৃদয়ের দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে 8 উইকেট হারিয়ে 306 রান সংগ্রহ করে বাংলা টাইগাররা ৷

ICC World Cup 2023
ফ্যানেদের হৃদয় জিতলেন তৌহিদ
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 4:00 PM IST

পুনে, 11 নভেম্বর: নিয়মরক্ষার ম্যাচে চলতি বিশ্বকাপে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ৷ শাকিব আল হাসান বিহীন টাইগাররা ক্যাঙারুবাহিনীর সামনে কতখানি এঁটে উঠতে পারবে, তা নিয়ে প্রশ্ন তো ছিলই ৷ পাশাপাশি বিশ্বকাপে যে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ তাতে অতি বড় সমর্থকরাও হতাশ ৷ তবে শাকিবকে ছাড়াই এই প্রথমবার চলতি বিশ্বকাপে 300 রানের গণ্ডি পার করল পড়শি দেশ ৷ তৌহিদ হাসান হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর দিয়ে অজি বাহিনীকে 307 রানের টার্গেট দিয়েছে তারা ৷

শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাস এবং তানজিদ হাসান ৷ মাত্র 11 ওভারেই 76 রানের পার্টনারশিপ তৈরি বড় রানের ভিতটা বেশ ভালোই মজবুত করে দেন দুই ওপেনার ৷ কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন দু'জনেই ৷ ফলে দায়িত্ব বর্তায় শান্তর ওপর ৷ টুর্নামেন্টে ভালো ফর্মে না-থাকলেও গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 92 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার ৷

এদিন তৌহিদকে সঙ্গে নিয়ে সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করেন তিনি ৷ যদিও অর্ধশতরানের একেবারে দোরগোড়ায় এসে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন বাংলাদেশ অধিনায়ক ৷ 45 রানে শেষ হয়ে যায় তাঁর ইনিংস ৷ তবে পুনের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশ ফ্যানেদের হৃদয় জিতে নিলেন তৌহিদ ৷ উপহার দেন 79 বলে 74 রানের ঝকঝকে ইনিংস ৷ পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকউর রহিমের অভিজ্ঞ ব্যাটাররা যখন ক্রিজ ছাড়ছেন একে একে তখন 46.3 ওভার পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন এই ব্যাটার ৷

সাধারণত বিগ হিটার হিসাবে পরিচিত হৃদয় ইনিংস সাজিয়েছেন পাঁচটি চার ও দু'টি ছয় দিয়ে ৷ স্ট্রাইক রেট 93.67 ৷ বোঝাই যায় পরিকল্পনামাফিক একপ্রান্ত ধরে রেখেছেন তৌহিদ ৷ ভালো লড়াই দেন মেহেদি হাসান মিরাজও ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দু'টি করে উইকেট পান শিন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা ৷ একটি উইকেট পান মার্কাস স্টয়নিস ৷

গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য আজ অস্ট্রেলিয়া দলে নেই ৷ তাঁর অনুপস্থিতি সত্ত্বেও যথেষ্ট কঠিন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের 306 রানের মধ্যে বেঁধে রাখা ৷ লিগের শেষ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা টাইগারদের জন্য ৷ এই ম্যাচ জয় তুলে নিতে পারলে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে শাকিবদের ৷

আরও পড়ুন:

  1. ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের
  2. বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ, সান্ত্বনা পুরস্কারেই ক্ষত ঢাকতে চাইছে ইংল্যান্ড

পুনে, 11 নভেম্বর: নিয়মরক্ষার ম্যাচে চলতি বিশ্বকাপে শনিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ৷ শাকিব আল হাসান বিহীন টাইগাররা ক্যাঙারুবাহিনীর সামনে কতখানি এঁটে উঠতে পারবে, তা নিয়ে প্রশ্ন তো ছিলই ৷ পাশাপাশি বিশ্বকাপে যে হতশ্রী পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ তাতে অতি বড় সমর্থকরাও হতাশ ৷ তবে শাকিবকে ছাড়াই এই প্রথমবার চলতি বিশ্বকাপে 300 রানের গণ্ডি পার করল পড়শি দেশ ৷ তৌহিদ হাসান হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর দিয়ে অজি বাহিনীকে 307 রানের টার্গেট দিয়েছে তারা ৷

শুরু থেকেই এদিন আক্রমণাত্মক ব্যাটিং করেন লিটন দাস এবং তানজিদ হাসান ৷ মাত্র 11 ওভারেই 76 রানের পার্টনারশিপ তৈরি বড় রানের ভিতটা বেশ ভালোই মজবুত করে দেন দুই ওপেনার ৷ কিন্তু ইনিংস বড় করতে ব্যর্থ হন দু'জনেই ৷ ফলে দায়িত্ব বর্তায় শান্তর ওপর ৷ টুর্নামেন্টে ভালো ফর্মে না-থাকলেও গত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে 92 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন এই মিডল অর্ডার ব্যাটার ৷

এদিন তৌহিদকে সঙ্গে নিয়ে সেই ফর্ম ধরে রাখার চেষ্টা করেন তিনি ৷ যদিও অর্ধশতরানের একেবারে দোরগোড়ায় এসে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন বাংলাদেশ অধিনায়ক ৷ 45 রানে শেষ হয়ে যায় তাঁর ইনিংস ৷ তবে পুনের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশ ফ্যানেদের হৃদয় জিতে নিলেন তৌহিদ ৷ উপহার দেন 79 বলে 74 রানের ঝকঝকে ইনিংস ৷ পাশাপাশি মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকউর রহিমের অভিজ্ঞ ব্যাটাররা যখন ক্রিজ ছাড়ছেন একে একে তখন 46.3 ওভার পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকেন এই ব্যাটার ৷

সাধারণত বিগ হিটার হিসাবে পরিচিত হৃদয় ইনিংস সাজিয়েছেন পাঁচটি চার ও দু'টি ছয় দিয়ে ৷ স্ট্রাইক রেট 93.67 ৷ বোঝাই যায় পরিকল্পনামাফিক একপ্রান্ত ধরে রেখেছেন তৌহিদ ৷ ভালো লড়াই দেন মেহেদি হাসান মিরাজও ৷ অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দু'টি করে উইকেট পান শিন অ্যাবট এবং অ্যাডাম জাম্পা ৷ একটি উইকেট পান মার্কাস স্টয়নিস ৷

গত ম্যাচের নায়ক গ্লেন ম্যাক্সওয়েল অবশ্য আজ অস্ট্রেলিয়া দলে নেই ৷ তাঁর অনুপস্থিতি সত্ত্বেও যথেষ্ট কঠিন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের 306 রানের মধ্যে বেঁধে রাখা ৷ লিগের শেষ ম্যাচে জয় অস্ট্রেলিয়ার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলা টাইগারদের জন্য ৷ এই ম্যাচ জয় তুলে নিতে পারলে চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত হয়ে যাবে শাকিবদের ৷

আরও পড়ুন:

  1. ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের
  2. বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ, সান্ত্বনা পুরস্কারেই ক্ষত ঢাকতে চাইছে ইংল্যান্ড
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.