ETV Bharat / sports

T20 WC Anthem : টি-20 বিশ্বকাপের অ্যানথেম প্রকাশ আইসিসি-র, অ্যানিমেশনে পোলার্ড-কোহলি দ্বৈরথ - রশিদ খান

ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহিতে আ আগামী 17 অক্টোবর থেকে টি-20 বিশ্বকাপ শুরু হবে ৷ 14 নভেম্বর দুবাইতে টুর্নামেন্টের ফাইনাল ৷ পুরো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে রয়েছে বিসিসিআই ৷

ICC launches T20 World Cup anthem
টি-20 বিশ্বকাপ
author img

By

Published : Sep 23, 2021, 11:06 PM IST

Updated : Sep 24, 2021, 7:05 AM IST

দুবাই, 23 সেপ্টেম্বর : টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2021'র অফিশিয়াল অ্যানথেম প্রকাশ করল আইসিসি ৷ বৃহস্পতিবার আইসিসি-র প্রকাশিত ওই অ্যানথেমে বিরাট কোহলি এবং কায়রন পোলার্ডকে অ্যানিমেশন অবতারে দেখা গিয়েছে ৷ যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের বলে ভারত অধিনায়ককে ছয় মারতে দেখা গিয়েছে ৷

আইসিসি-র এই অ্যানথেম 'লিভ দা গেম', যার সুর তৈরি করেছেন ভারতের বিখ্যাত সংগীত পরিচালক অমিত ত্রিবেদী ৷ কোহলি এবং পোলার্ডকে মিউজিক ভিডিয়োতে মূল অবতারে দেখা গেলেও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও অ্যানিমেটেড মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে ৷

ওই মিউজিক ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, টি-20 বিশ্বকাপ জেতা দেশের তরুণরা টুর্নামেন্টের উত্তেজনা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন ৷ তার পর নিজেদের পছন্দের ক্রিকেটারদের সঙ্গে খেলছেন ৷ আর ব্যাক গ্রাউন্ডে চলছে মিউজিক ৷ যে সুরের ছন্দে পুরো সপ্তাহ জুড়ে মেতে রয়েছেন বিশ্বের ক্রিকেটাররা ৷ এই অ্যানিমেশন অবতারের মিউজিক ভিডিয়োটিতে নয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ যে ভিডিয়োটি থ্রি-ডি এবং টু-ডি দুই স্বাদেই প্রকাশ করা হয়েছে ৷ যে গানটি তৈরি করতে প্রোডাকশনে প্রায় 40 জনের বেশি লোকজন কাজ করেছেন ৷

এই মিউজিক ভিডিয়ো নিয়ে কায়রন পোলার্ডের বক্তব্য তুলে ধরেছে আইসিসি ৷ যেখানে তিনি বলেছেন, "এর থেকে এটাই প্রমাণিত হল যে, টি-20 ক্রিকেট সবসময় সব বয়সের অনুরাগীদের নিয়ে এগিয়ে চলছে ৷ আর আমি সংযুক্ত আরব আমিরশাহির মাঠে উত্তেজক পারফরমেন্স দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি ৷ "

দুবাই, 23 সেপ্টেম্বর : টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2021'র অফিশিয়াল অ্যানথেম প্রকাশ করল আইসিসি ৷ বৃহস্পতিবার আইসিসি-র প্রকাশিত ওই অ্যানথেমে বিরাট কোহলি এবং কায়রন পোলার্ডকে অ্যানিমেশন অবতারে দেখা গিয়েছে ৷ যেখানে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের বলে ভারত অধিনায়ককে ছয় মারতে দেখা গিয়েছে ৷

আইসিসি-র এই অ্যানথেম 'লিভ দা গেম', যার সুর তৈরি করেছেন ভারতের বিখ্যাত সংগীত পরিচালক অমিত ত্রিবেদী ৷ কোহলি এবং পোলার্ডকে মিউজিক ভিডিয়োতে মূল অবতারে দেখা গেলেও আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকেও অ্যানিমেটেড মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে ৷

ওই মিউজিক ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, টি-20 বিশ্বকাপ জেতা দেশের তরুণরা টুর্নামেন্টের উত্তেজনা সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন ৷ তার পর নিজেদের পছন্দের ক্রিকেটারদের সঙ্গে খেলছেন ৷ আর ব্যাক গ্রাউন্ডে চলছে মিউজিক ৷ যে সুরের ছন্দে পুরো সপ্তাহ জুড়ে মেতে রয়েছেন বিশ্বের ক্রিকেটাররা ৷ এই অ্যানিমেশন অবতারের মিউজিক ভিডিয়োটিতে নয়া প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ৷ যে ভিডিয়োটি থ্রি-ডি এবং টু-ডি দুই স্বাদেই প্রকাশ করা হয়েছে ৷ যে গানটি তৈরি করতে প্রোডাকশনে প্রায় 40 জনের বেশি লোকজন কাজ করেছেন ৷

এই মিউজিক ভিডিয়ো নিয়ে কায়রন পোলার্ডের বক্তব্য তুলে ধরেছে আইসিসি ৷ যেখানে তিনি বলেছেন, "এর থেকে এটাই প্রমাণিত হল যে, টি-20 ক্রিকেট সবসময় সব বয়সের অনুরাগীদের নিয়ে এগিয়ে চলছে ৷ আর আমি সংযুক্ত আরব আমিরশাহির মাঠে উত্তেজক পারফরমেন্স দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি ৷ "

Last Updated : Sep 24, 2021, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.