ঘুচল না প্রোটিয়াদের 'চোকার্স' বদনাম, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অষ্টমবার বিশ্বকাপ ফাইনালে 'ব্যাগি গ্রিন' - ICC World Cup 2023
Australia beat South Africa: অষ্টমবার ফাইনালে অস্ট্রেলিয়া ৷ চোকার্স তকমা ঘুঁচল না প্রোটিয়াবাহিনীর ৷ টান টান ম্যাচে 3 উইকেটে জয় তুলে নিয়ে শেষ হাসি হাসলেন প্যাট কামিন্সই ৷ 2003 বিশ্বকাপের স্মৃতি উসকে রবিবার আমেদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ৷
Published : Nov 16, 2023, 10:18 PM IST
|Updated : Nov 17, 2023, 9:49 AM IST
কলকাতা, 16 নভেম্বর: অষ্টমবার ফাইনালে কাঙারুবাহিনী ৷ 1975 সালে প্রথমবার ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া ৷ অধিনায়ক ইয়ান চ্যাপেলের দল ম্যাচ হেরে যায় শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের সামনে ৷ এরপর 1987 সালে চ্যাম্পিয়ন তকমা প্রথমবার ঘরে তোলেন অ্যালান বর্ডার ৷ 1996 সালেও তারা ফাইনালে পৌঁছছিল বটে ৷ তবে অর্জুনা রনতুঙ্গার দল সেদিন মাত দিয়েছিল অজিব্রিগেডকে ৷ তারপর থেকে আর ফাইনালে অজেয় 'ব্যাগি গ্রিন' ৷ 1999, 2003, 2007, 2015 অধিনায়ক বদলেছে, ফলাফল নয় ৷ এবার অধিনায়ক প্যাট কামিন্সের হাত ধরে ফের ফাইনালে অস্ট্রেলিয়া ৷ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 3 উইকেটে হারাল তারা ৷
টুর্নামেন্টের শুরুটা মনের মতো হয়নি ৷ তবে ট্র্যাভিড হেড, ডেভিড ওয়ার্নাররা বুঝিয়ে দিলেন লম্বা টুর্নামেন্টে কীভাবে ফিরে আসতে হয় ৷ যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে লিগ টেবিলে চাপে পড়ে গিয়েছিল ক্যাঙারুবাহিনী, তাদের হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া ৷ বল হাতেই বৃহস্পতিবার প্রোটিয়াদের চেপে ধরেছিলেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ৷ বড় ম্যাচে দুই বোলার মিলেই শিকার করেন 6টি উইকেট ৷ ফলে মাত্র 212 রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস ৷
চোর্কাস তকমাটা এদিনও ঘোচাতে পারল না প্রোটিয়ারা ৷ অজি ইনিংসের মারমুখী শুরু করেন ট্রাভিস হেড ৷ কঠিন পিচেও মাত্র 48 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি ৷ ভালো সঙ্গ দেন ডেভিড ওয়ার্নারও ৷ তাঁদের 60 রানের পার্টনারশিপের দৌলতেই ম্যাচে কিছুটা সুবিধা পেয়ে যায় অজি ব্যাটাররা ৷ চেষ্টার কোনও কসুর করেননি প্রোটিয়ারা ৷ চাপ তৈরি করেন দুই স্পিনার তাবরেজ শামসি এবং কেশব মহারাজ ৷ এইডেন মার্করামও বল হাতে যথেষ্ট প্রভাব ফেলেছেন ৷
বিশেষত, স্টিভ স্মিথ 30 এবং জস ইংলিশ 28 রানে আউট হওয়ার আবার ম্যাচে ফেরে দক্ষিণ আফ্রিকা ৷ দু'টি উইকেটই তুলে নেন জিরাল্ড কোর্টজে ৷ তবে টানটান ম্যাচেও শেষ হাসি হাসেন কামিন্সই ৷ স্টার্কের সঙ্গে জুটি বেঁধে ফের একবার কঠিন পরিস্থিতিতে দলকে জয় এনে দেন তিনি ৷ ভারতের বিপক্ষে রবিবার এখন ক্লাইম্যাক্স কীভাবে লিখবে অজিব্রিগেড সেটাই এখন দেখার ৷ তবে অতীত বলছে 1999 সাল থেকে 2015 সাল পর্যন্ত ফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়া কখনও হারেনি ৷ শেষবার 1996 সালে তাদের হারিয়ে ট্রফি হাতে তুলেছিলেন রণতুঙ্গা ৷ এবার পড়শি দেশের এই সেই রেকর্ড কি গড়তে পারবে ভারত? 20 বছর আগে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল যে স্বপ্ন পূরণ করতে পারেনি, তা কি পারবে রোহিত শর্মার দল? উত্তর মিলবে রবিবার ৷
আরও পড়ুন: