ETV Bharat / sports

Ted Dexter : ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ের স্রষ্টা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সটর প্রয়াত - Cricket

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক টেড ডেক্সটার প্রয়াত ৷ বৃহস্পতিবার এমসিসি-র তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 86 বছর ৷

former-england-captain-ted-dexter-dies
ক্রিকেটে ব়্যাঙ্কিংয়ের স্রষ্টা ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টেড ডেক্সটর প্রয়াত
author img

By

Published : Aug 26, 2021, 5:27 PM IST

লন্ডন, 26 অগস্ট : ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক টেড ডেক্সটার প্রয়াত হয়েছেন (Former England captain Ted Dexter dies) ৷ বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি-র (MCC) তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ দীর্ঘ অসুস্থতার পর সে দেশের ওলভারহ্য়াম্পটনে 86 বছর বয়সে তিনি প্রয়াত হলেন ৷

ডেক্সটার মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন ৷ তাছাড়া মিডিয়াম পেস বোলিংও করতেন ৷ তিনি ইংল্যান্ডের হয়ে 1958 সাল থেকে 1968 সাল পর্যন্ত 62টি টেস্ট খেলেছেন ৷ এর মধ্যে 30টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৷ তিনি 47.89 গড়ে 4502 রান করেন ৷ উইকেট নিয়েছেন 66টি ৷

আরও পড়ুন : Ind vs Eng : অ্যান্ডারসনের সুইংয়ের দাপটে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং

পেস বোলিং সামলানোর দক্ষতার জন্য তিনি ক্রিকেট মহলে বিশেষ পরিচিত ছিলেন ৷ গোটা কেরিয়ারে তিনি 9টি টেস্ট সেঞ্চুরি করেন ৷ যাঁর মধ্যে 140 রানের বেশি ইনিংস ছিল ছ’টি ৷ চলতি বছরের শুরুর দিকে তাঁকে আইসিসি হল ফেম দেওয়া হয়েছিল ৷

খেলার মাঠে বাইরে ক্রীড়া প্রশাসনের দায়িত্বও সামলেছেন তিনি ৷ এমসিসি-র সভাপতি ছিলেন টেড ডেস্কটর ৷ তাই এমসিসি-র তরফে জানানো হয়েছে, মাঠের বাইরে তাঁর অবদান অনেক ছিল ৷ তিনি ক্রিকেটে ডিজিটাল প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছেন ৷ ক্রিকেট ছেড়ে দেওয়ার পর ডেক্সটর ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন ৷ ইংল্যান্ডের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্য়ানও হয়েছিলেন ৷

আরও পড়ুন : Chanu Saikhom Mirabai : মণিপুরি চলচ্চিত্রে চানুর বায়োপিক, ডাব হবে অন্য ভাষাতেও

ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এখন যে ব়্যাঙ্কিং সিস্টেম রয়েছে, তা তিনিই তৈরি করেছিলেন ৷ প্রাথমিকভাবে তিনি নিজের উদ্যোগে করেন এই ব়্যাঙ্কিং সিস্টেম ৷ পরে তা আইসিসি অনুসরণ করতে শুরু করে ৷ তাঁর প্রয়াণে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার আইসিসি-র (ICC) তরফেও শোকবার্তা দেওয়া হয়েছে ৷

লন্ডন, 26 অগস্ট : ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক টেড ডেক্সটার প্রয়াত হয়েছেন (Former England captain Ted Dexter dies) ৷ বৃহস্পতিবার মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসি-র (MCC) তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ দীর্ঘ অসুস্থতার পর সে দেশের ওলভারহ্য়াম্পটনে 86 বছর বয়সে তিনি প্রয়াত হলেন ৷

ডেক্সটার মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন ৷ তাছাড়া মিডিয়াম পেস বোলিংও করতেন ৷ তিনি ইংল্যান্ডের হয়ে 1958 সাল থেকে 1968 সাল পর্যন্ত 62টি টেস্ট খেলেছেন ৷ এর মধ্যে 30টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন ৷ তিনি 47.89 গড়ে 4502 রান করেন ৷ উইকেট নিয়েছেন 66টি ৷

আরও পড়ুন : Ind vs Eng : অ্যান্ডারসনের সুইংয়ের দাপটে ধরাশায়ী ভারতীয় ব্যাটিং

পেস বোলিং সামলানোর দক্ষতার জন্য তিনি ক্রিকেট মহলে বিশেষ পরিচিত ছিলেন ৷ গোটা কেরিয়ারে তিনি 9টি টেস্ট সেঞ্চুরি করেন ৷ যাঁর মধ্যে 140 রানের বেশি ইনিংস ছিল ছ’টি ৷ চলতি বছরের শুরুর দিকে তাঁকে আইসিসি হল ফেম দেওয়া হয়েছিল ৷

খেলার মাঠে বাইরে ক্রীড়া প্রশাসনের দায়িত্বও সামলেছেন তিনি ৷ এমসিসি-র সভাপতি ছিলেন টেড ডেস্কটর ৷ তাই এমসিসি-র তরফে জানানো হয়েছে, মাঠের বাইরে তাঁর অবদান অনেক ছিল ৷ তিনি ক্রিকেটে ডিজিটাল প্রযুক্তির বিপ্লব ঘটিয়েছেন ৷ ক্রিকেট ছেড়ে দেওয়ার পর ডেক্সটর ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন ৷ ইংল্যান্ডের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্য়ানও হয়েছিলেন ৷

আরও পড়ুন : Chanu Saikhom Mirabai : মণিপুরি চলচ্চিত্রে চানুর বায়োপিক, ডাব হবে অন্য ভাষাতেও

ক্রিকেটারদের পারফরম্যান্সের ভিত্তিতে এখন যে ব়্যাঙ্কিং সিস্টেম রয়েছে, তা তিনিই তৈরি করেছিলেন ৷ প্রাথমিকভাবে তিনি নিজের উদ্যোগে করেন এই ব়্যাঙ্কিং সিস্টেম ৷ পরে তা আইসিসি অনুসরণ করতে শুরু করে ৷ তাঁর প্রয়াণে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার আইসিসি-র (ICC) তরফেও শোকবার্তা দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.