আমেদাবাদ, 18 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় এখন ফুটছে গোটা দেশ ৷ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রং-এর উৎসব তো বটেই আয়োজন করা হয়েছে গান এবং আতশবাজিরও ৷ ভারতীয় বায়ুসেনাও তাদের কেরামতি দেখাবে আকাশে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো গ্যালারিতে থাকবেনই থাকবেন অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীও ৷
ভারত-অস্ট্রেলিার মহারণের এই অধ্যায়কে আরও রাজকীয় করে তুলতে একের পর এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বিসিসিআই-এর তরফে ৷ মাঠে বল গড়ানোর আগেই এই অনুষ্ঠানকে ঐতিহাসিক করে তুলতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ মোট চারটি পর্বে ভাগ করা হয়েছে সমাপ্তি অনুষ্ঠানকে ৷ খেলা শুরুর ঠিক 10 মিনিট আগে ভারতীয় বায়ুসেনার তরফে সূর্য কিরণ অ্যারোবেটিক টিম একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ৷ ন'টি বিমান একসঙ্গে এই অনুষ্ঠানে অংশ নেবে ৷
-
#WATCH | Gujarat: Indian Air Force (IAF)'s Suryakiran aerobatic team conducts rehearsal at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCCricketWorldCup pic.twitter.com/lpUKI9wtV7
— ANI (@ANI) November 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Gujarat: Indian Air Force (IAF)'s Suryakiran aerobatic team conducts rehearsal at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCCricketWorldCup pic.twitter.com/lpUKI9wtV7
— ANI (@ANI) November 18, 2023#WATCH | Gujarat: Indian Air Force (IAF)'s Suryakiran aerobatic team conducts rehearsal at the Narendra Modi Stadium in Ahmedabad ahead of the 2023 World Cup Final, which will take place tomorrow, November 19.#ICCCricketWorldCup pic.twitter.com/lpUKI9wtV7
— ANI (@ANI) November 18, 2023
প্রথম ইনিংসের ড্রিঙ্কস ব্রেকে থাকবে গুজরাতি গায়ক আদিত্য গারভির একটি স্পেশাল পারফরম্যান্স ৷ সঙ্গে 15 মিনিট গানে মাতাবেন প্রীতম জোনিতা গান্ধী, নাকাশ আজিজ, অমিত মিশ্র, আকাশ সিং এবং তুষার জোশী ৷ 'দেবা', 'কেশরিয়া', 'ধুম মাচালে'-র মতো একাধিক গান এদিন শ্রোতারা শুনতে পাবেন এই অনুষ্ঠানে ৷
বিশ্বকাপ ফাইনালে আরও একটি চমক থাকছে দর্শকের জন্য় ৷ এমএস ধোনি এবং কপিল দেব অর্থাৎ ভারতের দুই বিশ্বকাপ জয়ী অধিনায়ককে রবিবার সম্মানিত করবে বিসিসিআই ৷ থাকবেন অন্যান্য বিশ্বকাপ জয়ী অধিনায়করাও ৷ প্রত্যেক অধিনায়ক যখন মঞ্চে আসবেন 20 সেকেন্ডের একটি রিলসে দেখানো হবে তাঁদের বিশ্বকাপ জয়ের মুহূর্তগুলি ৷
1 লক্ষ 32 হাজার দর্শকের মাঝে এ যে এক অনবদ্য অভিজ্ঞতা হতে চলেছে তা বলাই বাহুল্য ৷ দ্বিতীয় ইনিংসের ড্রিংকস ব্রেকের সময়ও থাকবে লেজার লাইট শো ৷ বিশ্বকাপ জয়ী দলকে ট্রফি হাতে তুলে দেওয়ার আগেও থাকছে জাঁকজমক অনুষ্ঠান ৷ জানা গিয়েছে, 1200 ড্রোনের ব্যবস্থাও করা হয়েছে ৷ এছাড়াও থাকছে নানান ব্যবস্থা ৷
আরও পড়ুন:
নিরাপত্তা ব্যবস্থা থেকে জয়ী দলের পুরস্কার মূল্য, জেনে নিন বিশ্বকাপ ফাইনালের খুঁটিনাটি