ETV Bharat / sports

French Open 2022 : ম্যাচের মাঝেই প্যানিক অ্যাটাক, ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের - সিমোনা হালেপ

ম্যাচ চলাকালীন প্যানিক অ্যাটাকের শিকার হলেন 2018 রোলাঁ গারো বিজেতা সিমোনা হালেপ (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ যার ফলে প্রথম সেটে এগিয়ে থেকেও শেষ দুই সেটে হেরে ফ্রেঞ্চ ওপেন (French Open 2022) থেকে ছিটকে গেলেন রোমানিয়ান টেনিস তারকা ৷

French Open 2022 News
ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে হার সিমোনা হালেপের
author img

By

Published : May 27, 2022, 11:12 AM IST

Updated : May 27, 2022, 3:15 PM IST

প্যারিস, 27 মে : ফরাসি ওপেন (French Open 2022)এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্যানিক অ্যাটাকের শিকার হলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ ৷ চিনা প্রতিপক্ষ 19 বছরের কিনওয়েন ঝেং এর বিরুদ্ধে দ্বিতীয় সেটের ম্যাচে নিজের মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন দু’বারের গ্র্যান্ডস্লাম বিজেতা সিমোনা (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ ফলে প্রথম সেট দাপটের সঙ্গে 6-2 গেমে জিতলেও, দ্বিতীয় সেটে মনসংযোগ হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যান তিনি ৷ বছর 30’র টেনিস তারকা রোলাঁ গারো (Roland Garros) এর দ্বিতীয় রাউন্ডে 6-2, 2-6, 1-6 সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

বৃহস্পতিবার ম্যাচের মাঝেই সিমোনা হালেপ মনসংযোগ হারান ৷ তিনি জানান, ‘‘আমি দ্বিতীয় সেটে একটা বিরতি নিয়েছিলাম ৷ কিন্তু, তার পরেই কিছু একটা হয় ৷ আমি হারিয়ে গিয়েছিলাম ৷ ওটা একটা প্যানিক অ্যাটাক ছিল ৷ এটা হয়ে থাকে ৷ কিন্তু, কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব ? তা বুঝতে পারিনি ৷ কারণ আগে আমার সঙ্গে এমনটা হয়নি ৷ 2018 ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং 2019 উইম্বলডন বিজেতা এই টেনিস তারকা, এবছর ইতিমধ্যে 20টি ম্যাচ জিতেছিলেন ৷ এমনকি জানুয়ারি মাসে চিনের কিনওয়েন ঝেং-কেও হারিয়েছিলেন ৷ কিন্তু, প্যারিস ওপেনের এই ম্যাচে নিজের মনসংযোগ ধরে রাখতে ব্যর্থ হলেন সিমোনা হালেপ ৷

আরও পড়ুন : Saha vs Karthik: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

আর এর জন্য নিজেকেই দায়ী করেছেন সিমোনা ৷ তিনি জানান, নিজের উপর অত্যধিক চাপ নিয়ে ফেলেছিলেন ৷ যা প্রায় সবার সঙ্গেই হয় ৷ তবে, এর পর তিনি আরও ভাল করে প্রস্তুতি নিয়ে কোর্টে নামবেন বলে জানিয়েছেন সিমোনা ৷ এর আগে এমনটা তাঁর সঙ্গে হয়নি ৷ তাই পুরো বিষয়টিই তাঁর কাছে নতুন ছিল বলে জানান রোমানিয়ান তারকা ৷ ম্যাচের পর তিনি কিছুটা চাপে ছিলেন ৷ তবে, সেই পরিস্থিতি তিনি সামলে উঠেছেন বলে জানান এবং এটা তাঁর জীবনের একটা বড় শিক্ষা বলে মনে করেন সিমোনা হালেপ ৷

প্যারিস, 27 মে : ফরাসি ওপেন (French Open 2022)এর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্যানিক অ্যাটাকের শিকার হলেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ ৷ চিনা প্রতিপক্ষ 19 বছরের কিনওয়েন ঝেং এর বিরুদ্ধে দ্বিতীয় সেটের ম্যাচে নিজের মনসংযোগ হারিয়ে ফেলেছিলেন দু’বারের গ্র্যান্ডস্লাম বিজেতা সিমোনা (Former Roland Garros Champion Simona Halep Suffers Panic Attack During Match) ৷ ফলে প্রথম সেট দাপটের সঙ্গে 6-2 গেমে জিতলেও, দ্বিতীয় সেটে মনসংযোগ হারিয়ে ম্যাচ থেকে হারিয়ে যান তিনি ৷ বছর 30’র টেনিস তারকা রোলাঁ গারো (Roland Garros) এর দ্বিতীয় রাউন্ডে 6-2, 2-6, 1-6 সেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন ৷

বৃহস্পতিবার ম্যাচের মাঝেই সিমোনা হালেপ মনসংযোগ হারান ৷ তিনি জানান, ‘‘আমি দ্বিতীয় সেটে একটা বিরতি নিয়েছিলাম ৷ কিন্তু, তার পরেই কিছু একটা হয় ৷ আমি হারিয়ে গিয়েছিলাম ৷ ওটা একটা প্যানিক অ্যাটাক ছিল ৷ এটা হয়ে থাকে ৷ কিন্তু, কীভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব ? তা বুঝতে পারিনি ৷ কারণ আগে আমার সঙ্গে এমনটা হয়নি ৷ 2018 ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন এবং 2019 উইম্বলডন বিজেতা এই টেনিস তারকা, এবছর ইতিমধ্যে 20টি ম্যাচ জিতেছিলেন ৷ এমনকি জানুয়ারি মাসে চিনের কিনওয়েন ঝেং-কেও হারিয়েছিলেন ৷ কিন্তু, প্যারিস ওপেনের এই ম্যাচে নিজের মনসংযোগ ধরে রাখতে ব্যর্থ হলেন সিমোনা হালেপ ৷

আরও পড়ুন : Saha vs Karthik: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

আর এর জন্য নিজেকেই দায়ী করেছেন সিমোনা ৷ তিনি জানান, নিজের উপর অত্যধিক চাপ নিয়ে ফেলেছিলেন ৷ যা প্রায় সবার সঙ্গেই হয় ৷ তবে, এর পর তিনি আরও ভাল করে প্রস্তুতি নিয়ে কোর্টে নামবেন বলে জানিয়েছেন সিমোনা ৷ এর আগে এমনটা তাঁর সঙ্গে হয়নি ৷ তাই পুরো বিষয়টিই তাঁর কাছে নতুন ছিল বলে জানান রোমানিয়ান তারকা ৷ ম্যাচের পর তিনি কিছুটা চাপে ছিলেন ৷ তবে, সেই পরিস্থিতি তিনি সামলে উঠেছেন বলে জানান এবং এটা তাঁর জীবনের একটা বড় শিক্ষা বলে মনে করেন সিমোনা হালেপ ৷

Last Updated : May 27, 2022, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.