ETV Bharat / sports

Asia Cup 2022 প্রত্যাবর্তন সবসময় সুখের, পাকিস্তানের বিরুদ্ধে নায়কোচিত পারফরম্যান্সের পর আবেগঘন পান্ডিয়া - Asia Cup 2022

ব্যাটে বলে পান্ডিয়ার ঝাঁঝালো পারফরম্যান্সে রবিবার এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে নতমস্তকে মাঠ ছাড়তে হয়েছে বাবর আজমের দলকে ৷ পিঠের চোট সারিয়ে গত আইপিএলে গুজরাতের অধিনায়ক হিসেবে যে স্বপ্নের প্রত্যাবর্তন শুরু হয়েছিল, হার্দিকের (Hardik Pandya) স্বপ্নের প্রত্যাবর্তন সরণিতে এদিনের ম্য়াচ যেন পালক হিসেবে যুক্ত হয়ে রইল ৷

Hardik Pandya
আবেগঘন পান্ডিয়া
author img

By

Published : Aug 29, 2022, 8:03 PM IST

দুবাই, 29 অগস্ট: 2018 এশিয়া কাপ চলাকালীন স্ট্রেচারে শুয়ে যে মাঠ ছেড়েছিলেন, রবিবার সেই মাঠেই পাক-বধের অবিসংবাদী নায়ক হয়ে রইলেন তিনি ৷ কাকতালীয়ভাবে চার বছর আগে সেই ম্যাচের প্রতিপক্ষও একই ছিল ৷ ব্যাটে-বলে তাঁর ঝাঁঝালো পারফরম্যান্সে রবিবার এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে নতমস্তকে মাঠ ছাড়তে হল বাবর আজমের দলকে ৷ পিঠের চোট সারিয়ে গত আইপিএলে গুজরাতের অধিনায়ক হিসেবে যে স্বপ্নের প্রত্যাবর্তন শুরু হয়েছিল, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) স্বপ্নের প্রত্যাবর্তন সরণিতে এদিনের ম্য়াচ যেন একটা পালক হিসেবে যুক্ত হয়ে রইল ৷ আর ম্যাচ জিতিয়ে উঠে রবিবার রাতে বরোদা অলরাউন্ডারের ডাউন মেমরি লেনে যেন বারেবারে ফিরে আসছিল সেই ম্যাচের কথাই ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মনের ভাব ব্য়ক্তও করে ফেললেন আইপিএল জয়ী অধিনায়ক (Hardik Pandya shares inspiring image after heroic performance against Pakistan) ৷ রবিবার রাতে ম্যাচ জেতানোর পর দিকশূন্যে ব্যাট উঁচিয়ে কী যেন বোঝাচ্ছিলেন পান্ডিয়া ৷ আর সোমবার সকালে সোশাল মিডিয়ায় 2018 এবং 2022-এর ছবি কোলাজ করে বরোদা অলরাউন্ডার লিখলেন, "বাধা-বিপত্তির নাগপাশ কাটিয়ে প্রত্যাবর্তন সবসময়ই সুখের হয় ৷"

বিসিসিআই'য়ের (BCCI) তরফে টুইটারে পোস্ট করা ভিডিয়ো বার্তায় চার বছর আগের স্মৃতি নিয়ে পান্ডিয়া বলেন, "আমার সবকিছু মনে পড়ে যাচ্ছিল ৷ ওই ম্যাচে আমি স্ট্রেচারে মাঠ ছেড়েছিলাম ৷ তাই এদিন সুযোগ কাজে লাগাতে পেরে আমার মধ্যে কিছু অর্জন করার সুখানুভূতি কাজ করছিল ৷"

আরও পড়ুন: চাপের মধ্যেও অধিনায়ক রোহিতের হিমশীতল মানসিকতার প্রশংসায় মহারাজ

রবিবাসরীয় স্নায়ুর ম্যাচে প্রথমে বল হাতে 25 রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে জাদেজার সঙ্গে ম্যাচ জেতানো অর্ধশতরানের জুটি গড়েন পান্ডিয়া ৷ এমনকী 17 বলে 33 রানে অপরাজিত অলরাউন্ডারের ব্য়াট থেকেই অন্তিম ওভারে জয়সূচক ছক্কাটি আসে ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হন পান্ডিয়া ৷

দুবাই, 29 অগস্ট: 2018 এশিয়া কাপ চলাকালীন স্ট্রেচারে শুয়ে যে মাঠ ছেড়েছিলেন, রবিবার সেই মাঠেই পাক-বধের অবিসংবাদী নায়ক হয়ে রইলেন তিনি ৷ কাকতালীয়ভাবে চার বছর আগে সেই ম্যাচের প্রতিপক্ষও একই ছিল ৷ ব্যাটে-বলে তাঁর ঝাঁঝালো পারফরম্যান্সে রবিবার এশিয়া কাপের (Asia Cup 2022) প্রথম ম্যাচে নতমস্তকে মাঠ ছাড়তে হল বাবর আজমের দলকে ৷ পিঠের চোট সারিয়ে গত আইপিএলে গুজরাতের অধিনায়ক হিসেবে যে স্বপ্নের প্রত্যাবর্তন শুরু হয়েছিল, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) স্বপ্নের প্রত্যাবর্তন সরণিতে এদিনের ম্য়াচ যেন একটা পালক হিসেবে যুক্ত হয়ে রইল ৷ আর ম্যাচ জিতিয়ে উঠে রবিবার রাতে বরোদা অলরাউন্ডারের ডাউন মেমরি লেনে যেন বারেবারে ফিরে আসছিল সেই ম্যাচের কথাই ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মনের ভাব ব্য়ক্তও করে ফেললেন আইপিএল জয়ী অধিনায়ক (Hardik Pandya shares inspiring image after heroic performance against Pakistan) ৷ রবিবার রাতে ম্যাচ জেতানোর পর দিকশূন্যে ব্যাট উঁচিয়ে কী যেন বোঝাচ্ছিলেন পান্ডিয়া ৷ আর সোমবার সকালে সোশাল মিডিয়ায় 2018 এবং 2022-এর ছবি কোলাজ করে বরোদা অলরাউন্ডার লিখলেন, "বাধা-বিপত্তির নাগপাশ কাটিয়ে প্রত্যাবর্তন সবসময়ই সুখের হয় ৷"

বিসিসিআই'য়ের (BCCI) তরফে টুইটারে পোস্ট করা ভিডিয়ো বার্তায় চার বছর আগের স্মৃতি নিয়ে পান্ডিয়া বলেন, "আমার সবকিছু মনে পড়ে যাচ্ছিল ৷ ওই ম্যাচে আমি স্ট্রেচারে মাঠ ছেড়েছিলাম ৷ তাই এদিন সুযোগ কাজে লাগাতে পেরে আমার মধ্যে কিছু অর্জন করার সুখানুভূতি কাজ করছিল ৷"

আরও পড়ুন: চাপের মধ্যেও অধিনায়ক রোহিতের হিমশীতল মানসিকতার প্রশংসায় মহারাজ

রবিবাসরীয় স্নায়ুর ম্যাচে প্রথমে বল হাতে 25 রানে তিন উইকেট নেওয়ার পর ব্যাট হাতে জাদেজার সঙ্গে ম্যাচ জেতানো অর্ধশতরানের জুটি গড়েন পান্ডিয়া ৷ এমনকী 17 বলে 33 রানে অপরাজিত অলরাউন্ডারের ব্য়াট থেকেই অন্তিম ওভারে জয়সূচক ছক্কাটি আসে ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হন পান্ডিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.