ETV Bharat / sports

ঘর ছেড়ে আইপিএলে 'ঘরে' ফিরলেন হার্দিক, স্বাগত জানালেন নীতা আম্বানি - Mumbai Indians

Mumbai Indians welcome Hardik Pandya: গুজরাত টাইটান্সের তরফে সোমবার সকালে হার্দিকে রিলিজ দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হল ৷ তারপরই সোশাল মিডিয়ায় ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) কথা জানিয়ে দেন গুজরাত টাইটাইন্সের এই তারকা ক্রিকেটার ৷ হার্দিককে স্বাগত জানান মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী মালকিন নীতা আম্বানি ৷

Hardik Pandya
হার্দিক হিমাংশু পান্ডিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 1:38 PM IST

Updated : Nov 27, 2023, 2:23 PM IST

গুজরাত, 27 নভেম্বর: জল্পনার অবসান! ঘর ছেড়ে আইপিএলে ঘরে ফিরলেন হার্দিক হিমাংশু পান্ডিয়া ৷ ফের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দাপাতে দেখা যাবে হেয়ারিকে ৷ গুজরাত টাইটান্সের তরফে সোমবার সকালে হার্দিকে রিলিজ দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হল ৷ তারপরই সোশাল মিডিয়ায় ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) কথা জানিয়ে দেন গুজরাত টাইটাইন্সের এই তারকা ক্রিকেটার ৷

হার্দিককে স্বাগত জানান, মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী মালকিন নীতা আম্বানি ৷ তিনি বলেন,"হার্দিকের প্রত্যাবর্তনে আমরা উচ্ছ্বসিত ৷ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে ওকে স্বাগাত জানাচ্ছি ৷ হার্দিকের প্রতিভা প্রথম তুলে ধরেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখন ও ভারতের তারকা ক্রিকেটার ৷" আইপিএলে প্রথম দল মুম্বই ইন্ডিয়ান্স হলেও ঘরোয়া ক্রিকেটে ভদরোদরার হয়ে বাইশ গজে লড়াই শুরু হয়েছিল হার্দিকের ৷

  • Mumbai Indians co-owner Nita Ambani says, “We are thrilled to welcome Hardik back home! It’s a heartwarming reunion with our Mumbai Indians family! From being a young scouted talent of Mumbai Indians to now being a team India star, Hardik has come a long way and we’re excited for… pic.twitter.com/KDZEzGClLm

    — ANI (@ANI) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2015 থেকে 2021 পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন হার্দিক ৷ কিন্তু, 2022 আইপিএলে গুজরাত টাইটান্স নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার পর সেই দলে নাম লেখান টিম ইন্ডিয়ার এই তারকা অল-রাউন্ডার ৷ নেতা হিসেবে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেন হার্দিক ৷ প্রথম বছরেই চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় মরশুমে রানার্স হয় গুজরাত টাইটান্স ৷ কিন্তু এর পরই আইপিএলে ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) ইচ্ছেপ্রকাশ করেন হার্দিক ৷ এর আগে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন টাইটান্স ক্যাপ্টেন ৷ চলতি বছর সচিন তেন্ডুলকরের জন্মদিনে (24 এপ্রিল) এক্স হ্যান্ডেলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবিও পোস্ট করেছিলেন হার্দিক ৷

গুজরাত টাইটাইন্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, "গুজরাত টাইটান্সের প্রথম অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৷ আর একবার রানার্স হয় ৷ কিন্তু ও পুরনো দলে (মুম্বই ইন্ডিয়ান্স) ফেরার ইচ্ছেপ্রকাশ করে ৷ আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি ৷ একইসঙ্গে ওৎ ভবিষ্যত সাফল্যও কামনা করি ৷"

2015 থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নাম লেখালেও প্রথম বছরে আইপিএল অভিষেক হয়নি হার্দিকের ৷ পরের বছর অর্থাৎ 2016 সালে আইপিএল অভিষেক হয় তাঁর ৷ তারপর টানা ছ'বছর নীতা আম্বানির দলেই ছিলেন হার্দিক ৷ এই সময়ে চারবার আইপিএল খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই দলের অন্যতম সদস্য ছিলেন হার্দিক ৷ স্বাভাবিকভাবেই তারকা ক্রিকেটারের 'ঘরে ফেরা'কে স্বাগত জানাল মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

গুজরাত, 27 নভেম্বর: জল্পনার অবসান! ঘর ছেড়ে আইপিএলে ঘরে ফিরলেন হার্দিক হিমাংশু পান্ডিয়া ৷ ফের মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে দাপাতে দেখা যাবে হেয়ারিকে ৷ গুজরাত টাইটান্সের তরফে সোমবার সকালে হার্দিকে রিলিজ দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হল ৷ তারপরই সোশাল মিডিয়ায় ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) কথা জানিয়ে দেন গুজরাত টাইটাইন্সের এই তারকা ক্রিকেটার ৷

হার্দিককে স্বাগত জানান, মুম্বই ইন্ডিয়ান্সের সহকারী মালকিন নীতা আম্বানি ৷ তিনি বলেন,"হার্দিকের প্রত্যাবর্তনে আমরা উচ্ছ্বসিত ৷ মুম্বই ইন্ডিয়ান্স পরিবারে ওকে স্বাগাত জানাচ্ছি ৷ হার্দিকের প্রতিভা প্রথম তুলে ধরেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এখন ও ভারতের তারকা ক্রিকেটার ৷" আইপিএলে প্রথম দল মুম্বই ইন্ডিয়ান্স হলেও ঘরোয়া ক্রিকেটে ভদরোদরার হয়ে বাইশ গজে লড়াই শুরু হয়েছিল হার্দিকের ৷

  • Mumbai Indians co-owner Nita Ambani says, “We are thrilled to welcome Hardik back home! It’s a heartwarming reunion with our Mumbai Indians family! From being a young scouted talent of Mumbai Indians to now being a team India star, Hardik has come a long way and we’re excited for… pic.twitter.com/KDZEzGClLm

    — ANI (@ANI) November 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2015 থেকে 2021 পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স দলে ছিলেন হার্দিক ৷ কিন্তু, 2022 আইপিএলে গুজরাত টাইটান্স নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করার পর সেই দলে নাম লেখান টিম ইন্ডিয়ার এই তারকা অল-রাউন্ডার ৷ নেতা হিসেবে দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেন হার্দিক ৷ প্রথম বছরেই চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় মরশুমে রানার্স হয় গুজরাত টাইটান্স ৷ কিন্তু এর পরই আইপিএলে ঘরে ফেরার (মুম্বই ইন্ডিয়ান্স) ইচ্ছেপ্রকাশ করেন হার্দিক ৷ এর আগে অবশ্য মুম্বই ইন্ডিয়ান্সে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন টাইটান্স ক্যাপ্টেন ৷ চলতি বছর সচিন তেন্ডুলকরের জন্মদিনে (24 এপ্রিল) এক্স হ্যান্ডেলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সচিনের সঙ্গে তাঁর একটি ছবিও পোস্ট করেছিলেন হার্দিক ৷

গুজরাত টাইটাইন্সের ডিরেক্টর অফ ক্রিকেট বিক্রম সোলাঙ্কি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, "গুজরাত টাইটান্সের প্রথম অধিনায়ক হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফ্র্যাঞ্চাইজি একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৷ আর একবার রানার্স হয় ৷ কিন্তু ও পুরনো দলে (মুম্বই ইন্ডিয়ান্স) ফেরার ইচ্ছেপ্রকাশ করে ৷ আমরা ওর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি ৷ একইসঙ্গে ওৎ ভবিষ্যত সাফল্যও কামনা করি ৷"

2015 থেকে মুম্বই ইন্ডিয়ান্স দলে নাম লেখালেও প্রথম বছরে আইপিএল অভিষেক হয়নি হার্দিকের ৷ পরের বছর অর্থাৎ 2016 সালে আইপিএল অভিষেক হয় তাঁর ৷ তারপর টানা ছ'বছর নীতা আম্বানির দলেই ছিলেন হার্দিক ৷ এই সময়ে চারবার আইপিএল খেতাব জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ সেই দলের অন্যতম সদস্য ছিলেন হার্দিক ৷ স্বাভাবিকভাবেই তারকা ক্রিকেটারের 'ঘরে ফেরা'কে স্বাগত জানাল মুম্বই ইন্ডিয়ান্স ৷

আরও পড়ুন:

Last Updated : Nov 27, 2023, 2:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.