মুম্বই, 7 নভেম্বর: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে নামার আগে সোমবার ওয়াংখেড়েতে তাঁদের পেপটক দিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর ৷ সেই পেপটককে কাজে লাগিয়ে অসাধ্য সাধনে অনেকদূর পৌঁছে গিয়েছিল আফগানরা ৷ কিন্তু ঢাল হয়ে দাঁড়ালেন গ্লেন ম্যাক্সওয়েল নামক 'ব্যাটিং দানব' ৷ 292 রান তাড়া করতে নেমে 91 রানে 7 উইকেট খুইয়েও গ্লেনের ব্যাটে 'আফগান-বধ' করল অজিরা ৷ পায়ে চোট নিয়েও পিঞ্চ হিটারের অপরাজিত 201 রানের ইনিংস সেমির আরও কাছে পৌঁছে দিল পাঁচবারের চ্যাম্পিয়নদের ৷ 21টি চার, 10টি ছয় হাঁকিয়ে তৃতীয় ব্যাটার হিসেবে ক্রিকেটের বিশ্বযুদ্ধে দ্বিশতরান হাঁকালেন গ্লেন ৷ যা বহুকাল রয়ে যাবে ক্রিকেটপ্রেমীদের মননে ৷
-
Glenn Maxwell overcame adversities to smash a record double ton in an epic Australia win ⚡
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
He's the @aramco #POTM 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/EcfMPqqqAr
">Glenn Maxwell overcame adversities to smash a record double ton in an epic Australia win ⚡
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023
He's the @aramco #POTM 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/EcfMPqqqArGlenn Maxwell overcame adversities to smash a record double ton in an epic Australia win ⚡
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 7, 2023
He's the @aramco #POTM 🏏#CWC23 | #AUSvAFG pic.twitter.com/EcfMPqqqAr
তবে ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডবটুকু বাদ দিলে আফগানিস্তানের লড়াইকে এদিন খাটো করা যাবে না মোটেই ৷ একটা সময় চলতি বিশ্বকাপে আরও এক অঘটনের প্রহর গুনতে শুরু করেছিল ক্রিকেট জনতা ৷ কিন্তু সব হিসেব বদলে দিলেন 'ম্যাক্সি' ৷ আফগান বোলারদের তাঁর 'নৃশংস প্রহার' ফিকে করে দিল ইব্রাহিম জাদরানের অপরাজিত 129 রানের ইনিংস ৷ প্রথম আফগান ব্যাটার হিসেবে বিশ্বকাপে তাঁর শতরানে ভর করেই স্কোরবোর্ডে 291 রান (5 উইকেট) তোলে কাবুলিওয়ালার দেশ ৷ শেষদিকে 18 বলে ঝোড়ো 35 করেন রশিদ খান ৷
আরও পড়ুন: সচিনই অনুপ্রেরণা, জানালেন বিশ্বকাপে আফগানদের প্রথম সেঞ্চুরিয়ন
কিন্তু প্রত্যুত্তর এভাবে আসবে ঘুণাক্ষরেও টের পায়নি জোনাথন ট্রটে ছেলেরা ৷ নবীন-রশিদদের দাপুটে বোলিংয়ে একশো রানের মধ্যে বিপক্ষের 7টি উইকেট তুলে নিয়ে একসময় তো প্রায় উৎসব শুরু হয়ে গিয়েছিল আফগান শিবিরে ৷ কিন্তু সচিনের পাড়া অর্থাৎ, ওয়াংখেড়েতে আজ দিনটা লেখা ছিল ম্যাক্সওয়েলের নামে ৷ মার্টিন গাপতিল এবং ক্রিস গেইলের পর বিশ্বকাপে তৃতীয় দ্বিশতরান এল তাঁর ব্যাটে ৷ একটা সময় পেশির টানে দৌড়তে পারছিলেন না তিনি ৷ কিন্তু দেশের জার্সির প্রতি দায়বদ্ধতার চরম নিদর্শন রেখে প্রথম অজি ব্যাটার হিসেবে ইতিহাস তৈরি করলেন তিনি ৷
অন্যদিকে 68 বল খেলে 12 রান করে সঙ্গত দিলেন অধিনায়ক কামিন্স ৷ সবমিলিয়ে 19 বল বাকি থাকতে তিন উইকেটে জিতে তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল 'মেন ইন ইয়েলো' ৷