ETV Bharat / sports

ICC Men's T20 WC 2022 : প্রকাশ্যে টি-20 বিশ্বকাপের সূচি, 23 অক্টোবর মেলবোর্নে ভারত-পাক লড়াই - ICC Men's T20 WC 2022 fixtures

আগামী 23 অক্টোবর টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত (ICC Men's T20 WC 2022) ৷

ICC Men's T20 WC 2022
ভারত পাকিস্তানের প্রথম ম্যাচ 23 অক্টোবর
author img

By

Published : Jan 21, 2022, 6:39 AM IST

Updated : Jan 21, 2022, 8:08 AM IST

মেলবোর্ন, 21 জানুয়ারি : প্রকাশিত হল আইসিসি টি-20 বিশ্বকাপের সূচি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কাপ অভিযান শুরু করবে ভারত ৷ 23 অক্টোবর ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুটি দেশ (ICC Men's T20 WC 2022) ৷ গতবছর টি-20 বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ৷ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড সেবারই ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ ফেরক একবার টি-20 বিশ্বকাপে আমনে সামনে দুটি দল ৷ অস্ট্রেলিয়ার সাতটি ভেনুতে টি-20 বিশ্বকাপ চলবে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত ৷

অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি ৷ মোট সাতটি ভেনুতে এই বৈশ্বিক টুর্নামেন্টের মোট 45টি ম্যাচ খেলা হবে ৷ 16 অক্টোবর প্রথম রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে 2014 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ৷ আয়োজক গিলংয়ের কারদানিয়া পার্ক ৷ 17 অক্টোবর দু'বারের টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অভিযান শুরু করছে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৷ দুই কোয়ালিফায়ার মুখোমুখি হবে হোবার্টে ৷

ICC Men's T20 WC 2022
টি-20 বিশ্বকাপের সূচি

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে

সুপার 12-এর খেলা শুরু হবে 22 অক্টোবর ৷ সিডনিতে আয়োজক অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ৷ গ্রুপ-1-এ থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি-র রানার আপ ৷ গ্রুপ 2-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ডের খেলায় গ্রুপ বি বিজয়ী এবং গ্রুপ এ-র রানার আপ ৷ 9 নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে ৷ অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে 10 নভেম্বর ৷ 13 অক্টোবর বিশ্বকাপের ফাইনাল খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৷

ভারতের ম্যাচ

23 অক্টোবর - ভারত বনাম পাকিস্তান (মেলবোর্ন)

27 অক্টোবর - ভারত বনাম গ্রুপ-এ রানার আপ (সিডনি)

30 অক্টোবর - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (পার্থ)

2 নভেম্বর - ভারত বনাম বাংলাদেশ (অ্যাডিলেড)

6 নভেম্বর - ভারত বনাম গ্রুপ বি বিজয়ী দল (মেলবোর্ন)

গ্রুপ 1- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান

গ্রপ 2- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ

মেলবোর্ন, 21 জানুয়ারি : প্রকাশিত হল আইসিসি টি-20 বিশ্বকাপের সূচি ৷ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে কাপ অভিযান শুরু করবে ভারত ৷ 23 অক্টোবর ঐতিহ্যের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুটি দেশ (ICC Men's T20 WC 2022) ৷ গতবছর টি-20 বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ৷ বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত থাকার রেকর্ড সেবারই ভেঙে চুরমার হয়ে গিয়েছে ৷ ফেরক একবার টি-20 বিশ্বকাপে আমনে সামনে দুটি দল ৷ অস্ট্রেলিয়ার সাতটি ভেনুতে টি-20 বিশ্বকাপ চলবে 16 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত ৷

অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি ৷ মোট সাতটি ভেনুতে এই বৈশ্বিক টুর্নামেন্টের মোট 45টি ম্যাচ খেলা হবে ৷ 16 অক্টোবর প্রথম রাউন্ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে 2014 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ৷ আয়োজক গিলংয়ের কারদানিয়া পার্ক ৷ 17 অক্টোবর দু'বারের টি-20 বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজ অভিযান শুরু করছে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৷ দুই কোয়ালিফায়ার মুখোমুখি হবে হোবার্টে ৷

ICC Men's T20 WC 2022
টি-20 বিশ্বকাপের সূচি

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তিনটি ম্যাচ ইডেন গার্ডেন্সে

সুপার 12-এর খেলা শুরু হবে 22 অক্টোবর ৷ সিডনিতে আয়োজক অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ৷ গ্রুপ-1-এ থাকছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং গ্রুপ এ বিজয়ী এবং গ্রুপ বি-র রানার আপ ৷ গ্রুপ 2-তে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং প্রথম রাউন্ডের খেলায় গ্রুপ বি বিজয়ী এবং গ্রুপ এ-র রানার আপ ৷ 9 নভেম্বর প্রথম সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে ৷ অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনাল রয়েছে 10 নভেম্বর ৷ 13 অক্টোবর বিশ্বকাপের ফাইনাল খেলা হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ৷

ভারতের ম্যাচ

23 অক্টোবর - ভারত বনাম পাকিস্তান (মেলবোর্ন)

27 অক্টোবর - ভারত বনাম গ্রুপ-এ রানার আপ (সিডনি)

30 অক্টোবর - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (পার্থ)

2 নভেম্বর - ভারত বনাম বাংলাদেশ (অ্যাডিলেড)

6 নভেম্বর - ভারত বনাম গ্রুপ বি বিজয়ী দল (মেলবোর্ন)

গ্রুপ 1- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আফগানিস্তান

গ্রপ 2- ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ

Last Updated : Jan 21, 2022, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.