ETV Bharat / sports

Bishan Bedi Passes Away: 77 বছর বয়সে প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী

Bishan Singh Bedi Passes Away: প্রায়ত কিংবদন্তি স্পিনার বিষাণ সিং বেদী ৷ 1967-79 সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছেন তিনি ৷ 1971 সালে ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ের সদস্য ছিলেন দেবী ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 3:55 PM IST

Updated : Oct 23, 2023, 5:14 PM IST

হাদরাবাদ, 23 অক্টোবর: প্রায়ত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী ৷ বাঁ-হাতি এই স্পিনারের মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক 1967-79 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ পরিবারে স্ত্রী অঞ্জু বেদী, তিন ছেলে অঙ্গদ বেদী, গবাসিন্দর বেদী ও গিল বেদী এবং মেয়ে নেহা বেদী রয়েছেন ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 12 বছরের কেরিয়ারে 67টি টেস্ট এবং 10টি ওয়ান-ডে খেলেছিলেন বেদী ৷ বাঁ-হাতি অর্থডক্স এই স্পিনারের টেস্ট উইকেট শিকারের সংখ্যা 266টি ৷ ইনিংসে 14বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ৷ ম্যাচে একবার 10 উইকেট নিয়েছেন কিংবদন্তি এই স্পিনার ৷ ভারতীয় ক্রিকেটের সোনালি স্পিন চতুর্ভুজের অংশ ছিলেন বেদী ৷ এরাপল্লি প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর, শ্রীনিবাস বেঙ্কটরাঘবন ও বেদীর স্পিন আক্রমণ একদশকেরও বেশি সময় বিশ্বের তাবড় ব্যাটারদের ধরাশায়ী করেছিলেন ৷

মূলত, 1966 সাল থেকে 1978 পর্যন্ত এই স্পিন চতুর্ভুজের দাপট দেখেছিল ক্রিকেটবিশ্ব ৷ উল্লেখ্য, অবসরের দীর্ঘ সময় পর 1990 সালে ফের একবার ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন ৷ সেবার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি ৷ এমনকি জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার ৷ মনিন্দর সিং, মুরলী কার্তিকের মতো স্পিনারের মেন্টর ছিলেন বিষাণ সিং বেদী ৷ তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেট অতীতে বিশ্বমানের একাধিক স্পিনার পেয়েছে ৷

উল্লেখ্য, ভারতের প্রথম ওয়ান-ডে জয়ের অন্যতম কারিগর ছিলেন বেদী ৷ 1975 সালে তৎকালীন পূর্ব আফ্রিকার বিরুদ্ধে 12 ওভারে 8টি মেডেন-সহ 6 রান দিয়ে 1 উইকেট নেন বেদী ৷ তাঁর এই কৃপণ বোলিংয়ের কারণে বাকি বোলাররা পূর্ব আফ্রিকাকে 120 রানে অল-আউট করে দিয়েছিল ৷

আরও পড়ুন: ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি

1946 সালের 25 সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসর জন্ম বিষাণ সিং বেদীর ৷ অসাধরণ বোলিং অ্যাকশনের পাশাপাশি, তাঁর বলের ফ্লাইট এবং স্পিন বোঝা বিশ্বের তাবড় ব্যাটারদের কাছে ছিল এক ধাঁধা ৷ 1971 সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত ৷ সেই সিরিজে ভারত তৃতীয় টেস্ট জিতেছিল ৷ আর সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেদী ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে সিরিজ জিতে ইতিহাসের অংশ হয়েছিলেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটেও তাঁর দাপট ছিল সমান ৷ বিশেষত, দিল্লি রঞ্জি দলের হয়ে ৷

হাদরাবাদ, 23 অক্টোবর: প্রায়ত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বিষাণ সিং বেদী ৷ বাঁ-হাতি এই স্পিনারের মৃত্যুকালে বয়স হয়েছিল 77 বছর ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক 1967-79 সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন ৷ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি ৷ পরিবারে স্ত্রী অঞ্জু বেদী, তিন ছেলে অঙ্গদ বেদী, গবাসিন্দর বেদী ও গিল বেদী এবং মেয়ে নেহা বেদী রয়েছেন ৷

আন্তর্জাতিক ক্রিকেটে 12 বছরের কেরিয়ারে 67টি টেস্ট এবং 10টি ওয়ান-ডে খেলেছিলেন বেদী ৷ বাঁ-হাতি অর্থডক্স এই স্পিনারের টেস্ট উইকেট শিকারের সংখ্যা 266টি ৷ ইনিংসে 14বার 5 বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর ৷ ম্যাচে একবার 10 উইকেট নিয়েছেন কিংবদন্তি এই স্পিনার ৷ ভারতীয় ক্রিকেটের সোনালি স্পিন চতুর্ভুজের অংশ ছিলেন বেদী ৷ এরাপল্লি প্রসন্ন, ভগবত চন্দ্রশেখর, শ্রীনিবাস বেঙ্কটরাঘবন ও বেদীর স্পিন আক্রমণ একদশকেরও বেশি সময় বিশ্বের তাবড় ব্যাটারদের ধরাশায়ী করেছিলেন ৷

মূলত, 1966 সাল থেকে 1978 পর্যন্ত এই স্পিন চতুর্ভুজের দাপট দেখেছিল ক্রিকেটবিশ্ব ৷ উল্লেখ্য, অবসরের দীর্ঘ সময় পর 1990 সালে ফের একবার ভারতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলেন ৷ সেবার নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি ৷ এমনকি জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছেন কিংবদন্তি এই ক্রিকেটার ৷ মনিন্দর সিং, মুরলী কার্তিকের মতো স্পিনারের মেন্টর ছিলেন বিষাণ সিং বেদী ৷ তাঁর হাত ধরে ভারতীয় ক্রিকেট অতীতে বিশ্বমানের একাধিক স্পিনার পেয়েছে ৷

উল্লেখ্য, ভারতের প্রথম ওয়ান-ডে জয়ের অন্যতম কারিগর ছিলেন বেদী ৷ 1975 সালে তৎকালীন পূর্ব আফ্রিকার বিরুদ্ধে 12 ওভারে 8টি মেডেন-সহ 6 রান দিয়ে 1 উইকেট নেন বেদী ৷ তাঁর এই কৃপণ বোলিংয়ের কারণে বাকি বোলাররা পূর্ব আফ্রিকাকে 120 রানে অল-আউট করে দিয়েছিল ৷

আরও পড়ুন: ওয়ান-ডে ক্রিকেটে 'বিরাট' রান তাড়া করে জয়ের নাম কোহলি

1946 সালের 25 সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসর জন্ম বিষাণ সিং বেদীর ৷ অসাধরণ বোলিং অ্যাকশনের পাশাপাশি, তাঁর বলের ফ্লাইট এবং স্পিন বোঝা বিশ্বের তাবড় ব্যাটারদের কাছে ছিল এক ধাঁধা ৷ 1971 সালে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারত ৷ সেই সিরিজে ভারত তৃতীয় টেস্ট জিতেছিল ৷ আর সেই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বেদী ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টেস্টে সিরিজ জিতে ইতিহাসের অংশ হয়েছিলেন তিনি ৷ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটেও তাঁর দাপট ছিল সমান ৷ বিশেষত, দিল্লি রঞ্জি দলের হয়ে ৷

Last Updated : Oct 23, 2023, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.