ETV Bharat / sports

ICC World Cup 2023: বিশ্বকাপের অফলাইন টিকিটের আশায় ক্রিকেটপ্রেমীরা, অত্যাধুনিক পরিকাঠামোয় প্রস্তুত ধরমশালা - ICC

Dharamshala is Ready for ICC CWC with Modern Infrastructure: বিশ্বকাপের অফলাইন টিকিট কবে থেকে পাওয়া যাবে ? সেই অপেক্ষায় হিমাচল প্রদেশের ক্রিকেটপ্রেমীরা ৷ তবে, রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা জানাচ্ছেন, অফলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি হলেও, তা খুব কম সংখ্যায় পাওয়া যাবে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 5:11 PM IST

অত্যাধুনিক পরিকাঠামোয় প্রস্তুত ধরমশালা

ধরমশালা, 29 সেপ্টেম্বর: আইসিসি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ ৷ 5 অক্টোবর থেকে দেড় মাসের ক্রিকেট উৎসবের সূচনা ৷ যেখানে প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধরমশালা স্টেডিয়াম ৷ তাই বিশ্বকাপ নিয়ে উত্তেজিত সেখানকার ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু, ম্যাচের টিকিট কোথায় ? অনলাইন টিকিট কাটতে পারেননি স্থানীয়রা ৷ তাঁদের ভরসা একমাত্র অফলাইন টিকিট ৷ কিন্তু, আদৌও কি পাওয়া যাবে অফলাইন টিকিট?

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা সঞ্জয় শর্মা জানান, 1 অক্টোবরের পর অফলাইনে ধরমশালা স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট পাওয়া যেতে পারে ৷ তবে, সেই সংখ্যাটা খুবই হাতে গোনা হবে বলেই মনে করছেন তিনি ৷ মূলত, 22 অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের জন্যই লোকজনের বেশি আগ্রহ ৷ সেই ম্যাচের অধিকাংশ টিকিই অনলাইনে বিক্রি করা হচ্ছে ৷ এর পাশাপাশি বিভিন্ন স্পনসর সংস্থাগুলির হাতেও অনেক টিকিট আগাম দেওয়া থাকে ৷

2003 সালে প্রথম ধরমশালার এই মাঠ তৈরি হয় ৷ বৌদ্ধ স্থাপত্যের আদলে পাহাড়ের কোল মনোরম প্রাকৃতিক শোভার মাঝে ছোট্ট এই স্টেডিয়াম ৷ তৈরির পর থেকে এই মাঠে ঘরোয়া ক্রিকেট এবং 2010 সাল থেকে আইপিএল ম্যাচ আয়োজিত হয় এই স্টেডিয়ামে ৷ 2013 সালে প্রথমবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় ৷ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল ৷ যে ম্যাচটি ভারত হেরে যায় ব্রিটিশদের বিরুদ্ধে ৷ এর পর 2017 সালে প্রথম টেস্ট ম্যাচ হয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৷ এর পরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ৷

আরও পড়ুন: লয়েড-কপিল থেকে মাহি, ফিরে দেখা বিশ্বকাপ ফাইনালের 'এক ডজন গল্প'

এতদিন এই স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না ৷ তবে, বিশ্বকাপের আগে মাঠ, পিচ নতুন করে তৈরির করার পাশাপাশি, মাঠের নিকাশি ব্যবস্থাও উন্নত করা হয়েছে ৷ সঞ্জয় শর্মা জানিয়েছেন, ধরমশালা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট 9টি পিচ বানানো হয়েছে ৷ বাউন্স ভরা পিচের জন্য পরিচিত মাঠে 9টি পিচের চরিত্র একরকম রাখা হয়েছে ৷ তবে, বিশ্বকাপের পাঁচটি ম্যাচের জন্য মূলত মাঝের তিনটি পিচ ব্যবহার করা হবে ৷ স্টেডিয়ামের চারদিক দিয়ে হাওয়া চলাচল করতে পারে, এমনভাবে গ্যালারিগুলিকে তৈরি করা হয়েছে ৷ সেই সঙ্গে, বৃষ্টির পর দ্রুত মাঠের জল বের করা যায় যাতে, সেই ব্যবস্থাও করা হয়েছে ৷ অত্যাধুনিক এই ব্যবস্থায় বৃষ্টি বন্ধ হওয়ার পর অবিলম্বে খেলা চালু করা যাবে ৷ এমনকি আউটফিল্ড ভিজে থাকার সমস্যাও থাকবে না ৷

অত্যাধুনিক পরিকাঠামোয় প্রস্তুত ধরমশালা

ধরমশালা, 29 সেপ্টেম্বর: আইসিসি বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ শুক্রবার থেকে শুরু হয়েছে প্রস্তুতি ম্যাচ ৷ 5 অক্টোবর থেকে দেড় মাসের ক্রিকেট উৎসবের সূচনা ৷ যেখানে প্রথমবার কোনও আইসিসি টুর্নামেন্টের ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের ধরমশালা স্টেডিয়াম ৷ তাই বিশ্বকাপ নিয়ে উত্তেজিত সেখানকার ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু, ম্যাচের টিকিট কোথায় ? অনলাইন টিকিট কাটতে পারেননি স্থানীয়রা ৷ তাঁদের ভরসা একমাত্র অফলাইন টিকিট ৷ কিন্তু, আদৌও কি পাওয়া যাবে অফলাইন টিকিট?

হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তা সঞ্জয় শর্মা জানান, 1 অক্টোবরের পর অফলাইনে ধরমশালা স্টেডিয়ামের কাউন্টার থেকে টিকিট পাওয়া যেতে পারে ৷ তবে, সেই সংখ্যাটা খুবই হাতে গোনা হবে বলেই মনে করছেন তিনি ৷ মূলত, 22 অক্টোবর ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের টিকিটের জন্যই লোকজনের বেশি আগ্রহ ৷ সেই ম্যাচের অধিকাংশ টিকিই অনলাইনে বিক্রি করা হচ্ছে ৷ এর পাশাপাশি বিভিন্ন স্পনসর সংস্থাগুলির হাতেও অনেক টিকিট আগাম দেওয়া থাকে ৷

2003 সালে প্রথম ধরমশালার এই মাঠ তৈরি হয় ৷ বৌদ্ধ স্থাপত্যের আদলে পাহাড়ের কোল মনোরম প্রাকৃতিক শোভার মাঝে ছোট্ট এই স্টেডিয়াম ৷ তৈরির পর থেকে এই মাঠে ঘরোয়া ক্রিকেট এবং 2010 সাল থেকে আইপিএল ম্যাচ আয়োজিত হয় এই স্টেডিয়ামে ৷ 2013 সালে প্রথমবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় ৷ ভারত বনাম ইংল্যান্ড ম্যাচ হয়েছিল ৷ যে ম্যাচটি ভারত হেরে যায় ব্রিটিশদের বিরুদ্ধে ৷ এর পর 2017 সালে প্রথম টেস্ট ম্যাচ হয় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৷ এর পরেও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ৷

আরও পড়ুন: লয়েড-কপিল থেকে মাহি, ফিরে দেখা বিশ্বকাপ ফাইনালের 'এক ডজন গল্প'

এতদিন এই স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থা খুব একটা উন্নত ছিল না ৷ তবে, বিশ্বকাপের আগে মাঠ, পিচ নতুন করে তৈরির করার পাশাপাশি, মাঠের নিকাশি ব্যবস্থাও উন্নত করা হয়েছে ৷ সঞ্জয় শর্মা জানিয়েছেন, ধরমশালা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট 9টি পিচ বানানো হয়েছে ৷ বাউন্স ভরা পিচের জন্য পরিচিত মাঠে 9টি পিচের চরিত্র একরকম রাখা হয়েছে ৷ তবে, বিশ্বকাপের পাঁচটি ম্যাচের জন্য মূলত মাঝের তিনটি পিচ ব্যবহার করা হবে ৷ স্টেডিয়ামের চারদিক দিয়ে হাওয়া চলাচল করতে পারে, এমনভাবে গ্যালারিগুলিকে তৈরি করা হয়েছে ৷ সেই সঙ্গে, বৃষ্টির পর দ্রুত মাঠের জল বের করা যায় যাতে, সেই ব্যবস্থাও করা হয়েছে ৷ অত্যাধুনিক এই ব্যবস্থায় বৃষ্টি বন্ধ হওয়ার পর অবিলম্বে খেলা চালু করা যাবে ৷ এমনকি আউটফিল্ড ভিজে থাকার সমস্যাও থাকবে না ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.