দুবাই, 15 মে: ক্যাচ আউটের ক্ষেত্রে মাঠের আম্পায়ার ‘সফট সিগন্যাল’ দিতে পারবেন না ৷ আইসিসি ক্রিকেট কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে ৷ কোনও ক্যাচ নিয়ে মাঠের আম্পায়ারের সন্দেহ থাকলে, তা সরাসরি থার্ড আম্পায়ারকে রেফার করতে হবে ৷ এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাঠের আম্পায়ারের সঙ্গে ফুটেজ দেখে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন টিভি বা থার্ড আম্পায়ার ৷ পাশাপাশি, আইসিসি ক্রিকেট কমিটি ‘ফ্রি-হিট’ এর ক্ষেত্রেও একটি নতুন নিয়ম চালু করেছে ৷ ফ্রি-হিটে বল উইকেটে লাগার পরেও ব্যাটার দৌড়ে রান নিতে পারে ৷ যা এতদিন অতিরিক্ত হিসেবে যোগ হত ৷ এ বার থেকে তা ব্যাটারের খাতায় যাবে ৷
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীব আইসিসি ক্রিকেট কমিটি একাধিক নতুন নিয়ম লাগু করল ৷ সম্প্রতি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এ বার থেকে মাঠের আম্পায়াররা ক্যাচ আউটের ক্ষেত্রে ‘সফট সিগন্যাল’ দিতে পারবেন না ৷ এতে করে থার্ড বা টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় ৷ কোনও ক্ষেত্রে ফিল্ডারের নেওয়া ক্যাচ ক্লিয়ার কি না, স্পষ্ট প্রমাণ না-পেলে, বাধ্য হয়ে মাঠের আম্পায়ারের ‘সফট সিগন্যাল’-কে বহাল রাখেন থার্ড আম্পায়ার ৷ কিন্তু, এই বিষয়টিতে একাধিকবার প্রশ্ন তুলেছেন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা ৷
এ নিয়ে আইসিসি-র ক্রিকেট কমিটির বৈঠকে একাধিকবার আলোচনা হয়েছিল ৷ সম্প্রতি একটি বৈঠকে ‘সফট সিগন্যাল’ তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি ৷ এ নিয়ে কমিটির চেয়ারম্যান সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কমিটি সিদ্ধান্ত নিয়েছে ‘সফট সিগন্যাল’ এর কোনও প্রয়োজনীয়তা নেই ৷ অনেক ক্ষেত্রে এর জন্য ক্যাচ স্পষ্ট কি না, তা ঠিক করতে থার্ড আম্পায়ারের মনে ধন্দ তৈরি হয় ৷ এর ফলে নিজের মতো করে ফুটেজের উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে পারেন না থার্ড আম্পায়ার ৷
আরও পড়ুন: হৃদয় ছোঁয়া 'ফ্যান মোমেন্ট', গাভাসকরকে অটোগ্রাফ মাহির
অন্যদিকে, ‘ফ্রি-হিট’ এর ক্ষেত্রে একটি নতুন নিয়ম জুড়েছে আইসিসি ক্রিকেট কমিটি ৷ ফ্রি-হিটে ব্যাটার বোল্ড হলে আউট হন না ৷ কিন্তু, বল উইকেটে লাগলেও রান নিতে পারেন ৷ কিন্তু, পুরোটাই অতিরিক্তের খাতায় যায় ৷ নতুন নিয়ম অনুযায়ী, ফ্রি-হিটে বল উইকেটে লাগার পর দৌড়ে রান নিলে, তা ব্যাটারের খাতায় যাবে ৷ এই দু’টি নিয়ম 2023 সালের 1 জুন থেকে লাগু হবে ৷ নতুন নিয়মে প্রথম খেলা হবে ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ডের চারদিনের ম্যাচ (ফ্রি-হিট নিয়ম বাদে) ৷ এরপর 7 জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালেও মাঠের আম্পায়ার ‘সফট সিগন্যাল’ দিতে পারবেন না ৷