মুম্বই, 5 জানুয়ারি: আর 4 মাস পরেই আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ । তার আগে শুক্রবার ক্রিকেটের কনিষ্ঠ সংস্করণের মহারণের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল । 1 জুন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা ম্যাচ দিয়ে কুড়ি-বিশ বিশ্বকাপের ঢাকে কাঠি । 9 জুন, রবিবার ভারত-পাক মহারণ । নিউইয়র্কের এইসেনহোয়ার পার্কে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ।
চলতি বছর মার্কিন মুলুক ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসছে ক্রিকেট বিশ্বকাপের আসর । মার্কিন যুক্তরাষ্ট্রের মোট 3টি ভেন্যু এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের 6টি ভেন্যুতে হবে বিশ্বকাপ ।
2024 টি-20 বিশ্বকাপের গ্রুপ:
- গ্রুপ এ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র
- গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
- গ্রুপ সি: নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউগিনি
- গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল
গ্রুপ এ'র দলগুলি গ্রুপ পর্বের ম্যাচগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে হবে । যখন গ্রুপ বি এবং সি ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলি খেলবে । শুধুমাত্র গ্রুপ ডি'তে থাকা দলগুলির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে ম্যাচগুলি দু'জায়গায় ভাগ করে হবে । 9 জুন পাকিস্তান ছাড়াও ভারত 5 জুন আয়ারল্যান্ড, 12 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং 15 জুন কানাডার বিরুদ্ধে খেলবে ।
পাঁচটি গুরুত্বপূর্ণ ম্যাচ:
7 জুন: নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান, গুয়ানা
8 জুন: ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, বার্বাডোজ
9 জুন: ভারত বনাম পাকিস্তান, নিউইয়র্ক
12 জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম নিউজিল্যান্ড, ত্রিনিদাদ ও টোবাগো
17 জুন: ওয়েস্ট ইন্ডিজ বনাম আফগানিস্তান, সেন্ট লুসিয়া
চলতি টি-20 বিশ্বকাপে 20টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে । প্রথমবার বিশ্বকাপে খেলতে নামবে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং উগান্ডা । প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দু'টি দল সুপার 8 রাউন্ডে যাবে । যেখানে দলগুলিকে আরও 2টি গ্রুপে ভাগ করা হবে । একটি গ্রুপে A1, B2, C1 এবং D2 এবং A2, B1, C2 এবং D1 । গ্রুপ পর্ব চলবে 1 থেকে 18 জুন এবং ওয়েস্ট ইন্ডিজে সুপার 8 রাউন্ড চলবে 19 থেকে 24 জুন । প্রতিটি সুপার 8 গ্রুপের শীর্ষ দু'টি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে ।
আরও পড়ুন: