ETV Bharat / sports

French Open 2022 : ম্যাচের মাঝেই প্যানিক অ্যাটাক, ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের

ম্যাচ চলাকালীন প্যানিক অ্যাটাকের শিকার হলেন 2018 রোলাঁ গারো বিজেতা সিমোনা হালেপ (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ যার ফলে প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ দুই সেটে হেরে ফ্রেঞ্চ ওপেন (French Open 2022) থেকে ছিটকে গেলেন রোমানিয়ান টেনিস তারকা ৷

French Open 2022 News
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের
author img

By

Published : May 27, 2022, 11:12 AM IST

Updated : May 27, 2022, 3:15 PM IST

প্যারিস, 27 মে : ফরাসি ওপেন (French Open 2022)এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্যানিক অ্যাটাকের শিকার হলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ ৷ চিনা প্রতিপক্ষ 19 বছরের কিনওয়েন ঝেং এর বিরুদ্ধে দ্বিতীয় সেটের ম্যাচে নিজের মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন দু’বারের গ্র্যান্ডস্লাম বিজেতা সিমোনা (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ ফলে প্রথম সেট দাপটের সঙ্গে 6-2 গেমে জিতলেও, দ্বিতীয় সেটে মনসংযোগ হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যান তিনি ৷ বছর 30’র টেনিস তারকা রোলাঁ গারো (Roland Garros) এর দ্বিতীয় রাউন্ডে 6-2, 2-6, 1-6 সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

বৃহস্পতিবার ম্যাচের মাঝেই সিমোনা হালেপ মনসংযোগ হারান ৷ তিনি জানান, ‘‘আমি দ্বিতীয় সেটে একটা বিরতি নিয়েছিলাম ৷ কিন্তু, তার পরেই কিছু একটা হয় ৷ আমি হারিয়ে গিয়েছিলাম ৷ ওটা একটা প্যানিক অ্যাটাক ছিল ৷ এটা হয়ে থাকে ৷ কিন্তু, কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব ? তা বুঝতে পারিনি ৷ কারণ আগে আমার সঙ্গে এমনটা হয়নি ৷ 2018 ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং 2019 উইম্বলডন বিজেতা এই টেনিস তারকা, এবছর ইতিমধ্যে 20টি ম্যাচ জিতেছিলেন ৷ এমনকি জানুয়ারি মাসে চিনের কিনওয়েন ঝেং-কেও হারিয়েছিলেন ৷ কিন্তু, প্যারিস ওপেনের এই ম্যাচে নিজের মনসংযোগ ধরে রাখতে ব্যর্থ হলেন সিমোনা হালেপ ৷

আরও পড়ুন : Saha vs Karthik: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

আর এর জন্য নিজেকেই দায়ী করেছেন সিমোনা ৷ তিনি জানান, নিজের উপর অত্যধিক চাপ নিয়ে ফেলেছিলেন ৷ যা প্রায় সবার সঙ্গেই হয় ৷ তবে, এর পর তিনি আরও ভাল করে প্রস্তুতি নিয়ে কোর্টে নামবেন বলে জানিয়েছেন সিমোনা ৷ এর আগে এমনটা তাঁর সঙ্গে হয়নি ৷ তাই পুরো বিষয়টিই তাঁর কাছে নতুন ছিল বলে জানান রোমানিয়ান তারকা ৷ ম্যাচের পর তিনি কিছুটা চাপে ছিলেন ৷ তবে, সেই পরিস্থিতি তিনি সামলে উঠেছেন বলে জানান এবং এটা তাঁর জীবনের একটা বড় শিক্ষা বলে মনে করেন সিমোনা হালেপ ৷

প্যারিস, 27 মে : ফরাসি ওপেন (French Open 2022)এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্যানিক অ্যাটাকের শিকার হলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ ৷ চিনা প্রতিপক্ষ 19 বছরের কিনওয়েন ঝেং এর বিরুদ্ধে দ্বিতীয় সেটের ম্যাচে নিজের মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন দু’বারের গ্র্যান্ডস্লাম বিজেতা সিমোনা (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ ফলে প্রথম সেট দাপটের সঙ্গে 6-2 গেমে জিতলেও, দ্বিতীয় সেটে মনসংযোগ হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যান তিনি ৷ বছর 30’র টেনিস তারকা রোলাঁ গারো (Roland Garros) এর দ্বিতীয় রাউন্ডে 6-2, 2-6, 1-6 সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

বৃহস্পতিবার ম্যাচের মাঝেই সিমোনা হালেপ মনসংযোগ হারান ৷ তিনি জানান, ‘‘আমি দ্বিতীয় সেটে একটা বিরতি নিয়েছিলাম ৷ কিন্তু, তার পরেই কিছু একটা হয় ৷ আমি হারিয়ে গিয়েছিলাম ৷ ওটা একটা প্যানিক অ্যাটাক ছিল ৷ এটা হয়ে থাকে ৷ কিন্তু, কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব ? তা বুঝতে পারিনি ৷ কারণ আগে আমার সঙ্গে এমনটা হয়নি ৷ 2018 ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং 2019 উইম্বলডন বিজেতা এই টেনিস তারকা, এবছর ইতিমধ্যে 20টি ম্যাচ জিতেছিলেন ৷ এমনকি জানুয়ারি মাসে চিনের কিনওয়েন ঝেং-কেও হারিয়েছিলেন ৷ কিন্তু, প্যারিস ওপেনের এই ম্যাচে নিজের মনসংযোগ ধরে রাখতে ব্যর্থ হলেন সিমোনা হালেপ ৷

আরও পড়ুন : Saha vs Karthik: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

আর এর জন্য নিজেকেই দায়ী করেছেন সিমোনা ৷ তিনি জানান, নিজের উপর অত্যধিক চাপ নিয়ে ফেলেছিলেন ৷ যা প্রায় সবার সঙ্গেই হয় ৷ তবে, এর পর তিনি আরও ভাল করে প্রস্তুতি নিয়ে কোর্টে নামবেন বলে জানিয়েছেন সিমোনা ৷ এর আগে এমনটা তাঁর সঙ্গে হয়নি ৷ তাই পুরো বিষয়টিই তাঁর কাছে নতুন ছিল বলে জানান রোমানিয়ান তারকা ৷ ম্যাচের পর তিনি কিছুটা চাপে ছিলেন ৷ তবে, সেই পরিস্থিতি তিনি সামলে উঠেছেন বলে জানান এবং এটা তাঁর জীবনের একটা বড় শিক্ষা বলে মনে করেন সিমোনা হালেপ ৷

Last Updated : May 27, 2022, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.