ETV Bharat / sports

T20 World Cup: টি20 বিশ্বকাপে বিগত 6টি পর্বের অজানা সব রেকর্ড

টি20 বিশ্বকাপের আবহে টুর্নামেন্টের বিগত পর্বগুলির বেশ কিছু মজার তথ্য নিয়ে ইটিভি ভারতের বিশেষ প্রতিবেদন (T20 World Cup Facts and Trivia) ৷

author img

By

Published : Oct 17, 2022, 6:39 PM IST

icc-t20-world-cup-facts-and-trivia
icc-t20-world-cup-facts-and-trivia

হায়দরাবাদ, 17 অক্টোবর: অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপের আসর বসে গিয়েছে ইতিমধ্যেই ৷ এই মুহূর্তে কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ চলছে ৷ এটি আইসিসি (ICC) টি20 বিশ্বকাপের সপ্তম পর্ব ৷ গত 6টি বিশ্বকাপে একাধিক রেকর্ড তৈরি হয়েছে এবং কিছু রেকর্ড ভেঙে নয়া রেকর্ডও তৈরি হয়েছে ৷ সেই পর্বগুলির বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক (T20 World Cup Facts and Trivia) ৷

  • উইকেট-কিপার হিসাবে টি20 বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ, স্টাম্পিং ও রান আউটের রেকর্ড রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নামে ৷ তিনি উইকেটের পিছনে সর্বাধিক 32টি শিকার করেছেন ৷
  • টি20 বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির মধ্যে সর্বাধিক 2 বার এই টুর্নামেন্ট জেতা দেশ ওয়েস্ট ইন্ডিজ ৷ তারা 2012 এবং 2016 বিশ্বকাপ জিতেছে ৷ উল্লেখযোগ্য এ বছর মূলপর্বে সুযোগ পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফায়ার খেলতে হচ্ছে ৷
  • টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স ৷
  • ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার যিনি টি20 বিশ্বকাপে সর্বাধিক 2টি শতরান করেছেন ৷ 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং 2016 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে
  • রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ৷ মোট 23টি উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার ৷ চলতি বিশ্বকাপের মূল দলেও রয়েছেন অশ্বিন ৷
  • এখনও পর্যন্ত কোনও আয়োজক দেশ টি20 বিশ্বকাপ জিততে পারেননি ৷ এমনকী কোনও বিশ্বকাপ জয়ী দল এই ট্রফি পুনর্দখল করতে পারেনি ৷
  • শ্রীলঙ্কা টি20 বিশ্বকাপে দলগতভাবে সর্বাধিক রান করার রেকর্ড করেছে ৷ 2007 টি20 বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে 260 রান করেছিল দ্বীপ রাষ্ট্র ৷
  • 2007 টি20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে 5 উইকেটে হেরেছিল ৷
  • 2016 টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল এক ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডের অধিকারী ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করা ইনিংসে 11টি ছয় মেরেছিলেন তিনি ৷ টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তাঁর দখলে ৷ 2007-2016 পর্যন্ত 5টি টি20 বিশ্বকাপে মোট 63টি ছয় মেরেছেন গেইল ৷
  • টি20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৷ টি20 বিশ্বকাপে মোট 1016 রান করেছেন প্রাক্তন এই ক্রিকেটার

আরও পড়ুন: শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের

  • 2007 সালে ব্রেট লি টি20 বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করেছেন ৷ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ৷
  • টি20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকারি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷ তাঁর উইকেটের সংখ্যা 41 ৷
  • টি20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের ৷ 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 39 রানে অলআউট হয় এই অ্যাসোসিয়েট দেশ ৷
  • 2007 মাত্র একবারই ‘বোল আউট’ পদ্ধতিতে টাই ম্যাচের ফয়সলা হয়েছিল ৷ আর সেটি হয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচে ৷ এর পর 2009 টি20 বিশ্বকাপে টাই ম্যাচের ফলাফল নির্ধারণ করতে ‘বোল আউট’কে সরিয়ে ‘ওয়ান-ওভার এলিমিনেটর’ এনেছিল আইসিসি ৷ যাকে বর্তমানে ‘সুপার ওভার’ বলা হয় ৷

হায়দরাবাদ, 17 অক্টোবর: অস্ট্রেলিয়ায় টি20 বিশ্বকাপের আসর বসে গিয়েছে ইতিমধ্যেই ৷ এই মুহূর্তে কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ চলছে ৷ এটি আইসিসি (ICC) টি20 বিশ্বকাপের সপ্তম পর্ব ৷ গত 6টি বিশ্বকাপে একাধিক রেকর্ড তৈরি হয়েছে এবং কিছু রেকর্ড ভেঙে নয়া রেকর্ডও তৈরি হয়েছে ৷ সেই পর্বগুলির বেশ কিছু তাৎপর্যপূর্ণ পরিসংখ্যান দেখে নেওয়া যাক (T20 World Cup Facts and Trivia) ৷

  • উইকেট-কিপার হিসাবে টি20 বিশ্বকাপে সর্বাধিক ক্যাচ, স্টাম্পিং ও রান আউটের রেকর্ড রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নামে ৷ তিনি উইকেটের পিছনে সর্বাধিক 32টি শিকার করেছেন ৷
  • টি20 বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলির মধ্যে সর্বাধিক 2 বার এই টুর্নামেন্ট জেতা দেশ ওয়েস্ট ইন্ডিজ ৷ তারা 2012 এবং 2016 বিশ্বকাপ জিতেছে ৷ উল্লেখযোগ্য এ বছর মূলপর্বে সুযোগ পাওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজকে কোয়ালিফায়ার খেলতে হচ্ছে ৷
  • টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি’ভিলিয়ার্স ৷
  • ক্রিস গেইল একমাত্র ক্রিকেটার যিনি টি20 বিশ্বকাপে সর্বাধিক 2টি শতরান করেছেন ৷ 2007 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবং 2016 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে
  • রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ৷ মোট 23টি উইকেট নিয়েছেন ভারতীয় অফস্পিনার ৷ চলতি বিশ্বকাপের মূল দলেও রয়েছেন অশ্বিন ৷
  • এখনও পর্যন্ত কোনও আয়োজক দেশ টি20 বিশ্বকাপ জিততে পারেননি ৷ এমনকী কোনও বিশ্বকাপ জয়ী দল এই ট্রফি পুনর্দখল করতে পারেনি ৷
  • শ্রীলঙ্কা টি20 বিশ্বকাপে দলগতভাবে সর্বাধিক রান করার রেকর্ড করেছে ৷ 2007 টি20 বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে 260 রান করেছিল দ্বীপ রাষ্ট্র ৷
  • 2007 টি20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিম্বাবোয়ের বিরুদ্ধে 5 উইকেটে হেরেছিল ৷
  • 2016 টি20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার ক্রিস গেইল এক ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডের অধিকারী ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করা ইনিংসে 11টি ছয় মেরেছিলেন তিনি ৷ টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও তাঁর দখলে ৷ 2007-2016 পর্যন্ত 5টি টি20 বিশ্বকাপে মোট 63টি ছয় মেরেছেন গেইল ৷
  • টি20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক মাহেলা জয়বর্ধনে ৷ টি20 বিশ্বকাপে মোট 1016 রান করেছেন প্রাক্তন এই ক্রিকেটার

আরও পড়ুন: শেষ ওভারে শামি-শো, প্রস্তুতি ম্যাচে 6 রানে অজি 'বধ' ভারতের

  • 2007 সালে ব্রেট লি টি20 বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে হ্যাটট্রিক করেছেন ৷ প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ৷
  • টি20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট শিকারি বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান ৷ তাঁর উইকেটের সংখ্যা 41 ৷
  • টি20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের ৷ 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র 39 রানে অলআউট হয় এই অ্যাসোসিয়েট দেশ ৷
  • 2007 মাত্র একবারই ‘বোল আউট’ পদ্ধতিতে টাই ম্যাচের ফয়সলা হয়েছিল ৷ আর সেটি হয়েছিল ভারত বনাম পাকিস্তান ম্যাচে ৷ এর পর 2009 টি20 বিশ্বকাপে টাই ম্যাচের ফলাফল নির্ধারণ করতে ‘বোল আউট’কে সরিয়ে ‘ওয়ান-ওভার এলিমিনেটর’ এনেছিল আইসিসি ৷ যাকে বর্তমানে ‘সুপার ওভার’ বলা হয় ৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.