ETV Bharat / sports

Women's T20 World Cup Final: টি-20 বিশ্বকাপ জয়ের দ্বিতীয় হ্যাটট্রিকের লক্ষ্যে অজিরা, প্রতিপক্ষ নবাগত প্রোটিয়াস - মহিলা টি 20 বিশ্বকাপ ফাইনাল

মহিলা টি-20 বিশ্বকাপ ফাইনালে (Women's T20 World Cup Final) আজ অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ৷ অজি ব্রিগেডের কাছে 5 বার এই কাপ জয় তথা ফাইনালের অভিজ্ঞতা রয়েছে ৷ আর প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা প্রথমবার এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে ৷

Women's T20 World Cup Final ETV BHARAT
Women's T20 World Cup Final
author img

By

Published : Feb 26, 2023, 12:52 PM IST

কেপটাউন, 26 ফেব্রুয়ারি: প্রথমবার দক্ষিণ আফ্রিকা কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলবে ৷ আজ কেপটাউনে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবেন সুন লুস-সাবনিম ইসমাইলরা (Australia vs South Africa Match Preview) ৷ তবে, প্রতিপক্ষ হিসেবে অজিরা সবচেয়ে কঠিন দল ৷ কারণ ইতিমধ্যে, অস্ট্রেলিয়া 5 বার এই ট্রফি জিতেছে ৷ সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে ক্লোজ ম্যাচ জিতে ফাইনালে ওঠা মেগ ল্যাননিংরা আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন ৷

আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল হল অস্ট্রেলিয়া ৷ 2009 সালে প্রথমবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ৷ তারপর মাঝের 3 বছর এই ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছেন অজি মহিলার দল ৷ মাঝে ওয়েস্ট ইন্ডিজ 2016 সালে একবার টি-20 বিশ্বকাপ জিতেছিল ৷ পরবর্তী দু’বার ফের অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ জেতে ৷ এবার ফের তাদের সামনে ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগ ৷ অজি মহিলা দলের পক্ষে ভালো খবর, তাঁদের দলে কোনও চোট আঘাত নেই । তাছাড়া দলের সব ক্রিকেটারই ফর্মে রয়েছেন ৷

বিশেষত, টপ-অর্ডারের প্রথম চার ব্যাটারই রান পেয়েছেন সেমি-ফাইনালে ৷ অ্যালিসা হেলি, ব্রেথ মুনি, মেগ ল্যাননিং, অ্যাশলে গার্ডনার দুরন্ত ফর্মে রয়েছেন ৷ বল হাতেও সমানভাবে সফল অ্যাশলে গার্ডনার ৷ পাশাপাশি মেগান স্কট, ডার্সি ব্রাউনের মিডিয়াম পেস বোলিং জুটিও ছন্দে রয়েছে ৷ সেমিফাইনালে ভারতের 5 রানে হারের অন্যতম কারণ এই জুটির বোলিং ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

তবে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার মহিলা দলও ৷ সুন লুসের দলের টপ-অর্ডারও ফর্মে রয়েছে ৷ সেমিফাইনালে দুই ওপেনার উলভার্ডট (44 বলে 53 রান) এবং তাজমিন ব্রিটস (55 বলে 68 রান) হাফ-সেঞ্চুরি করেন ৷ মারিজেন কেপ 13 বলে 27 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ৷ তবে, দক্ষিণ আফ্রিকার বোলিং চিন্তার কারণ হতে পারে তাদের ক্যাপ্টেনের পক্ষে ৷ অভিজ্ঞ মিডিয়াম পেস বোলার সাবনিম ইসমাইল এবং আয়াবংগা খাকা বাদে দলের বাকি বোলাররা সেভাবে ছন্দে নেই ৷ তবে, সেমিফাইনালে মিডিয়াম পেস বোলার নাডেই ডি ক্লার্ক ভালো বোলিং করেছিলেন ৷

কেপটাউন, 26 ফেব্রুয়ারি: প্রথমবার দক্ষিণ আফ্রিকা কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলবে ৷ আজ কেপটাউনে অস্ট্রেলিয়ার মহিলা দলের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে নামবেন সুন লুস-সাবনিম ইসমাইলরা (Australia vs South Africa Match Preview) ৷ তবে, প্রতিপক্ষ হিসেবে অজিরা সবচেয়ে কঠিন দল ৷ কারণ ইতিমধ্যে, অস্ট্রেলিয়া 5 বার এই ট্রফি জিতেছে ৷ সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে ক্লোজ ম্যাচ জিতে ফাইনালে ওঠা মেগ ল্যাননিংরা আত্মবিশ্বাসে ভরপুর রয়েছেন ৷

আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল হল অস্ট্রেলিয়া ৷ 2009 সালে প্রথমবার ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল ৷ তারপর মাঝের 3 বছর এই ট্রফি জয়ের হ্যাটট্রিক করেছেন অজি মহিলার দল ৷ মাঝে ওয়েস্ট ইন্ডিজ 2016 সালে একবার টি-20 বিশ্বকাপ জিতেছিল ৷ পরবর্তী দু’বার ফের অস্ট্রেলিয়া টি-20 বিশ্বকাপ জেতে ৷ এবার ফের তাদের সামনে ট্রফি জয়ের হ্যাটট্রিকের সুযোগ ৷ অজি মহিলা দলের পক্ষে ভালো খবর, তাঁদের দলে কোনও চোট আঘাত নেই । তাছাড়া দলের সব ক্রিকেটারই ফর্মে রয়েছেন ৷

বিশেষত, টপ-অর্ডারের প্রথম চার ব্যাটারই রান পেয়েছেন সেমি-ফাইনালে ৷ অ্যালিসা হেলি, ব্রেথ মুনি, মেগ ল্যাননিং, অ্যাশলে গার্ডনার দুরন্ত ফর্মে রয়েছেন ৷ বল হাতেও সমানভাবে সফল অ্যাশলে গার্ডনার ৷ পাশাপাশি মেগান স্কট, ডার্সি ব্রাউনের মিডিয়াম পেস বোলিং জুটিও ছন্দে রয়েছে ৷ সেমিফাইনালে ভারতের 5 রানে হারের অন্যতম কারণ এই জুটির বোলিং ৷

আরও পড়ুন: আইসিসি টুর্নামেন্ট না-জেতায় ব্যর্থ অধিনায়ক বলা হয়েছিল, বিস্ফোরক বিরাট

তবে, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে সেমিফাইনালে হারিয়ে আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার মহিলা দলও ৷ সুন লুসের দলের টপ-অর্ডারও ফর্মে রয়েছে ৷ সেমিফাইনালে দুই ওপেনার উলভার্ডট (44 বলে 53 রান) এবং তাজমিন ব্রিটস (55 বলে 68 রান) হাফ-সেঞ্চুরি করেন ৷ মারিজেন কেপ 13 বলে 27 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন ৷ তবে, দক্ষিণ আফ্রিকার বোলিং চিন্তার কারণ হতে পারে তাদের ক্যাপ্টেনের পক্ষে ৷ অভিজ্ঞ মিডিয়াম পেস বোলার সাবনিম ইসমাইল এবং আয়াবংগা খাকা বাদে দলের বাকি বোলাররা সেভাবে ছন্দে নেই ৷ তবে, সেমিফাইনালে মিডিয়াম পেস বোলার নাডেই ডি ক্লার্ক ভালো বোলিং করেছিলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.