ETV Bharat / sports

Ravi Shastri on Hardik: আগামী টি-20 বিশ্বকাপ দলে হার্দিকের মতামতের গুরুত্ব থাকবে, মত শাস্ত্রীর - আইপিএল

আগামী দিনে ভারতীয় টি-20 স্কোয়াড তৈরির ক্ষেত্রে হার্দিকের বড় ভূমিকা থাকবে ৷ এমনটাই বিশ্বাস করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ আইপিএল-এ উঠতি প্রতিভাদের ভারতীয় দলে সুযোগ পাওয়ার প্রসঙ্গে একথা জানান তিনি ৷

Ravi Shastri on Hardik ETV BHARAT
Ravi Shastri on Hardik
author img

By

Published : May 12, 2023, 7:55 PM IST

মুম্বই, 12 মে: আগামী বছর অর্থাৎ, 2024 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে ৷ সেখানে ভারতীয় দলে একাধিক নতুন মুখ দেখা যাবে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ আর এই নতুন ছেলেদের দলে নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে ৷ তবে, বিসিসিআই জানিয়েছিল, টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনও ভারতের টি-20 দলের নকশার বাইরে চলে যাননি ৷

উল্লেখ্য, 2022 সালে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ধরাশায়ী হয়েছিল ইংল্যান্ডের সামনে ৷ তার পরেই টি-20 স্কোয়াডে ছাঁটাই পর্ব শুরু হয় ৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এক ঝাঁক তরুণ মুখ টি-20 স্কোয়াডে সুযোগ পান ৷ সেখানে রোহিত, বিরাট, ভুবনেশ্বর-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সুযোগ পাননি ৷ কিন্তু, তাঁরা টি-20’র পরিকল্পনা থেকে পুরোপুরি বাদ কি না, তা স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই ৷

তবে, চলতি আইপিএল-এর মাঝে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘টি-20 বিশ্বকাপ আসছে এবং আর একটা বড় প্রতিভাবান তরুণদের দল তৈরি হয়ে রয়েছে ৷ এ বছরের আইপিএল-এ আমরা কয়েকজন তরতাজা প্রতিভাকে উঠে আসতে দেখেছি ৷ ভারতীয় দলে কয়েকজন নতুন মুখ দেখা যাবে ৷ তবে, নতুন দল নয় ৷ হার্দিক ইতিমধ্যে সেই ভারতীয় দলের অধিনায়ক ৷ চোট না পেলে ওই অধিনায়কত্ব করবে ৷’’

আরও পড়ুন: অভিষেকের মাঠেই টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারের মুকুট চাহালের মাথায়

এর পরই শাস্ত্রী জানান, আইপিএল-এর মঞ্চে যে সকল তরুণ প্রতিভাদের দেখা গিয়েছে ৷ তাঁদের মধ্যে অনেককে ভারতের জার্সি গায়ে দেখা যাবে ৷ আর সেই কাজটা করবেন হার্দিক নিজে ৷ আর সেখানে হার্দিকের মতামতকে নির্বাচক কমিটিকে গুরুত্ব দিতে হবে ৷ আর অধিনায়ক হিসেবে হার্দিকের নিজের ক্ষমতা এবং সিদ্ধান্তের উপর একশো শতাংশ বিশ্বাস রয়েছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ ৷

শাস্ত্রী মনে করেন, 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেমন একদল তরুণ প্রতিভা টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ৷ আগামী টি-20 বিশ্বকাপেও সেই একই জিনিস হতে চলেছে বলে জানিয়েছেন হার্দিক ৷ আর তিনি বিশ্বাস করেন, ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপে ভারত সফল হবে ৷

মুম্বই, 12 মে: আগামী বছর অর্থাৎ, 2024 সালে টি-20 বিশ্বকাপ রয়েছে ৷ সেখানে ভারতীয় দলে একাধিক নতুন মুখ দেখা যাবে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী ৷ আর এই নতুন ছেলেদের দলে নেওয়ার ক্ষেত্রে অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা হতে চলেছে ৷ তবে, বিসিসিআই জানিয়েছিল, টেস্ট ও ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি এখনও ভারতের টি-20 দলের নকশার বাইরে চলে যাননি ৷

উল্লেখ্য, 2022 সালে অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ধরাশায়ী হয়েছিল ইংল্যান্ডের সামনে ৷ তার পরেই টি-20 স্কোয়াডে ছাঁটাই পর্ব শুরু হয় ৷ হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে এক ঝাঁক তরুণ মুখ টি-20 স্কোয়াডে সুযোগ পান ৷ সেখানে রোহিত, বিরাট, ভুবনেশ্বর-সহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সুযোগ পাননি ৷ কিন্তু, তাঁরা টি-20’র পরিকল্পনা থেকে পুরোপুরি বাদ কি না, তা স্পষ্ট করেনি টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই ৷

তবে, চলতি আইপিএল-এর মাঝে প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী বলেন, ‘‘টি-20 বিশ্বকাপ আসছে এবং আর একটা বড় প্রতিভাবান তরুণদের দল তৈরি হয়ে রয়েছে ৷ এ বছরের আইপিএল-এ আমরা কয়েকজন তরতাজা প্রতিভাকে উঠে আসতে দেখেছি ৷ ভারতীয় দলে কয়েকজন নতুন মুখ দেখা যাবে ৷ তবে, নতুন দল নয় ৷ হার্দিক ইতিমধ্যে সেই ভারতীয় দলের অধিনায়ক ৷ চোট না পেলে ওই অধিনায়কত্ব করবে ৷’’

আরও পড়ুন: অভিষেকের মাঠেই টুর্নামেন্টের সবচেয়ে সফল বোলারের মুকুট চাহালের মাথায়

এর পরই শাস্ত্রী জানান, আইপিএল-এর মঞ্চে যে সকল তরুণ প্রতিভাদের দেখা গিয়েছে ৷ তাঁদের মধ্যে অনেককে ভারতের জার্সি গায়ে দেখা যাবে ৷ আর সেই কাজটা করবেন হার্দিক নিজে ৷ আর সেখানে হার্দিকের মতামতকে নির্বাচক কমিটিকে গুরুত্ব দিতে হবে ৷ আর অধিনায়ক হিসেবে হার্দিকের নিজের ক্ষমতা এবং সিদ্ধান্তের উপর একশো শতাংশ বিশ্বাস রয়েছে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় কোচ ৷

শাস্ত্রী মনে করেন, 2007 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যেমন একদল তরুণ প্রতিভা টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ৷ আগামী টি-20 বিশ্বকাপেও সেই একই জিনিস হতে চলেছে বলে জানিয়েছেন হার্দিক ৷ আর তিনি বিশ্বাস করেন, ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এই বিশ্বকাপে ভারত সফল হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.